অনিমা রায় । বাঙালি সঙ্গীত শিল্পী

অনিমা রায় একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী। তিনি প্রধানত রবীন্দ্র সঙ্গীত (রবীন্দ্রনাথের গান) গেয়ে থাকেন। তিনি দেবাশীষ চক্রবর্তী, সাধন চন্দ্র বর্মনের কাছ থেকে এবং ললিতকলা একাডেমি থেকে সঙ্গীত শিখেন। এরপর তিনি ওয়াহিদুল হক, সানজিদা খাতুন ও মিতা হকের অধীনে প্রশিক্ষণ নেন। তিনি ছায়ানট থেকেও রবীন্দ্র সংগীতের উপর কোর্স সম্পন্ন করেছেন।

অনিমা রায় । বাঙালি সঙ্গীত শিল্পী

কর্মজীবন

অনিমা রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের আংশিক সময়ের অধ্যাপিকা ছিলেন এবং সম্প্রতি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগের অধ্যাপিকা হিসেবে কাজ করছেন। অধ্যাপনার কাজ ছাড়াও, তিনি একজন প্রতিষ্ঠিত রবীন্দ্র সঙ্গীত শিল্পী। তিনি রবীন্দ্র সঙ্গীতের ওপর ছয়টি অ্যালবাম প্রস্তুত করেছেন, পাঁচ নম্বর অ্যালবামটির নাম ছিল রবির আলো, যেটিতে ভারতীয় সঙ্গীত শিল্পী প্রত্যুষ ব্যানার্জিরও অবদান রয়েছে।

আব্দুস সামাদ খোকনের পরিচালনাধীন সরকারী অনুদানের সিনেমা শ্রাবন জ্যোৎস্নায় একসঙ্গে ৩টি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্না’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে।

অনিমা রায় । বাঙালি সঙ্গীত শিল্পী

অনিমা রায় প্রথম মৌসুমী অভিনীত ‘লিডার’ সিনেমায় গান গেয়েছিলেন। পরবর্তী সময়ে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘আমি কমলা’ ও অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় প্লে-ব্যাক করেছেন। প্রত্যেকটি সিনেমাতেই তিনি রবীন্দ্র সংগীতই গেয়েছেন। এর আগে কলকাতার সিনেমা ‘রি-ইউনিয়ন’-এ তিনি জয় সরকারের নতুন সংগীতায়োজনে ‘হৃদয়ের একুল ওকুল’ গানটি গেয়েছিলেন। এদিকে অনিমা রায় জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে তিন বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সালের ৯ জুলাই সেই দায়িত্ব থেকে অব্যাহতি পান তিনি।

অনিমার দুটো স্কুল। সুরবিহার সংগীত আর অঙ্কন পাঠশালা। দুটোকেই জুম ডটকমের মাধ্যমে নিয়ে এসেছেন অনলাইনে। এখন কেবল ঢাকা নয়, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, সিলেট থেকেও দলে দলে ছাত্ররা যোগ দিচ্ছে এই অনলাইন কোর্সে। অনিমার এই স্কুলে এখন পাঁচজন মার্কিন ছাত্রও আছে। তাদের সময়ের সঙ্গে মিলিয়ে রাতে ক্লাস নেওয়া হয়। অন্যদিকে বাংলাদেশি বাচ্চাদের দিনে অনলাইন স্কুল থাকায় তারা যথারীতি বিকেলের দিকে নাচ, গান, ছবি আঁকা, গিটার, কি–বোর্ড শেখে।

অনিমা রায় । বাঙালি সঙ্গীত শিল্পী

পুরস্কারসমূহ

অনিমা রায় তার ষষ্ঠ অ্যালবামের জন্যে শ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত শিল্পী বিভাগে ‘১২তম চ্যানেল আই সঙ্গীত পুরস্কার’ পেয়েছেন।

আরও দেখুনঃ

Leave a Comment