একা বেঁচে থাকতে শেখো প্রিয় লিরিক্স [ Eka Beche Thakte Shekho Priyo Lyrics ] । আসির আর্মান । Aseer Arman

একা বেঁচে থাকতে শেখো প্রিয় লিরিক্স [ Eka Beche Thakte Shekho Priyo Lyrics ]

আসির আর্মান । Aseer Arman

একা বেঁচে থাকতে শেখো প্রিয় লিরিক্স [ Eka Beche Thakte Shekho Priyo Lyrics ] । আসির আর্মান । Aseer Arman

একা বেঁচে থাকতে শেখো প্রিয় লিরিক্স [ Eka Beche Thakte Shekho Priyo Lyrics ] । আসির আর্মান । Aseer Arman

একা বেঁচে থাকতে শেখো প্রিয় লিরিক্স

একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি, তারার মাজারে।
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি,
কবে ছোঁবো সাদা শাড়ি?
আমায় নিয়ে আর ভেবোনা আরাম প্রিয়,
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো।
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার,
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি ক’বার?
তোমায় কি দিয়েছি নিকষকালো রাতের যোগান?
তোমায় কি দিয়েছি নিকষকালো রাতের যোগান?
একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি, তারার মাজারে।
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি,
কবে ছোঁবো সাদা শাড়ি?
একা বেঁচে থাকতে শেখো প্রিয় লিরিক্স [ Eka Beche Thakte Shekho Priyo Lyrics ] । আসির আর্মান । Aseer Arman
আমায় নিয়ে আর ভেবোনা, আরাম প্রিয়
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো,
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার,
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি ক’বার?
তোমার মনের গতি…
তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি,
আমি ধরতেও না পারি, আমি ক্যামনে যাবো বাড়ি।
টিকিট কেটে রেখেছিলাম যাত্রা সময় ভুলে
এখন ইস্টিশনে বেজায় অন্ধকার।
তোমায় কি দিয়েছি নিকষকালো রাতের যোগান?
তোমায় কি দিয়েছি নিকষকালো রাতের যোগান?
একা বেঁচে থাকতে শেখো প্রিয় লিরিক্স [ Eka Beche Thakte Shekho Priyo Lyrics ] । আসির আর্মান । Aseer Arman

Eka Beche Thakte Shekho Priyo Lyrics

Eka Beche Thakte Shekho Priyo
Tomar Name Shirni Diyechi Tarar Majare
Asha Rakhi Sustho Hoye Uthben Taratari
Amar Niraag Laage Varti
Kobe Chobe Shada Shari?
Amay Niye Aar Vebo Na Aaram Priyo
Mone Shosthi Jeno Shudhui Furti Meno
Dolonchapar Moushume Ami Taanchi Iti Ebar
Tomar Boddho Ghore Shobar Shovab NA Korechi Ko’bar?
Tomay Ke Diyechi Nikosh Kalo Rater Jogan?
Tomay Ke Diyechi Nikosh Kalo Rater Jogan?
Eka Beche Thakte Shekho Priyo
Tomar Name Shirni Diyechi Tarar Majare
Asha Rakhi Sustho Hoye Uthben Taratari
Amar Niraag Laage Varti
Kobe Chobe Shada Shari?
Amay Niye Aar Vebo Na Aaram Priyo
Mone Shosthi Jeno Shudhui Furti Meno
Dolonchapar Moushume Ami Taanchi Iti Ebar
Tomar Boddho Ghore Shobar Shovab NA Korechi Ko’bar?
একা বেঁচে থাকতে শেখো প্রিয় লিরিক্স [ Eka Beche Thakte Shekho Priyo Lyrics ] । আসির আর্মান । Aseer Arman
Tomar Moner Goti
Tomar Moner Goti Rater Durpallar Gari
Ami Dhortew Na pAri Ami Kemne Jabo Bari
Tikli Kete Rakhechilam Jatra Shomoy Bhule
Ekhon Ishishone Bejey Ondhokar
Tomay Ke Diyechi Nikosh Kalo Rater Jogan?
Tomay Ke Diyechi Nikosh Kalo Rater Jogan?

Leave a Comment