সাক্ষী হাইওয়ে লিরিক্স [ Shakkhi highway lyrics ] | Train poka | Highway

“সাক্ষী হাইওয়ে” গানটি একটি আধুনিক শহুরে যাত্রার প্রতিচ্ছবি, যেখানে হাইওয়ে শুধুমাত্র ভ্রমণের পথ নয়, বরং একটি অস্তিত্বগত বা মানসিক যাত্রার প্রতীক। Train Poka-এর এই গানটি ইন্ডি ঘরানার হলেও এর গানে পাওয়া যায় একটি রূঢ় বাস্তবতা ও ব্যক্তিগত অনুভবের সংমিশ্রণ। শব্দ ও সুরের মাধ্যমে একধরনের যন্ত্রণাবিদ্ধ, ক্লান্ত অথচ দার্শনিক এক মানসিক অবস্থা প্রকাশ পায়।

গানের শিরোনামে থাকা “সাক্ষী” শব্দটি গুরুত্বপূর্ণ। এটি শুধু পথচলার দর্শক নয়, বরং সেই আত্মা, যে প্রত্যক্ষ করে জীবনযাত্রার টানাপোড়েন, মানুষে-মানুষে দুরত্ব, বিচ্ছিন্নতা, অথবা হয়তো সমাজের অদৃশ্য বেদনাকে।

 

সাক্ষী হাইওয়ে লিরিক্স [ Shakkhi highway lyrics ] | Train poka | Highway

সাক্ষী হাইওয়ে লিরিক্স বাংলা :

কত তারা ঝরে যায়
কে রাখে কার খবর,
এ অদ্ভুত পৃথিবী, কেও কারো নয়
কত রক্তে কি মিশে যায়
কি সে নির্মম আঘাতে,
থাকে দেয়ালের ওপাশে বন্দি,
নাই কোন সাক্ষী নাই…
এত আপন ভেবেছ যাকে
সেও নিচ্ছে নাতো খবর,
প্রতিদানের ফাসিতে ঝুলছে
জীবন্ত লাশ তোমার,
আজ নির্বাক তাকিয়ে তুমি
কবে আসবে চোখে ঘুম,
তুমি ফিরে পেতে চাওনা কিছুই
জেগে থেকে লাভ কি আর।
আঁধারে, অবহেলায়, অবলিলায়…
ধিক্কার দেয়ালে বন্দি
স্বান্তনা নেই প্রার্থনায় আর,
আজ নিঃশেষ হবার বেলায়
নাই কোন সাক্ষি নাই
চেয়ে দেখ বন্ধু, তুমি একা নও,
যত স্বস্তা পিছুটান
ঝেড়ে ফেলে দাও,
জেগে উঠ উচ্ছাসে,
আর কোন আশা নয়,
দেখো কুয়াশায় ঝড়ছে রোদ,
জানালা খুলে দাও…!!!
YaifwwriN4BzRFCyqbslL4 সাক্ষী হাইওয়ে লিরিক্স [ Shakkhi highway lyrics ] | Train poka | Highway
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Shakkhi Lyrics in english :

Koto Tara Jhore Jay
Ke Rakhe Kar Khobor
Eee Odvut Prrithibi, Keu Karo Noy
Koto Rokte Ki Mishe Jay
Ki Se Nirrmom Aghate,
Thake Deyaler Opashe Bondi,
Nai Kono Shakkhi Nai…

Eto Apon Vebecho Jake
Seo Nicche Nato Khobor,
Protidiner Fasite Jhulche
Jibonto Lash Tomar,
Aj Nirrbak Takiye Tumi
Kobe Asbe Cokhe Ghum,
Tumi Fire Pete Cauna Kichui
Jege Theke Lav Ki Arr
Adhare, Obohelay, Obolilay…

Dhikkar Deyale Bondi
Swantona Nei Prathonay Ar,
Aj Nishesh Hobar Belay
Nai Kono Shakkhi Nai

Ceye Dekho Bondhu, Tumi Eka Nou,
Joto Swosta Pichutan
Jhere Fele Dau,
Jege Otho Ucchase,
Ar Kono Asha Noy,
Dekho Kuyasha Jhorche Rod,
Janala Khule Dau…!!!

 

 

Leave a Comment