কারার ঐ লৌহ কপাট লিরিক্স [ Karar Oi Louho Kopat Lyrics ] । কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

কারার ঐ লৌহ কপাট লিরিক্স [ Karar Oi Louho Kopat Lyrics ]

কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

কারার ঐ লৌহ কপাট লিরিক্স [ Karar Oi Louho Kopat Lyrics ] । কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

কাজী নজরুল ইসলাম জনপ্রিয় বাঙালি কবি। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে।

তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। তার সব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালবাসা, মুক্তি এবং বিদ্রোহ।

ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধেও তিনি লিখেছেন। ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসেবেই বেশি পরিচিত। বাংলা কাব্য তিনি এক নতুন ধারার জন্ম দেন। এটি হল ইসলামী সঙ্গীত তথা গজল।

এর পাশাপাশি তিনি অনেক উৎকৃষ্ট শ্যামাসংগীত ও হিন্দু ভক্তিগীতিও রচনা করেন। নজরুল প্রায় ৩০০০ গান রচনা এবং অধিকাংশে সুরারোপ করেছেন যেগুলো এখন নজরুল সঙ্গীত বা “নজরুল গীতি” নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়।

মধ্যবয়সে তিনি পিক্‌স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি মৃত্যুবরণ করেন।

কারার ঐ লৌহ কপাট লিরিক্স [ Karar Oi Louho Kopat Lyrics ] । কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

কারার ঐ লৌহ কপাট লিরিক্স [ Karar Oi Louho Kopat Lyrics ] । কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

কারার ঐ লৌহ কপাট লিরিক্স

কারার ঐ লৌহকপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।

ওরে ও তরুণ ঈশান
বাজা তোর প্রলয় বিষাণ,
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।
কারার ঐ লৌহকপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।

গাজনের বাজনা বাজা
কে মালিক, কে সে রাজা,
গাজনের বাজনা বাজা
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে?
হা হা হা পায় যে হাসি,
ভগবান পরবে ফাঁসি,
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে।
কারার ঐ লৌহকপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত জমাট শিকল পুজার পাষাণ বেদী।

ওরে ও পাগলা ভোলা
দে রে দে প্রলয় দোলা,
ওরে ও পাগলা ভোলা
দে রে দে প্রলয় দোলা,
গারদগুলা জোরসে ধরে হ্যাচকা টানে,
গারদগুলা জোরসে ধরে হ্যাচকা টানে
মার হাঁক হায়দারী হাঁক,
কাঁধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে।
কারার ঐ লৌহকপাট
ভেঙে ফেল কর রে লোপাট,
রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।

কারার ঐ লৌহ কপাট লিরিক্স [ Karar Oi Louho Kopat Lyrics ] । কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

নাচে ওই কালবোশাখী
কাটাবী কাল বসে কি?
নাচে ওই কালবোশাখী
কাটাবী কাল বসে কি?
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি,
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙ্গরে তালা,
যত সব বন্দী শালায়
আগুন-জ্বালা, আগুন জ্বালা,
ফেল উপাড়ি।

কারার ঐ লৌহ কপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।

Karar Oi Louho Kopat Lyrics

Karar Oi Louho Kopat
Venge fele kor re lopat
Rokto jomat shikol pujar pashan bedi
Ore o tarun ishan
Baja tor proloy bishan
Dhongsho nishan uruk prachir prachir vedi…

Gajoner bajna Baja,
Ke malik, ke se raja..
Ke dey saja mukto
Swadhin sottoke re
Ha ha ha pay je hashi
Vogoban porbe phashi
Sorbonashi sikhay e hin
Tottho ke re,

কারার ঐ লৌহ কপাট লিরিক্স [ Karar Oi Louho Kopat Lyrics ] । কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

Ore o pagla bhola,
De re de proloy dola
Garodgula jorshe dhore
Hechka tane,
Mar hak, haydari hak
Kadhe ne dundhubi dhak
Dak ore dak
Mrityuke dak jibon pane,

Nache oi kalboishakhi
Katabi kal Bose ki
Dere dekhi bhim karar oi
Bhitti nari,
Lathi mar, vangre tala
Joto sob Bondi shalay,
Agun jala,
Phel upari…

কারার ঐ লৌহ কপাট লিরিক্স [ Karar Oi Louho Kopat Lyrics ] । কাজী নজরুল ইসলাম । Kazi Nazrul Islam

আরও দেখুনঃ

তুমি চোখের আড়াল হও লিরিক্স [ Tumi Chokher Aral Hou lyrics ] – সাবিনা ইয়াসমিন [ Sabina Yasmin ]

Leave a Comment