আভাস লিরিক্স | avash lyrics | তানজির তুহিন | আভাস
তানজির চৌধুরী তুহিন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, গায়ক-গীতিকার, অভিনেতা এবং স্থপতি। তিনি বাংলা রক ব্যান্ড শিরোনামহীনের সাবেক কণ্ঠশিল্পী ছিলেন। ২০১৭ সালে তিনি শিরোনামহীন ত্যাগ করেন। ২০১৮ সালে নতুন ব্যান্ড আভাস গঠন করেন। সঙ্গীতের পাশাপাশি কয়েকটি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন তিনি।
আভাস ২০১৭ সালে গঠিত ঢাকা ভিত্তিক বাংলা রক ব্যান্ড। তানজির তুহিন (কণ্ঠ), রাজু শেখ (বেস), সুমন মনজুরুল (লিড), রিঙ্কু ইমাম (ড্রাম) শাওন কাইয়্যুম (কিবোর্ড)- এই পাঁচজনের সমন্বয়ে গঠিত হয়। ২০২০ সালের হিসেবে ব্যান্ডটির তিনটি একক প্রকাশিত হয়েছে।
আভাস লিরিক্স
কন্ঠশিল্পীঃ তানজির তুহিন
কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে,
বোঝেনা তবু এ মন,
শান্ত নিবির পথে হেটে কাটে
সারাদিন সারাক্ষন।
শুন্যের পরে খুঁজেছি তোমায়,
অসীমের পথে তুমি,
হও বলে সবে প্রান দিয়েছিল,
সবে অনুগামী।
তুমি আভাস হয়ে আশা,
হতাশা মুখের হাসি।
কত আদরে ভালোবেসেছি,
তোমার ওই মিষ্টি হাসি,
তোমাকেই আজ
বেঁধে নিয়েছি আমারও হৃদয়ও মাঝে।
পথে যেতে হায়,
সে ভালোবাসায় ,
দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজো আজীবন,
হৃদয়ও সপেছি তোমায়।
তুমি আরাধনে মোর সাধনা,
শত সুক্ষ দুস্থ কামনা।
কত জল ছল,
কত কোলাহল,
তুমি শান্ত আবেশে যাতনা।
থেমে থাক আজ কথা সব,
যত হাহাকার আশা কলরব,
পড়ে রবে সব যত সদ্ভাব,
প্রানে সংহার গেছি হারিয়ে।
দু হাত তুলে ধরি বাড়িয়ে,
আমি সৃষ্টি –
তাই স্রষ্টায় ভালোবাসি।
যুগে যুগে জড় জীব সবে
পড়ে রবে নিবির অবেলায়,
ধুলি ধূসর পদ চিহ্ন আঁকা মরুর বালুকায়।
এখানে পড়ে আছে
কত শত প্রান,
জীবনের গান,
গেছে হারিয়ে,
একা দাড়িয়ে অপেক্ষায়।
অস্তিত্বের মিছিলে,
খোলা দেয়ালের ওপারে,
রক্ত প্লাবনে তোমার ক্ষীন হাসি।
কত আদরে ভালোবেসেছি,
তোমার ওই মিষ্টি হাসি,
তোমাকেই আজ
বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে।
পথে যেতে হায়,
সে ভালোবাসায় ,
দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজো আজীবন,
হৃদয়ও সপেছি তোমায়। – [ ২ বার ]
কত আদরে….।
avash lyrics in english
Koto Proshner Boney Hariye Joriye,
Bojhena Tobu E Mon,
Shanto Nibir Pothe Hetey Kate
Saradin Sarakhon…
Shunner Pore Khujechhi Tomay,
Oshimer Pothe Tumi,
Hou Bole Sobe Pran Diyechhilo
Sobe Onugami…
Tumi Avash Hoye Asha,
Hotasha Mukher Hashi…
Koto Adore Bhalobeshechi,
Tomar Oi Misty Mukher Hashi,
Tomakei Aj,
Bedhe Niyechhi
Amaro Hridoyo Majhe…
Pothe Jetey Hay,
Shey Bhalobashay,
Duru Duru Bukta Kepe Jay,
Chhuye Dile Mon,
Ajo Ajibon
Hridoyo Shopechhi Tomay…
Tumi Aradhone Mor Shadhona,
Shoto Sukkho Dustho Kamon,
Koto Jol Chhol,
Koto Kolahol,
Tumi Shanto Abeshe Jatona…
Theme Thak aj Kotha shob,
Joto Hahakar Asha Kolorob,
Pore Robe Sob Joto Sodvab,
Prane Shonghar Gechhi Hariye…
Du’hat Tule Dhori Bariye,
Ami Sristy,
Tai Srostay Valobashi…
Jugey Jugey Joro Jib Sobe,
Pore Robe Nibir Obelay,
Dhuli Dhushor Podo Chinho Aka Morur Balukay…
Ekhane Pore Achhe
Koto Shoto Pran,
Jiboner Gaan,
Gechhi Hariye,
Eka Dariye Opekkhay…
Ostitter Michhile,
Khola Deyaler Opare,
Rokto Plabone Tomar Khino Hashi…
Koto Adore Bhalobeshechi,
Tomar Oi Misty Mukher Hashi,
Tomakei Aj,
Bedhe Niyechhi
Amaro Hridoyo Majhe…
Pothe Jetey Hay,
Shey Bhalobashay,
Duru Duru Bukta Kepe Jay,
Chhuye Dile Mon,
Ajo Ajibon
Hridoyo Shopechhi Tomay… – [2]
Koto Adore…
- কেন এই নিঃসঙ্গতা লিরিক্স- পার্থ বড়ুয়া-সোল্স ব্যান্ড-[Keno Ei Nishongota lyrics-Partho Borua-Souls Band]
- সব লোকে কয় লিরিক্স [ Sab Loke Koy Lyrics ] । লালন শাহ । lalon shah
- থাকতে যদি না পাই তোমায় লিরিক্স [ Thakte Jodi Na Pai Lyrics ] – বাউল জালাল উদ্দীন খাঁ [ Baul Jalal Uddin Kha ]
- আজ তোমার মন খারাপ মেয়ে লিরিক্স [ Aaj tomar Mon kharap meye ] । বাপ্পা মজুমদার । Bappa majumdar
- যে প্রেম স্বর্গ থেকে এসে লিরিক্স-কনক চাপা ও খালিদ হাসান মিলু-[Je Prem Shorgo Theke Eshe Lyrics-Konok Chapa and Khalid Hasan Milu]
- তারে বলে দিও লিরিক্স [ Tare Bole Diyo Lyrics ] । হেমন্ত মুখোপাধ্যায় । Hemanta Mukherjee
- তারায় তারায় লিরিক্স [ Taray Taray Lyrics ] । জেমস । james
- সময় গেলে সাধন হবে না লিরিক্স [ somoy gele sadhon hobe na lyrics ] । লালন শাহ । lalon shah
- আমি শুধু চেয়েছি তোমায় লিরিক্স [ Ami Sudhu Cheyechi Tomay Lyrics ] – মোহাম্মদ ইরফান আলী [ Mohammed Irfan Ali ]