বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় লিরিক্স – Bondhu tomay a gan shonabo bikel belay lyrics | চন্দ্রবিন্দু

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় লিরিক্স ( Bondhu tomay a gan shonabo bikel belay lyrics ) গানটি চন্দ্রবিন্দু ব্যান্ডেএর একটি জনপ্রিয় গান। চন্দ্রবিন্দু কলকাতার একটি বাংলা ব্যান্ড দল। তাদের নাম নেয়া হয়েছে বাংলা বর্ণমালার শেষ অক্ষর চন্দ্রবিন্দু ঁথেকে। এছাড়া জনপ্রিয় বাংলা ছড়াকার সুকুমার রায়ের ননসেন্স ছড়ার বই হযবরল এর একটি উক্তি থেকেও তারা এই নাম রাখার প্রেরণা পেয়েছেন।

১৯৮৯ সালে যাত্রা শুরু করে চন্দ্রবিন্দু। ব্যান্ডটি চন্দ্রিলের বিদ্রুপাত্মক, কথ্য ভাষার গানের কথার জন্য পরিচিত। এসব কথায় সাম্প্রতিক ঘটনা এবং সাংস্কৃতিক পরিমন্ডলের বিভিন্ন সূত্র দেয়া থাকে। এছাড়া তারা উপল ও অনিন্দ্যের লেখা ভিন্ন ধাঁচের গানও পরিবেশন করে থাকে।

 

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় লিরিক্স | Bondhu tomay a gan shonabo bikel belay lyrics | চন্দ্রবিন্দু

বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়:

ছেঁড়া ঘুড়ি, রঙ্গিন বল
এইটুকুই সম্বল
আর ছিল রোদ্দুরে পাওয়া
বিকেল বেলা।
বাজে বকা রাত্রি দিন
অ্যাস্টেরিক্স টিনটিন
এলোমেল কথা উড়ে যেত
হাসির ঠেলায়
সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে
সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে
সে হাসি ছুটে যেত গোধুলি মিছিলে
সবার অলক্ষ্যে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়


বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।
গল্পের মত ইশকুল বাড়ি
জমে ওঠা ক্ষত
খেলব না আড়ি (২)
সে খেলা কানাগলি
রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।
বইমেলা ধূলো গার্গি শ্রেয়সী
চেনা মুখগুলো
পরিচিত হাসি (২)
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি সে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়


বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।
ছেঁড়া ছবি, স্ফটিক জল
এইটুকু সম্বল
বাদ বাকি রোদ চলে যাওয়া বিকেল বেলা
একঘেয়ে ক্লান্ত দিন, ক্যাম্পোজ-অ্যাসপিরিন
যানজটে দেরি হয়ে গেল বিকাল বেলা
মরা মাছের চোখ যায় যদ্দুরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।

 

আমার ভিনদেশী তারা লিরিক্স [ Amar Bhindeshi Tara Lyrics ] । চন্দ্রবিন্দু । অনিন্দ্য চট্টোপাধ্যায় । Anindya Chatterjee

 

Bondhu tomay a gan shonabo bikel belay lyrics in English:

Chera ghuri rongin ball ei tukui shombol
Aar chilo roddure pawa bikel bela..
Baaje boka, raatri din Asterix tintin
Elo-melo kotah ure jeto Haashir thelay
Se Haashi chute jeto godhuli michiley
Shobar olokkhete tumio ki chile
Haway Haway..

Bondhu tomay e gaan shonabo bikel belay
Aar ekbar jodi tomader dole nao khelay
Bondhu tomay e gaan shonabo bikel belay
Golper moto, ishkul bari
Jome otha khoto Khelbona aari
Bandhu tomay e gan sonabo bikel belay

 

আমার ভিনদেশী তারা লিরিক্স [ Amar Bhindeshi Tara Lyrics ] । চন্দ্রবিন্দু । অনিন্দ্য চট্টোপাধ্যায় । Anindya Chatterjee

 

গানটি শুনুন:

 

 

আরও দেখুনঃ

Leave a Comment