হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স | haste dekho gaite dekho | আইয়ুব বাচ্চু | ayub bachchu

হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স | haste dekho gaite dekho | আইয়ুব বাচ্চু | ayub bachchu

আইয়ুব বাচ্চু (১৬ আগস্ট ১৯৬২ – ১৮ অক্টোবর ২০১৮) একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, গায়ক-গীতিকার এবং গীটারবাদক ছিলেন। তিনি রক ব্যান্ড এল আর বি এর গায়ক ও গীটারবাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন।

হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স

 

হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স | haste dekho gaite dekho | আইয়ুব বাচ্চু | ayub bachchu

 

হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
বোঝে না কেউতো চিনলনা
খোঁজে না আমার কি ব্যাথা
চেনার মতো কেউ চিনলনা
এই আমাকে
বোঝে না কেউতো চিনলনা
খোঁজে না আমার কি ব্যাথা
চেনার মতো কেউ চিনলনা
এই আমাকে
আমার সুরের বুকে, কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোনে, নোনা ছবি আাঁকে
আমার গল্প শুনে , হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি, আঁধারের মতো নীরব
নিজেকে ঢেলে আমি, কত সুখ দিলাম
হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স | haste dekho gaite dekho | আইয়ুব বাচ্চু | ayub bachchu
বোঝে না কেউ তো চিনলনা
বোঝেনা আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
আমার গানে আঁকা, নির্ঘুম অনেক প্রহর
আমায় ছেড়ে জোনাকি, চেনে নিরব শহর
ডাকার কথা যাদের, ডাকেনি কেউ কাছে
নিঃসংগ এই আমি, পুড়েছি মোমের আঁচে
আমার মাঝে আমি-ই যেন শুধু লুকাই
বোঝে না কেউ তো চিনলনা
বোঝেনা আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স | haste dekho gaite dekho | আইয়ুব বাচ্চু | ayub bachchu

Haste dekho gaite dekho English lyrics

 

 

Hashte dekho gaite dekho
Onek kothay mukhor amay dekho
Dekho na keu hasi sheshe nirobota
Bojhe na keu toh chinlo na
Khoje na amar ki betha
Chenar moto keu chinlo na, ei amake
Amar surer buke, kanna lukiye thake
Amar cokher kone, nona  chobi ake
Amar golpo sune, hoi alokito utsob
Golpo seshe ami,adharer moto nirob
Nijeke dhele ami, koto sukh dilam
Bojhe na keu toh chinlo na
Khoje na amar ki betha
Chenar moto keu chinlo na, ei amake
Amar gane aka,nirgum onk prohor
Amai chere jonaki, cene nirob sohor dakar kotha jader,dakeni kew kace
Nisongo ei ami, pureci momer aace
Amar majhe amiy jeno sudu lukai
Bojhe na keu toh chinlo na
Khoje na amar ki betha
Chenar moto keu chinlo na, ei amake

 

হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স | haste dekho gaite dekho | আইয়ুব বাচ্চু | ayub bachchu

 

আইয়ুব বাচ্চু:

বাচ্চু চট্টগ্রামে ১৯৭৬ সালে কলেজ জীবনে “আগলি বয়েজ” নামক ব্যান্ড গঠনের মাধ্যমে তার সঙ্গীত জীবনের সূচনা করেছিল। ১৯৭৭ সালে তিনি “ফিলিংস” (বর্তমানে “নগর বাউল” নামে পরিচিত) এ যোগদান করেন এবং ব্যান্ডটির সাথে ১৯৮০ সাল পর্যন্ত কাজ করেছিলেন। একই বছরে তিনি জনপ্রিয় রক ব্যান্ড সোলস-এর প্রধান গীটারবাদক হিসেবে যোগদান করেন। সোলসের সঙ্গে তিনি ১৯৯০ সাল পর্যন্ত, সুপার সোলস (১৯৮২), কলেজের করিডোরে (১৯৮৫), মানুষ মাটির কাছাকাছি (১৯৮৭)

এবং ইস্ট অ্যান্ড ওয়েস্ট (১৯৮৮) চারটি অ্যালবামে কাজ করেছিল। ১৯৯১ সালের ৫ এপ্রিল তিনি তার নিজের ব্যান্ড লিটল রিভার ব্যান্ড গঠন করে, যা পরবর্তীকালে লাভ রান্স ব্লাইন্ড নামে বা সংক্ষেপে এল আর বি নামে জনপ্রিয়তা লাভ করে। তিনি তার মৃত্যু অবধি ২০১৮ সাল পর্যন্ত ২৭ বছর ধরে ব্যান্ডটির সঙ্গে ছিলেন।

একজন একক শিল্পী হিসেবেও তিনি সফলতা পেয়েছিল। তার প্রথম একক অ্যালবাম রক্ত গোলাপ, যা ১৯৮৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। দ্বিতীয় অ্যালবাম ময়না (১৯৮৮) দিয়ে, তিনি তার একক কর্মজীবনের সফলতা অর্জন করেন এবং পরে কষ্ট (১৯৯৫) অ্যালবামটি প্রকাশ করেন, যা প্রচুর সফলতা অর্জন করে। ২০০৭ সালে তিনি দেশের প্রথম বাদ্যযন্ত্রগত অ্যালবাম সাউন্ড অফ সাইলেন্স প্রকাশ করেন।

 

হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স | haste dekho gaite dekho | আইয়ুব বাচ্চু | ayub bachchu

 

 

Leave a Comment