সুস্মিতা আনিস । বাংলাদেশী নজরুল সঙ্গীত শিল্পী

সুস্মিতা আনিস একজন বাংলাদেশী নজরুল সঙ্গীত শিল্পী। তিনি আধুনিক বাংলা গান এবং হালকা শাস্ত্রীয় সঙ্গীত সহ বিভিন্ন সংগীত শৈলী সাথে জুড়ে আছেন।

 

সুস্মিতা আনিস । বাংলাদেশী নজরুল সঙ্গীত শিল্পী

 

সুস্মিতা আনিস । বাংলাদেশী নজরুল সঙ্গীত শিল্পী

সংক্ষিপ্ত জীবনী

সুস্মিতা আনিস নজরুল সঙ্গীত সম্রাজ্ঞী শিল্পী ফিরোজা বেগমের অনুগত শিষ্যা।তার জন্ম এমন একটি পরিবারে যেখানে সঙ্গীতচর্চা পারিবারিক ঐতিহ্যের অংশ। পড়তে লিখতে শেখার আগেই সেই ছোটবেলাথেকেই তার ফুপু ফিরোজা বেগম তাকে গান শেখাতেন। অত্যন্ত যত্নের সাথে ফিরোজা বেগম তাকে নজরুল ও অন্যান্য সঙ্গীতেরশ্রুতি ও চলন শিখিয়েছেন।

সুস্মিতা পাঁচ বছর বয়সে ফিরোজা বেগমের কাছ থেকে সঙ্গীত চর্চা শুরু করেন।সুস্মিতা বাংলাদেশ টেলিভিশনে শিশু শিল্পী হিসেবে গান গেয়েছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুনকুঁড়ি’-তে ১৯৭৬ সালে নজরুল সঙ্গীতে প্রথম পুরস্কার লাভ করেন। তিনি ফুপু ফিরোজা বেগমের কাছ থেকে গানে নিবির ভাবে শিক্ষা নিয়েছেন।

সুস্মিতা আমেরিকাতে গ্রাফিক ডিজাইনে পড়াশুনা করেছেন।প্রতি গ্রীষ্মের ছুটিতে তিনি ঢাকায় আসতেন এবং তার ফুপু ফিরোজা বেগমের কাছ থেকে স্ববিস্তরে তালিম নিতেন।লেখাপড়া শেষ করে তিনি আমেরিকাতেই স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। তবে প্রতি গ্রীষ্মে তিনি দেশে আসতেন এবং ফুপুর অজস্র গানের ভাণ্ডার থেকে গান তুলে নিতেন।

 

সুস্মিতা আনিস । বাংলাদেশী নজরুল সঙ্গীত শিল্পী

 

কলকাতা ভিত্তিক রাগা মিউজিক ১৯৯৮ সালে তার আধুনিক বাংলা গানের প্রথম অ্যালবাম প্রকাশ করে। গানগুলো সুর করেছেন কমল দাসগুপ্ত আর নির্দেশনায় ছিলেন ফিরোজা বেগমের। ২০০৬-এর গ্রীষ্মে এইচএমভি কলকাতা তার দ্বিতীয় অ্যালবামটি প্রকাশ করে। এই অ্যালবামটিরও নির্দেশনায় ছিলেন ফিরোজা বেগম। ২০০৭ সালে তার তৃতীয় অ্যালবাম প্রকাশিত হয়। আধুনিক বাংলা গানের এই অ্যালবামের নির্দেশনায় ছিলেন ফিরোজা বেগম।২০০৮ সালে তার সমকালীন বাংলা গানের অ্যালবাম প্রকাশিত হয়। এই অ্যালবামটিই তার প্রথম অ্যালবাম যা কিনা ফিরোজা বেগম স্বয়ং তত্ত্বাবধায়ন ছাড়াই তাকে প্রকাশ করতে সম্মতি দেন।

বাংলাদেশে আসা অবধি সুস্মিতা তার চাচা মহাম্মদ আসা ফুদ্দৌলার কাছ থেকেও ধ্রুপদী সঙ্গীতে তালিম গ্রহণ করছেন।২০০৯ সালে সুস্মিতা বাংলাদেশে ফিরে আসেন এবং ব্যাবসাকে ক্যারিয়র হিসেবে গ্রহণ করেন। কিন্তু তিনি কখনই গান থেকে দূরে থাকেননি কিংবা ফুফুর কাছ থেকে গানে তালিম নেয়া বন্ধ রাখেন নি।

এই সময়টাতে তার বেশির ভাগ সময় কেটেছে ফুফুর কাছ থেকে সুরের সূক্ষ্ম কারুকাজগুলো শিখে নেয়ায়, সূরারোপের কৌশলগুলোকে শিখে নেয়ায়, যা কিনা ফিরোজা বেগমের একেবারে নিজস্ব গায়কী। ফিরোজা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়া অবধি চলে এই তালিম গ্রহণ। ফিরোজা বেগম ২০১৪ সালের সেপ্টেম্বরে মৃত্যুবরণ করেন। ফিরোজা বেগমের মৃত্যু সুস্মিতা আনিসের জন্যে গভীরভাবে শোকবহ এবং অপূরণীয় ক্ষতি।

 

সুস্মিতা আনিস । বাংলাদেশী নজরুল সঙ্গীত শিল্পী

 

২০১৩ সালে পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি শ্রদ্ধেয় ফিরোজা বেগমকে সঙ্গীতে তাঁর আজীবন অবদানের জন্যে ‘মহা গুরু’ উপাধিতে ভূষিত করেন। এই সময় সুস্মিতা আনিস তাঁর পাশে ছিলেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে সুস্মিতা আনিস ফিরোজা বেগমের পক্ষ থেকে মরণোত্তর ‘বাংলা বিভূষণ’ পুরস্কার গ্রহণ করেন। এককভাবে সুস্মিতা আনিস তার সঙ্গীত জীবন এই শুরু করলেন ফিরোজা বেগম স্মরণে আগামী অগাস্টে নজরুল সঙ্গীতের একটি একক অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে।

ফিরোজা বেগম সংরক্ষাণাগার

ফিরোজা বেগমের মৃত্যুর প্রথম বার্ষিকী স্মরণে ৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে ফিরোজা বেগমের জীবন ও তার কাজকর্ম নিয়ে সুস্মিতা ফিরোজা বেগম আর্কাইভ চালু করেছিলেন। যেখানে ফিরোজার সঙ্গীত ও বক্তৃতা রেকর্ডিং সহ মঞ্চ অনুষ্ঠানের ভিডিও সংরক্ষণ করেছেন।

আরও দেখুনঃ

Leave a Comment