সজীব দাস । বাংলাদেশী সঙ্গীতজ্ঞ

সজীব দাস একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ। সাধারনত পপ ব্যালাড এবং পপ ফিউশন ধারার গান কম্পোজ করে থাকেন তিনি।

 

সজীব দাস সজীব দাস । বাংলাদেশী সঙ্গীতজ্ঞ

 

সজীব দাস । বাংলাদেশী সঙ্গীতজ্ঞ

কর্মজীবন

গিটার বাজানো থেকে সজীব দাসের সঙ্গীত জগতে প্রবেশ।শুরুর দিকে মিউজিক প্রিয় বন্ধুরা মিলে হার্ড রক ধারার একটি ব্যান্ড তৈরী করেন।তারপরে গায়ক ও সঙ্গীত পরিচালক লাকি আখন্দের কাছ থেকে মিউজিক শেখা শুরু করলেন।পাশা পাশি গিটার শিখেছেন ওয়ারফেজ এর প্রাক্তন লীড গিটারিস্ট ও ভোকালিস্ট বালাম এর কাছ থেকে।এর পরে লাকি আখন্দ এর ব্যান্ড হ্যাপী টাচ এ যোগ দেন লীড গিটারিস্ট হিসেবে ।প্রায় ১২ বছর হ্যাপী টাচ এর সাথে বাজিয়েছেন সজীব ।

সজীব দাস তার প্রথম বাদ্যযন্ত্র প্রশিক্ষণটি লাখী আখান্দ এর অধীনে শুরু করেন এবং প্রায় ১৫ বছর ধরে হ্যাপী ওয়্যার মিউজিক স্কুলে গীটার শেখেন এবং পরে ২০ বছর বয়সে বালাম এর সহিত গীটার শেখা শুরু করেন। ১৭ বছর বয়সেই ‘হ্যাপী টাচ’ ব্যান্ডের হয়ে কাজ করা শুরু করেন।

 

সজীব দাস 1 সজীব দাস । বাংলাদেশী সঙ্গীতজ্ঞ

 

তিনি বিজ্ঞাপনে প্রচারের জন্য শব্দের মিলসহ প্রমাণ্যচিত্রের জন্য গান, সঙ্গীত রচনা করেন। তার রচিত প্রযোজিত “রোদ্দুর হাসি”, “সোহাসিনী” ছিল উল্লেখযোগ্য। তার গান “ভালোবাসিনি” আধুনিক গান (সেরা একক) ক্যাটাগরিতে “সিটিসেল চ্যানেল আই” সঙ্গীত পুরস্কার প্রতিযোগিতায় তালিকাভূক্ত হয়েছিল।

ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ, কনা, সানিয়া সুলতানা লিজা, আগুন, শাহেদ, রাজ রাজু, লুৎফর হাসান, ইমরান,জুয়েল মোর্শেদ, নির্ঝর, বেলাল খান, ইলিয়াস হোসাইন, লেমিস, পুজা, নাওমি, ঝিলিক, শাহীদ এবং বাংলাদেশের অনেক শিল্পীকে তিনি প্রযোজনা করেছেন। সম্প্রতি তিনি ভারতী গায়ক নচিকেতা চক্রবর্তী কে নিয়ে কাজ করছে।

 

সজীব দাস 2 সজীব দাস । বাংলাদেশী সঙ্গীতজ্ঞ

 

অ্যালবাম

তার বিভিন্ন অ্যালবাম বিভিন্ন শিল্পীর সহিত মুক্ত পায়। এর মধ্যে কয়েকটি এখনো নির্মাণাধীন রয়েছে – “আমার বেলা যে যায়- ফাহমিদা নবী”, সুহাসিনী – আরজে রাজু, ভালোবাসিনি-রানা, আমার আকাশ পুরোটাই (ঘুড়ি-২)-লুৎফর হাসান, শহর জুরে শশী-শশী, তোকে পাওয়ার সম্ভাবনা – আরজে টুটুল, পেন্সিল এ একা ছবি-১,২-মিশ্র, অজান্তে – মিশ্র, মন ঘুড়িটা-রিপন চৌধুরী, আমার পৃথিবী ছোট – শাজাহান সোহাগ, মেঘ বলেছে যাবো যাবো- সজীব ও বন্ধুরা, মেঘ হয়ে আসনা- মিশ্র : ওয়ালিদ, একটা স্বপ্ন – আশিক, অকুল দরিয়া, তোর ই অনুভব – মিশ্র, দাও হাত বাড়িয়ে ২- আরিফ, রোড নং:১- মিশ্র, চল হারিয়ে যাই- আশিক এবং আরো অনেক।

সজীব এর এসএমএস নামীয় স্টুডিওটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত।

আরও দেখুনঃ

Leave a Comment