শফি মন্ডল । বাংলাদেশী বাউল গায়ক

বাউল গানের জনপ্রিয় শিল্পী শফি মন্ডল একজন বাংলাদেশী বাউল গায়ক। তিনি বাউল সম্রাট শফি মণ্ডল নামে পরিচিত। গানে হাতেখড়ি হয়েছিল ছোটবেলায় মামাতো ভাই সাবদার হোসেনের কাছে তারপর ১৯৭৯ উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন ভারতের শ্রী সাধন মুখারজি কাছে।গুরুর পরামর্শে বেঁছে নেন সুফি গানের পথ।

 

শফি মন্ডল । বাংলাদেশী বাউল গায়ক

 

শফি মন্ডল । বাংলাদেশী বাউল গায়ক

প্রাথমিক জীবন

শফি মন্ডল ১৯৫২ সালের ১৩ ডিসেম্বর কুষ্টিয়া জেলার প্রত্যন্ত অঞ্চল দৌলতপুর থানার ফিলিপনগর গ্রামে, মৌলভী মোহাম্মদ আহাদ আলী ও গৌরভী মন্ডলের ঘর আলো করে জন্মগ্রহণ করেন ।

বাউল গানের পথে শফি মন্ডলের আগমন কিছুটা অপ্রত্যাশিত। পরিবারে কেউই ছিলেন না গানের অনুসারী। তারপরও প্রাণের টানে যখন এলেন গানের জগতে, সেখানেও শুরুটা শাস্ত্রীয় সংগীতে। গুরুর পরামর্শে একসময় বেছে নেন সুফি গানের পথ। অনুসারী হলেন লালন সাঁইয়ের, সুফি থেকে হলেন বাউল।

 

শফি মন্ডল । বাংলাদেশী বাউল গায়ক

 

সংগীত জীবন

গুরু শ্রী সাধন মুখার্জীর কাছ থেকে শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন চার বছর। ১৯৮৩ সাল থেকে পুরোদমে বাউল গানে মনোনিবেশ করেন। ১৯৯৮ সালে ‘লালনের দেশে’ শিরোনামে একটি লালন সঙ্গীতের ক্যাসেট বেরিয়েছিলো। ‘ভাবনগর’ নামের একটি সংগঠনের মাধ্যমে আগ্রহীদের বাউল গান শিখিয়ে থাকেন। তাঁর প্রথম গানের অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯৫ সালে।

লালন সাঁই তাঁর জীবনে প্রকৃতির খুব কাছে থেকে মানুষ, মাটি ও প্রকৃতির স্বাদ ও গন্ধ নিয়েছেন। আর তাঁর প্রত্যেকটি গান আমাদের বাস্তব জীবনের সেই সব কথাই বলে। তাঁর গানে আমরা খুঁজে পাই বাউলের আত্মাকে খুঁজে পাই মাটি, মানুষ ও প্রকৃতির বাস্তব চিত্রকে। আজ লালন নেই কিন্তু তাঁর রেখে যাওয়া সেই বাস্তবতাগুলি আজও বেঁচে আছে তাঁর গানের মধ্য দিয়ে আমাদেরই মাঝে। তাঁর অনুসারীদের মধ্যে একজন হলেন বর্তমান বাউল জগতের এক অনন্য নক্ষত্র শফি মন্ডল।

 

শফি মন্ডল । বাংলাদেশী বাউল গায়ক

 

মাটির সঙ্গে মানুষ, স্রষ্টার সঙ্গে সৃষ্টি, পার্থিব জীবনের সঙ্গে ভাবের জগৎ— সবকিছুর যেন এক অনন্য সম্মিলন বাউল গান।বাউল গানের সূত্রেই দেশ-বিদেশজুড়ে তার খ্যাতি-সম্মান, পেয়েছেন পুরস্কার।

আরও দেখুনঃ

Leave a Comment