Site icon Music Gurukul | সঙ্গীত গুরুকুল | GOLN

মন মোর মেঘের সঙ্গী লিরিক্স | Mon Mor Megher Sangi Lyrics | রবীন্দ্রনাথ ঠাকুর

মন মোর মেঘের সঙ্গী লিরিক্স | Mon Mor Megher Sangi Lyrics : ঠাকুরদের আদি পদবী কুশারী। কুশারীরা ভট্টনারায়ণের পুত্র দীন কুশারীর বংশজাত। দীন কুশারী মহারাজ ক্ষিতিশূরের নিকট কুশ (বর্ধমান জেলা) নামক গ্রাম পেয়ে গ্রামের অধিবাসী হন ও কুশারী নামে খ্যাত হন। রবীন্দ্রনাথের জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায় তার রবীন্দ্রজীবনী ও রবীন্দ্রসাহিত্য-প্রবেশক গ্রন্থের প্রথম খণ্ডে ঠাকুর পরিবারের বংশপরিচয় দিতে গিয়ে উল্লেখ করেছেন,

মন মোর মেঘের সঙ্গী লিরিক্স | Mon Mor Megher Sangi Lyrics | রবীন্দ্রনাথ ঠাকুর 

 

রবীন্দ্রনাথ ঠাকুর

 

মন মোর মেঘের সঙ্গী লিরিক্স

মন মোর মেঘের সঙ্গী,

মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে
নিঃসীম শূন্যে,
শ্রাবণ বর্ষণ সঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।।

মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িৎ-আলোকে,
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে,
ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা
রুদ্র আনন্দে
কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়-আহ্বানে।

মন মোর মেঘের সঙ্গী

উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে
নিঃসীম শূন্যে,
শ্রাবণ বর্ষণ সঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।।

বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে,
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে,
মন মোর ধায় তারই মত্ত প্রবাহে
তাল-তমাল অরণ্যে,
মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল-তমাল অরণ্যে,
ক্ষুব্ধ শাখার.. আন্দোলনে।

মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে
নিঃসীম শূন্যে,
শ্রাবণ বর্ষণ সঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।।

 

রবীন্দ্রনাথ ঠাকুর

 

Mon Mor Megher Sangi Lyrics – Roman

Mon mor megher songi
Ure chole digdigantero paane
Nihsimo shunye
Shrabono borshono songite
Rimijhim rimijhim rimijhim
Mono mor hongsobolakar pakhay jaay ure
Kochito kochito chokito torito aaloke
Jhanjhanomonjiro bajay jhonjha
rudro anonde
Kolo kolo kolomondre nirjhorini
Dak dey prolay ahwaane
Bayu bohe purbosamudra hote
Uchchholo cholo cholo totinitoronge
Mono mor dhaay taari motto probahe
Taal tomalo aroney
Khubdho shakhar andolone

 

রবীন্দ্রনাথ ঠাকুর

 

রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে বিস্তারিত ঃ

রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর
তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩

 

আরও দেখুনঃ 

Exit mobile version