মৃণাল মুখোপাধ্যায় । বাঙালি সঙ্গীত পরিচালক

মৃণাল মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি অভিনেতা, থিয়েটার ব্যক্তিত্ব ও সঙ্গীত পরিচালক। তিনি ভারতীয় অভিনেত্রী ও গায়ক মিস জোজোর পিতা। বাংলা চলচ্চিত্রে তার মহাকাব্যিক নেতিবাচক ভূমিকার জন্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।মূলত, খল চরিত্রেই দেখা যেত এই অভিনেতাকে। অভিনয় ছাড়াও গান গাইতেন খুব ভাল। সত্তর-আশির দশক থেকেই মৃণাল মুখোপাধ্যায়ের গান মুগ্ধ করেছে দর্শককে।

 

মৃণাল মুখোপাধ্যায় । বাঙালি সঙ্গীত পরিচালক

 

মৃণাল মুখোপাধ্যায় । বাঙালি সঙ্গীত পরিচালক

কর্মজীবন

প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলা ছবিতে অভিনয়ের সুবাদে সুনাম অর্জন করেন মৃণাল। ১৯৫৫ সালে শিশুশিল্পী হিসেবে ‘দুই বোন’ ছবিতে তিনি আত্মপ্রকাশ করেন। এরপর তাঁকে পর্দায় দেখা যায় ১৯৬৫ সালে, উত্তমকুমার অভিনীত হিট ছবি ‘সূর্যতপা’-তে পার্শ্বচরিত্রে। ষাটের দশক থেকে নব্বইয়ের দশক, বাংলা ছবিতে বিভিন্ন ভূমিকায় দাপিয়ে অভিনয় করেছেন মৃণাল মুখোপাধ্যায়। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে অন্যতম ‘গল্প হলেও সত্যি’, ‘নায়িকা সংবাদ’, ‘ছুটি’, ‘পদী পিসির বর্মি বাক্স’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ফুলেশ্বরী’, ‘ঠগিনী’ ইত্যাদি।

 

মৃণাল মুখোপাধ্যায় । বাঙালি সঙ্গীত পরিচালক

 

কয়েকটি হিন্দি ছবিতেও তাঁকে দেখা গিয়েছে চরিত্রাভিনেতা হিসেবে। এদের মধ্যে উল্লেখযোগ্য সঞ্জীব কুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত গুলজার পরিচালিত ‘মৌসম’। তাঁর সাম্প্রতিক ছবিগুলির মধ্যে জনপ্রিয় হয় ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’। পরবর্তীকালে টিভিতেও তিনি সমান জনপ্রিয় হন। তবে একদা নানান রঙের চরিত্রে রূপদান করলেও ক্রমে তাঁকে খলচরিত্রেই বেশি অভিনয় করতে দেখা যায়। বাংলা ছবির জগতের বঅনেকের মতে, মৃণালের অভিনয় প্রতিভার সঠিক মূল্যায়ন হয়নি।

ব্যাক্তিগত জীবন

শুধু অভিনয়ই নয়, সংগীত শিল্পী এবং সঙ্গীত নির্দেশক হিসেবেও জনপ্রিয় হয়ে ওঠেন মৃণাল। তাঁর মেয়ে জোজোও সংগীতশিল্পী হিসেবে সুপ্রতিষ্ঠিত। তাঁর ছেলে অভিনেতা দেবপ্রিয় মুখোপাধ্যায় জনপ্রিয় শিল্পী। মৃণাল মুখোপাধ্যায়ের প্রয়াণে শিল্পীজগতে গভীর শোকের ছায়া নেমেছে। জনপ্রিয় এই অভিনেতাকে বড় পর্দায় শেষবার দেখাগিয়েছিল ‘কেলো’ ছবিতে। ‘ব্যোমকেশ’ ও ‘চিড়িয়াখানা’-য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

 

 

Google News Channel Logo

 

মৃত্যু

দীর্ঘ রোগব‍্যাধির পর ২০১৯ এর ৭ মে প্রয়াত হন মৃণাল মুখোপাধ‍্যায়।জনপ্রিয় এই অভিনেতাকে বড় পর্দায় শেষবার দেখাগিয়েছিল ‘কেলো’ ছবিতে। ‘ব্যোমকেশ’ ও ‘চিড়িয়াখানা’-য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

আরও দেখুনঃ

Leave a Comment