বাবা গান লিরিক্স | Baba gan lyrics | James

বাবা গান লিরিক্স,ফারুক মহফুজ আনাম (মঞ্চ নাম জেমস হিসাবেই সবচেয়ে বেশি জনপ্রিয়; জন্ম: ২ অক্টোবর ১৯৬৪), হচ্ছেন একজন বাংলাদেশী গায়ক-গীতিকার, গিটারিস্ট, সুরকার ও অভিনেতা এবং একজন বলিউড নেপথ্য গায়ক। তিনি রক ব্যান্ড “ফিলিংস” (বর্তমানে নগর বাউল হিসাবে পরিচিত) এর প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্ট, যা তিনি ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন।

বাবা গান লিরিক্স | Baba gan lyrics | James

Song: Baba Kotodin Dekhina Tomay

Singer: James

Music & Lyrics: Prince Mahmud

 

বাবা গান লিরিক্স | Baba gan lyrics | James

 

বাবা গান লিরিক্স

 

ছেলে আমার বড় হবে
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক,
লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত, “ও খোকা”
যখন আমি থাকব না
কি করবি রে বোকা….???
এতো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্দ্ধে
হঠাত অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙে পড়ল
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মতো
কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কত রাত
কত রাত দেখিনা তোমায়
কেউ বলে না মানিক
কোথায় আমার ওরে বুকে আয়……।।
চশমাটা তেমনি আছে
আছে লাঠি ও পাঞ্জাবি তোমার
ইজি চেয়ারটাও আছে – নেই সেখানে
অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজো শুনি
ভাঙবে না ভোরের ঘুম জানি
শুধু শুনি না তোমার সেই দরাজ কণ্ঠে পড়া
পবিত্র কোরআনের বানী……।।
বাবা কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত
কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়
কেউ বলেনা মানিক
কোথায় আমার ওরে বুকে আয়……।।
বাবা গান লিরিক্স | Baba gan lyrics | James

Baba gan lyrics in english :

Chele amar boro hobe
Ma k bolto se kotha
Hobe manusher moto manush ek
Lekha itihas er patay
Nij hate khete partam na
Baba bolto, “O khoka”
Jokhon ami thakbo na
Ki korbi re boka….???
Eto rokter sathe rokter tan
Swarther onek urddhe
Hotat ojana jhore tomai haralam
Mathai akash venge porlo
Baba koto din koto din dekhi na tomay
Keu bole na tomar moto
Kothai khoka ore buke ai
Baba koto rat koto rat dekhi na tomay
Keu bole na manik
Kothai amar ore buke ai……!!
Coshma ta tamon e ache
Ache lathi o panjabi tomar
Easy chair tao ache nei sekhane
Olosh deho khani tomar
Ajaner dhoni ajo suni
Vangbe na vore ghum jani
Sudhu shuni tomar sei daraj konthe pora
Pobittro koran er bani….
Baba koto din koto din dekhi na tomay
Keu bole na tomar moto kothay khoka ore buke ai
Baba koto rat koto rat dekhi na tomay
Keu bole na manik
Kothai amar ore buke ai…..!!!
বাবা গান লিরিক্স | Baba gan lyrics | James

 

বাংলাদেশ[সম্পাদনা]

চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ড দল ফিলিংস এর মাধ্যমে তিনি প্রথমে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি এহসান এলাহী ফানটিকে নিয়ে নগর বাউল নামে ব্যান্ড দল গঠন করেন। তিনি নগর বাউল এর প্রতিষ্ঠাতা সদস্য। বাংলা ভাষায় তিনিই প্রথম সাইকিডেলিক রক শুরু করেন। গিটার বাজানোতেও তিনি দারুণ পটু। তিনি নগরবাউল ব্যান্ডের মূল ভোকাল ও গিটারিষ্ট হলেও তিনি মূলত তার সলো ক্যারিয়ারকেই বেশি গুরত্ব দেন। অনেক গীতিকার তার জন্য সঙ্গীত রচনা করেছেন। যাদের মধ্যে কবি শামসুর রাহমান, প্রিন্স মাহমুদ, শিবলি উল্লেখযোগ্য।

কর্মজীবনের প্রথম দিকে তিনি জিম মরিসন, মার্ক নফলার এবং এরিক ক্লাপটনের মত সঙ্গীত শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। ১৯৮৭ সালে ফিলিংস ব্যান্ডের সাথে তার প্রথম অ্যালবাম “স্টেশন রোড” মুক্তি পায়। ১৯৮৮ সালে মুক্তি পায় তার প্রথম একক অ্যালবাম অনন্যা। পরবর্তীতে তিনি ফিলিংস ব্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম দেন “নগর বাউল”।