প্রীতম হাসান । বাংলাদেশি সঙ্গীত পরিচালক, সঙ্গীতশিল্পী, মডেল ও অভিনেতা

প্রীতম হাসান একজন বাংলাদেশি সঙ্গীত পরিচালক, সঙ্গীতশিল্পী, মডেল ও অভিনেতা। বেশ কয়েকটি একক সঙ্গীতায়োজনসহ দেবী চলচ্চিত্রের জন্য গান সুর করেছেন। তিনি “খোকা” গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রীতম হাসান । বাংলাদেশি সঙ্গীত পরিচালক, সঙ্গীতশিল্পী, মডেল ও অভিনেতা

প্রাথমিক জীবন

প্রীতমের জন্ম ঢাকায়। আশির দশকের সাড়া জাগানো গায়ক প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে তিনি। মা ফাতেমা হাসান পলাশ। কিন্তু বাবার পরিচয়ে নয়, প্রীতম হাসান নিজের প্রতিভার গুণেই এখন বাংলাদেশের সংগীতজগতের এক পরিচিত নাম। তাঁর বড় ভাই প্রতীক হাসানও গান করেন।

প্রীতম গুলশান কমার্স কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছেন। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০২২ সালের ২৮ অক্টোবর তারিখে তিনি মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন।[২]

কর্মজীবন

প্রীতম হাসান সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন, এছাড়াও তাঁর গাওয়া বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায় শ্রোতাদের কাছে। এর বাইরেও তিনি নাটক ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। চলচ্চিত্রে কাজ করেন বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, সোহেল আরমানের ‘ভ্রমর’ এবং অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে।প্রথম সফল কাজ একটি মুঠোফোনের জন্য করা ক্রিকেটের গান ‘চলো বাংলাদেশ’। তিনি হাবিবের ‘হারিয়ে ফেলা ভালোবাসা’র রিদম করেন।

প্রীতম হাসান । বাংলাদেশি সঙ্গীত পরিচালক, সঙ্গীতশিল্পী, মডেল ও অভিনেতা

‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন প্রীতম। প্রীতম চলচ্চিত্রের জন্যও কাজ করেছেন। প্রথম গানটি করেন অস্তিত্ব চলচ্চিত্রে। তারপর রাজনীতি। সর্বশেষ দেবী ছবিতে মমতাজের কণ্ঠে ‘দোয়েল পাখি’ গানটি এখন চারদিকে শোনা যাচ্ছে। অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। তাঁর অভিনীত প্রথম নাটক ইমোশনাল ফুল। দ্বিতীয় নাটক নুহাশ হুমায়ূনের পরিচালিত ৭০০ টাকা।

২০১৮ সালের দেবী চলচ্চিত্রের জন্য কাজ করেন তিনি। তিনি “খোকা” গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

উল্লেখযোগ্য কাজ

টিভি চলচ্চিত্র

  • পিজ্জা ভাই (২০১৮)
  • ৭০০ টাকা (২০১৯)
  • ডাব্লিউটিফ্রাই (২০২১)
  • ইউটিউমার (২০২১)
  • টিভি ধারাবাহিক
  • ওয়েডিং বেল (২০১৯)
  • ষ (২০২২)

প্রীতম হাসান । বাংলাদেশি সঙ্গীত পরিচালক, সঙ্গীতশিল্পী, মডেল ও অভিনেতা

মিউজিক ভিডিও

  • “জাদুকর”
  • “গার্লফ্রেন্ড এর বিয়া” (২০১৮)
  • “খোকা” (২০১৮)

আরও দেখুনঃ

Leave a Comment