প্রতিদিন তোমায় দেখি লিরিক্স [ Protidin Tomay Dekhi lyrics ] । রুনা লায়লা । Runa Laila

প্রতিদিন তোমায় দেখি লিরিক্স [ Protidin Tomay Dekhi lyrics ]

রুনা লায়লা । Runa Laila

 

প্রতিদিন তোমাপ্রতিদিন তোমায় দেখি লিরিক্স [ Protidin Tomay Dekhi lyrics ] । রুনা লায়লা । Runa Lailaয় দেখি লিরিক্স [ Protidin Tomay Dekhi lyrics ] । রুনা লায়লা । Runa Laila

 

রুনা লায়লা (জন্ম: ১৭ নভেম্বর ১৯৫২) একজন খ্যাতনামা বাংলাদেশী কণ্ঠশিল্পী। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন।

বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন।

তিনি ছিলটি, বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন।পাকিস্তানে তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়।

তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা আনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সংগীত শিল্পী।

তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সংগীত শিল্পী। তার যখন আড়াই বছর বয়স তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সে সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে,তার বাবার বাড়ী রাজশাহীতে।

তিনি চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী নামক চলচ্চিত্রে চিত্রনায়ক আলমগীরের বিপরীতে মূল চরিত্রে অভিনয় করেছেন। শিল্পী চলচ্চিত্রটি ইংরেজি চলচ্চিত্র দ্য বডিগার্ড-এর ছায়া অবলম্বনে চিত্রিত হয়েছে।

 

প্রতিদিন তোমায় দেখি লিরিক্স [ Protidin Tomay Dekhi lyrics ] । রুনা লায়লা । Runa Laila

 

প্রতিদিন তোমায় দেখি লিরিক্স [ Protidin Tomay Dekhi lyrics ] । রুনা লায়লা । Runa Laila

প্রতিদিন তোমায় দেখি লিরিক্স

প্রতিদিন, প্রতিক্ষণ
নিঃশ্বাসে-প্রশ্বাসে, বিশ্বাসে এই স্বদেশ
সাঁঝের পিদিম জ্বলা আলো-আঁধারিতে
রাতের নিকষ কালো প্রকৃতিতে দেশ যেন জেগে ওঠে
প্রতিদিন তোমায় দেখি সূর্য’র আগে
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ
প্রতিদিন তোমায় দেখি সূর্য’র আগে
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ
নদীর ধারা আর পাখির গানে
নতুন স্বপ্নের ছবি আনে
প্রতিদিন তোমায় দেখি লিরিক্স [ Protidin Tomay Dekhi lyrics ] । রুনা লায়লা । Runa Laila
নদীর ধারা আর পাখির গানে
নতুন স্বপ্নের ছবি আনে
প্রতি প্রাণে প্রেরণার শিহর লাগে
প্রতিদিন তোমায় দেখি সূর্য’র আগে
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ
ফসল শোভায় আলোর তৃষা
নতুন ছন্দের দিলো দিশা
ফসল শোভায় আলোর তৃষা
নতুন ছন্দের দিলো দিশা
প্রতিদিন তোমায় দেখি লিরিক্স [ Protidin Tomay Dekhi lyrics ] । রুনা লায়লা । Runa Laila
প্রতি মনে চেতনার জোয়ার জাগে
প্রতিদিন তোমায় দেখি সূর্য’র আগে
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ

প্রতিদিন তোমায় দেখি লিরিক্স [ Protidin Tomay Dekhi lyrics ] । রুনা লায়লা । Runa Laila
আরও দেখুনঃ