ধন্য ধন্য বলি তারে লিরিক্স | dhonno dhonno boli tare lyrics | লালন শাহ্‌

ধন্য ধন্য বলি তারে লিরিক্স | dhonno dhonno boli tare lyrics | লালন শাহ্‌

লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালনলালন সাঁইলালন শাহমহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।

ধন্য ধন্য বলি তারে লিরিক্স

গীতিকারঃ লালন শাহ্‌

 

 

ধন্য ধন্য বলি তারে লিরিক্স | dhonno dhonno boli tare lyrics | লালন শাহ্‌
লালন শাহ্‌

 

 

ধন্য-ধন্য বলি তারে

ধন্য-ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর ফটকা করে।।
ধন্য-ধন্য বলি তারে।
ধন্য-ধন্য বলি তারে।।
সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি,
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি-তুফান এলে পরে।।
ধন্য-ধন্য বলি তারে।
ধন্য-ধন্য বলি তারে।।
মূলাধার কুঠরি নয় টা
তার উপরে চিলে-কোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।।
ধন্য-ধন্য বলি তারে।
ধন্য-ধন্য বলি তারে।।

উপর নীচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যেতে পারি
কোন্‌ দরজা খুলে ঘরে।।

ধন্য-ধন্য বলি তারে।
ধন্য-ধন্য বলি তারে।।
ধন্য ধন্য বলি তারে লিরিক্স | dhonno dhonno boli tare lyrics | লালন শাহ্‌
লালন শাহ্‌

dhonno dhonno boli tare lyrics in english

 

 

ধন্য ধন্য বলি তারে লিরিক্স | dhonno dhonno boli tare lyrics | লালন শাহ্‌
লালন শাহ্‌

 

 

dhonno dhonno boli tare
bedheshe emon ghor
shunner upor pojta kore.sobe matro ekti khuti
khutir goray naire mati
kise ghor robe khati
jhori tufan ele pore.upor niche sari sari
sare noy dorja tari
lalon koy jete pari
mon dorja khule ghore.mul adhar kuthuri noyta
tar upor sodor kotha
tahe ek pagla beta
boshe eka ekesshore.

 

ধন্য ধন্য বলি তারে লিরিক্স | dhonno dhonno boli tare lyrics | লালন শাহ্‌
লালন শাহ্‌
লালন শাহ্‌:  লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের  মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।
লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না। তার সবচেয়ে অবিকৃত তথ্যসূত্র তার নিজের রচিত ২৮৮টি গান। কিন্তু লালনের কোনো গানে তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি, তবে কয়েকটি গানে তিনি নিজেকে “লালন ফকির” হিসাবে আখ্যায়িত করেছেন। তার মৃত্যুর পনেরো দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতকরী পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, “ইহার জীবনী লিখিবার কোন উপকরণ পাওয়া কঠিন। নিজে কিছু বলিতেন না। শিষ্যরা তাঁহার নিষেধক্রমে বা অজ্ঞতাবশত কিছুই বলিতে পারে না।”

1 thought on “ধন্য ধন্য বলি তারে লিরিক্স | dhonno dhonno boli tare lyrics | লালন শাহ্‌”

Leave a Comment