তোমাকে আমার মনে চায় [ Tomake Aamar Mone Chay ]

তোমাকে আমার মনে চায়
মুজিব পরদেশী

“তোমাকে আমার মনে চায়” গানটি গেয়েছেন মুজিব পরদেশী । মুজিব পরদেশীবাংলাদেশি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তিনি লোকগীতি ধারার শিল্পী হিসেবেই বিশেষ পরিচিত। তাঁর প্রকৃত নাম মুজিবুর রহমান মোল্লা।

তোমাকে আমার মনে চায় [ Tomake Aamar Mone Chay ]

গীতিকারঃ মুজিব পরদেশী

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মুজিব পরদেশী

তোমাকে আমার মনে চায় [ Tomake Aamar Mone Chay ]

তোমাকে আমার মনে চায় রে প্রাণের বন্ধু
তোমাকে আমার মনে চায় (ও বন্ধুরে)

পিরিতি করিয়া কেন গেলা ছাড়িয়া
তোমার কি দয়া-মায়া নাই

শয়নে-স্বপনে ধ্যান জাগরনে
সব সময় তোমায় যেন পাই

পরদেশীর বেদনা পোড়া মনের বাসনা
তুমি ছাড়া আমার কেহ নাই

মুজিব পরদেশীঃ

x1080 1 e1644493324689 তোমাকে আমার মনে চায় [ Tomake Aamar Mone Chay ]
মুজিব পরদেশী

তোমাকে আমার মনে চায় গানের গীতিকার মুজিব পরদেশী পিতার নাম ইউসুফ আলী মোল্লা। তিনি পাকিস্তানের করাচিতে ব্যবসা করতেন। মুজিব পরদেশী করাচীতে জন্মগ্রহণ করেন। ৬ বোন,৩ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৬৫ সালে ১১ বছর বয়সে ঢাকায় চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রী লাভ করেন।

করাচীতে ওস্তাদ আশিক আলীর কাছে তবলা শেখা শুরু করেন। শৈশবেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ আমানুল্লাহ’র নিকট। তবলা শিখেছেন ওস্তাদ মনির হোসেন খান ও ওস্তাদ সাজ্জাদ হোসেন খানের কাছে। তিনি দীর্ঘদিন গান করছেন লোকগীতির কিংবদন্তী আবদুল আলীমের সাথে। তিনি গণমানুষের জন্য গান করেছেন। তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন ।

 

আরও দেখুনঃ 

3 thoughts on “তোমাকে আমার মনে চায় [ Tomake Aamar Mone Chay ]”

Leave a Comment