ডাগর ঘরানা | গীত ঘরানা, কণ্ঠশিল্পী বা গানের ঘরানা | সঙ্গীতের ঘরানা

ডাগর ঘরানা [ Dagar Gharana ]: ‘ডাগর ঘরানা’ হচ্ছে একটি প্রাচীন ধ্রুপদিয়া ঘরানা। কথিত রয়েছে ডাগর গ্রাম নিবাসী ধ্রুপদ গায়ক বৃজচন্দ্র ও হরিদাস হচ্ছেন এই ঘরানার প্রবর্তক। তবে অষ্টাদশ শতাব্দীর খ্যাতিমান সংগীতজ্ঞ ওস্তাদ বহরম খাঁ এবং তাঁর পিতার গায়নশৈলীতেই এই ধারা পরিলক্ষিত হয়। সংগীত-গবেষক ও গুণীজনদের অনেকেই বলেন, বর্তমানে ডাগর-ঘরানা বলতে যা বোঝায় প্রকৃতপক্ষে তার শুভসূচনা হয় ওস্তাদ বহরম খাঁ সাহেবের সংগীতনৈপুণ্য থেকেই। এই ঘরানার সংগীতশৈলী প্রথমে জয়পুর এবং পরে উদয়পুরকে কেন্দ্র করেই আবর্তিত হয়।

ডাগর ঘরানা | গীত ঘরানা, কণ্ঠশিল্পী বা গানের ঘরানা | সঙ্গীতের ঘরানা
ডাগর ঘরানার ধ্রুপদ গায়ক ওস্তাদ হুসেইন সাইদুদ্দিন ডাগর

প্রাচীন ‘শুদ্ধাগীতি’র গায়কি এবং ধারার সঙ্গে ডাগর-ঘরানার বিশেষ মিল পরিলক্ষিত হয়। এই ঘরানার শ্রেষ্ঠ ধারক ও বাহক ছিলেন তৎকালীন সংগীতসমাজের অন্যতম কলাকার ওস্তাদ নাসিরউদ্দিন। ডাগর-ঘরানার ধ্রুপদ অত্যন্ত শাস্ত্রবদ্ধ, ভক্তিপূর্ণ ও গভীর রসাপুত। এতে বায়ান্ন প্রকার অলংকারের ব্যবহার রয়েছে বলে জানা যায়। এই ঘরানায় বীণাবাদন ও ধ্রুপদ গানের যুগলবন্দি পরিবেশন অত্যন্ত প্রচলিত একটি রীতি।

ওস্তাদ নাসিরউদ্দিনের মাধ্যমেই বাংলা গানের আসরে ডাগর-ঘরানার সূত্রপাত ও প্রচলন শুরু হয়। তাঁর স্বনামধন্য দুই পুত্র নাসির মঈনউদ্দিন ডাগর ও নাসির আমিনউদ্দিন ডাগর এই ঘরানার বিশেষ খ্যাতিমান শিল্পী। নিজস্ব সংগীতপ্রতিভা আর ডাগর-ঘরানার গায়নশৈলীর গুণে বিশ্বের সংগীতপ্রেমী দর্শক-শ্রোতার কাছে তাঁরা ‘ডাগর ব্রাদার্স’ নামে সুপরিচিত হয়ে ওঠেন। তাঁদের অসাধারণ সংগীতনৈপুণ্যের কারণে এই ঘরানার প্রতি সংগীতরসিক ও গুণীজনদের সপ্রশংস দৃষ্টি আকর্ষিত হয়।

পিতার মাধ্যমে ডাগর ঘরানার যেমন প্রচার ও প্রসার ঘটে, ঠিক তেমনি পুত্র নাসির আমিনউদ্দিন ডাগরের মাধ্যমে তা আরো বেশি সম্প্রসারিত হয়।

Music Gurukul logo of Gurukul Online Learning Network 350X70 V.02

ডাগর ঘরানার বৈশিষ্ট্য [ Speciality of Dagar Gharana ]:

  • আড়ম্বরবিহীন তবে মধুর রূপে গান পরিবেশন
  • অলংকার, মিড় ও গমকের ব্যবহার না করা এবং
  • গানের চলনে সরলতা

 

Music Gurukul logo of Gurukul Online Learning Network 350X70 V.02

 

ডাগর ঘরানার ২০ শতকের বিখ্যাত শিল্পী:

  • রিয়াজউদ্দিন খান ডাগর (1885-1947), ইনায়েত খান ডাগরের ছেলে ও শিষ্য।
  • জিয়াউদ্দিন খান ডাগর (1886-1946), জাকিরুদ্দিন খান ডাগরের ছেলে ও শিষ্য।
  • নাসিরুদ্দিন ডাগর (1895-1936), আলাবন্দে খান ডাগরের পুত্র ও শিষ্য।
  • রহিমুদ্দিন ডাগর (1900-1975), আল্লাবন্দে খান ডাগরের পুত্র ও শিষ্য।
  • ইমামউদ্দিন ডাগর (1903-1966), আলাবন্দে খান ডাগরের পুত্র ও শিষ্য।
  • হুসাইনউদ্দিন ডাগর (1906-1963), আলাবন্দে খান ডাগরের পুত্র ও শিষ্য।
  • নাসির মঈনুদ্দিন ডাগর (1921-1967), নাসিরউদ্দিন ডাগরের ছেলে ও শিষ্য। সিনিয়র ডাগর ব্রাদার্স নামে পরিচিত ভাই আমিনুদ্দিনের সাথে।
  • নাসির আমিনুদ্দিন ডাগর (1923-2000), নাসিরুদ্দিন ডাগরের ছেলে ও শিষ্য। সিনিয়র ডাগর ব্রাদার্স নামে পরিচিত ভাই মঈনুদ্দিনের সাথে।
  • রহিম ফাহিমুদ্দিন ডাগর (1927-2011), রহিমুদ্দিন ডাগরের ছেলে ও শিষ্য।
  • জিয়া মহিউদ্দিন ডাগর (1929-1990), জিয়াউদ্দিন ডাগরের ছেলে ও শিষ্য।
  • নাসির জহিরুদ্দিন ডাগর (1932-1994), নাসিরুদ্দিন ডাগরের ছেলে ও শিষ্য। জুনিয়র ডাগর ব্রাদার্স নামে পরিচিত ভাই ফইয়াজউদ্দিনের সাথে।
  • জিয়া ফরিউদ্দিন ডাগর (1932-2013), জিয়াউদ্দিন ডাগরের ছেলে ও শিষ্য।
  • নাসির ফইয়াজউদ্দিন ডাগর (1934-1989), নাসিরউদ্দিন ডাগরের ছেলে ও শিষ্য। জুনিয়র ডাগর ব্রাদার্স নামে পরিচিত ভাই জহিরুদ্দিনের সাথে।
  • চন্দ্রশেখর নারিংরেকর (1936-2004), জিয়া মহিউদ্দিন ডাগরের শিষ্য।
  • অসিত কুমার ব্যানার্জী (জন্ম 19370, জিয়া মহিউদ্দিন ডাগরের শিষ্য।
  • এইচ. সাঈদউদ্দিন ডাগর (1939-2017), হুসাইনউদ্দিন ডাগরের ছেলে ও শিষ্য।
  • শান্তা বেনেগাল (জন্ম 1942), জিয়া মহিউদ্দিন ডাগরের শিষ্য।
  • জোডি স্টেচার (জন্ম 1946), জিয়া মহিউদ্দিন ডাগরের শিষ্য।
  • জিয়া মহিউদ্দিন ডাগরের শিষ্য পুষ্পরাজ কোষ্ঠী (জন্ম 1951)।
  • ঋত্বিক সান্যাল (জন্ম 1953), জিয়া মহিউদ্দিন ডাগর এবং জিয়া ফরিদউদ্দিন ডাগরের শিষ্য।
  • উমাকান্ত গুন্দেচা (জন্ম 1959), জিয়া ফরিদউদ্দিন ডাগরের শিষ্য।
  • রমাকান্ত গুন্দেচা (1962-2019), জিয়া ফরিদুদ্দিন ডাগরের শিষ্য।
  • উদয় ভাওয়ালকর (জন্ম 1966), জিয়া ফরিদউদ্দিন ডাগর এবং জিয়া মহিউদ্দিন ডাগরের শিষ্য।
  • এফ. ওয়াসিফুদ্দিন ডাগর (জন্ম 1968), নাসির ফইয়াজউদ্দিন ডাগরের পুত্র ও শিষ্য।
  • মহি বাহাউদ্দিন ডাগর (জন্ম 1970), জিয়া মহিউদ্দিন ডাগরের পুত্র ও শিষ্য।
  • সাঈদ নাফীসুদ্দিন ডাগর (জন্ম 1975), এইচ সাঈদউদ্দিন ডাগরের পুত্র ও শিষ্য।
  • সাইয়িদ আনিসউদ্দীন ডাগর (জন্ম 1976), এইচ সাঈদউদ্দিন ডাগরের ছেলে ও শিষ্য।

 

আরও দেখুন:

2 thoughts on “ডাগর ঘরানা | গীত ঘরানা, কণ্ঠশিল্পী বা গানের ঘরানা | সঙ্গীতের ঘরানা”

Leave a Comment