আর্টসেল [ ArtCell বা Artcell ] প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড

আর্টসেল (ArtCell বা Artcell) একটি প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড। আর্টসেল বিভিন্ন ধারার সঙ্গীতের উপরে পরীক্ষা মূলক সঙ্গীত তৈরি করে একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করে নিয়েছে । ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই ব্যান্ড দলটি ২০১৯ সালে সঙ্গীত যাত্রার ২০ বছর পূর্ণ করেছে।

আর্টসেল ১৯৯৯ সালে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে আন্ডারগ্রাউন্ড কনসার্ট করতো। সেসময় তারা মূলত মেটালিকার গানগুলো কাভার করত। এদের অনুপ্রেরণা ছিল – সেপালচুরা, ড্রিম থিয়েটার, মেটালিকা, পিংক ফ্লয়েড ও প্যান্টেরা। আর্টসেল প্রথম অ্যালবাম প্রকাশের আগেই ঢাকাতে জনপ্রিয় হয়ে ওঠে। তাদের মিশ্র অ্যালবাম প্রকাশের পরে সেই গানগুলো ব্যাপক জনপ্রিয় হয়। তাদের প্রথম এবং দ্বিতীয় উভয় অ্যালবামই জনপ্রিয় হয়। শ্রোতা ও সমালোচকরা শুরু থেকেই অনেক উৎসাহ দিয়েছে।

আর্টসেল [ ArtCell ] এর অ্যালবাম সমূহ

এলবাম : অন্য সময় ২০০২ [ Album : Onno Shomoy 2002 ]

অন্য সময় [ Onnoshomoy ]

গানের শিরোনামঃ অন্যসময়, Onnoshomoy
কন্ঠঃ লিংকন
কথাঃ রুম্মান
ব্যান্ড : আর্টসেল
অ্যালবাম : অন্য সময়

আর্তনাদে হিঁচড়ে পড়ছে বেদনা
হৃদয়ের কলুষতার বিষাক্ততা
দূষিত করেছে আমায়
সমাজের নিত্য চাপে……
গ্রাস করেছে আমাকে
গ্রহন লেগেছে সত্তায়
দাসত্বের দাস হয়ে ফিরছি
বিবাগী পথিকের বেশে
বারে বারে একই ঠিকানায়।

মানুষ এগিয়ে যায় অন্যসময়ে
আকাশ বদলে যায় অন্য আকাশে।

দেহের বায়ু ক্রমশ ফুরিয়ে
জীবনের চাহিদা কিছু বাকি রয়ে যায়,
হৃদয়ের পাখি এখনও বন্দী খাঁচায়
জীবনের সীমানা দূরে দেখা যায়
মুক্তির সিঁড়ি পেরিয়ে
কে বা কার দেখা পায়
দাসত্বের দাস হয়ে ফিরছি
বিবাগী পথিকের বেশে
বারে বারে একই ঠিকানায়।

ভুল জন্ম [ Bhul Jonmo ]

গানের শিরোনামঃ ভুল জন্ম Artcel, Bhul Jonmo
কথাঃ রুপক
কন্ঠঃ লিংকন
ব্যান্ডঃ আর্টসেল [ Artcel ]
অ্যালবামঃ অন্য সময় [ Onnoshomoy ]

আমি জন্মাতে দেখেছি
জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পার,
হয়ত সময় ভুল ছিল
সময়ের ভুলে জীবনমঞ্চে
অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা,
ক্রমশ নষ্ট হচ্ছি আমি(২)

তবু চিৎকার যখন অর্থহীন আর্তনাদ
প্রতিবাদ কোন দুর্বোধ্য ভাষা
সবাই যখন আদিম উল্লাসে মত্ত
ভুল জন্ম তোমাকে জানাই বিদায়(২)

স্বপ্নমঞ্চে মেলানো যায়না জীবন
অলীক স্বপ্নে বদলায় না বাস্তবতা
সময় বদলায়, বদলায় এ জীবন
ধীরে ফিকে হয়ে যায়
আমার এ অস্তিত্ব

ভুলের বেসাতি শেষ হয়ে যাক এবার
কষ্টে ডুবে থাকা নয়,
নয় আর হাহাকার
আমার দ্বৈতসত্তা
করছে আজ অস্বীকার
সময় তাকিয়ে দেখ
পরিবর্তন বাস্তবতার

চোখের কোণে লেগে থাকা স্মৃতি
ঘুমের মত তীব্র ভালবাসা
আলিঙ্গনে নিমগ্ন শূন্যতা
ভুল জন্মে আমার অসাড়তা

পথ চলা

রূপক (একটি গান)

মুখোশ

রাহুর গ্রাস

ইতিহাস ( সময় ও অদৃষ্ট)

কৃত্রিম মানুষ

অবশ অনুভূতির দেয়াল

অলস সময়ের পাড়ে

এলবাম : অনিকেত প্রান্তর ২০০৬ [ Album : Oniket Prantor 2006]

আর্টসেল [ ArtCell বা Artcell ], এলবাম : অনিকেত প্রান্তর ২০০৬ [ Album : Oniket Prantor 2006]

লীন

স্মৃতিস্মারক

ধূসর সময়

পাথর বাগান

শহীদ সরণি

ছায়ার নিনাদ

ঘুনে খাওয়া রোদ

তোমাকে

গন্তব্যহীন

অনিকেত প্রান্তর লিরিক্স [ Artcell Oniket Prantor Lyrics ]

তবু এই দেয়ালের শরীরে
যত ছেঁড়া রং, ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
যত উদ্ভাসিত আলো রং
আকাশের মতন অকস্মাৎ নীল
নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ
তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে

দু’টো মানচিত্র এঁকে, দু’টো দেশের মাঝে
বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ…

তবু এইখানে আছে অবলীল হাওয়া
জানালা বদ্ধ ঘরে আসে যায়
দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
তোমার ছায়ায় জমে এসে ভয়
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা?

তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে
দু’টো মানচিত্র এঁকে, দু’টো দেশের মাঝে
মিশে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ…

তবু এই দুটি কাঁটাতারে, শহরের মতো করে
ভিড়ে ভরে গেছে ঘুম আমার
অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে
সময় কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে…

তবু এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে
শরৎ জমে আছে ঠাণ্ডা ঘাসে
তোমার চোখের মাঝে দূরের একা পথ
এখানে ভাঙে না দু’টো দেশে

মেঘের দূরপথ ভেঙে বুকের গভীর অন্ধকারে
আলোর নির্বাসন স্মৃতির মতন
অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে অনাগত যুদ্ধের বিপরীতে

এখানে সরণির লেখা নেই নাম, কোন শহীদ স্মারকে
তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
জানালায় ঝুলে থাকে না শূন্যতার অবচেতন
তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা
এখানের নির্জন অনিকেত প্রান্তর

তবুও তোমার ভাঙা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর
ছেঁড়া আকাশ, ভাঙা কাঁচে
আলো আর অন্ধকার তোমার
তোমার দেয়ালে কত লেখা
মানুষের দেয়ালে দেয়াল
বেঁড়ে ওঠে কাঁটাতার
এখানে এ মহান মানচিত্রের ভাগাড়

তোমার শূন্যঘরে ভরা স্মৃতি
জড় পাথরে লেখা নাম – শহীদ স্মরণী
জানালার বাইরে ভেসে গেছে দূরের আকাশ
বিঁধে আছি সময়ের কাঁটাতারে
বিঁধে আছো ছেঁড়া আকাশের মত তুমি

তোমার স্বপ্নের দলা পাকানো
বাসি কবিতা, নষ্ট গানে
তোমার জানালার বাইরে শূন্য আকাশ
তবু অনিকেত এই প্রান্তরে

এখানে এখনও শরতের প্রচুর বাতাসে
সবুজের ঘ্রানে ভরে আছে অন্ধকার এ ঘর তোমার
দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত…

তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা, ভাঙা স্বপ্ন
ঘুমের মত নেশাময় কত
কত শিশু কত আলোর মশাল নিভে গেছে
নিভে গেছে কত অচেনা ভয়
তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়
তোমার জানালার বাইরে শূন্যে
দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়
মৃত্যু কি অনিকেত প্রান্তর?

অতৃতীয় (এখনো মুক্তি পায়নি)

স্পর্শের অনুভূতি

অবিমৃষ্যতা

প্রভু

সংশয়

মিশ্র অ্যালবাম

এ্যলবাম ছাড়পত্র, গান – অদেখা স্বর্গ
এ্যলবাম অনুশীলন, গান – দুঃখ বিলাস
এ্যলবাম অনুশীলন, গান – অপ্সরী
এ্যলবাম আগন্তুক ১, গান – অস্তিত্বের দিকে পদধ্বনির সম্মোহন
এ্যলবাম আগন্তুক ২, গান – চিলেকোঠার সেপাই
এ্যলবাম দিন বদল, গান – আশীর্বাদ
লোকায়ত
গান – ছেঁড়া আকাশ
আগন্তুক ৩
গান – বাংলাদেশ… স্মৃতি এবং আমরা
গর্জে ওঠো বাংলাদেশ
গান – হুঙ্কারের অপেক্ষায়
Rock 303 (রক ৩০৩)
গান – কান্ডারি হুঁশিয়ার (নজরুল সঙ্গীত)
Riotous 14 (রায়োটাস ১৪)
গান – কারার ঐ লৌহ কপাট (নজরুল সঙ্গীত)
Live Now (লাইভ নাও)
গান – এই বিদায়
SingleTrack
গান – অভয়
Underground (আন্ডারগ্রাউন্ড)
গান – উৎসবের উৎসাহে

আরও দেখুন:

Leave a Comment