রোজায় ৫০ জনকে কোরআন শরীফ উপহার দিলেন গায়িকা মুন্নী । সারা সপ্তাহের খবর

সঙ্গীত গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরারোজায় ৫০ জনকে কোরআন শরীফ উপহার দিলেন গায়িকা মুন্নী -র খবর দিয়ে শুরু করছি  সঙ্গীত খাতের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিষয় : ১২০ কেজি ওজন কমিয়েছিলেন আদনান সামি, আজীবনের মতো কণ্ঠস্বর হারাতে পারেন এ অভিনেত্রী, রোজায় ৫০ জনকে কোরআন শরীফ উপহার দিলেন গায়িকা মুন্নী, প্রেম নিবেদন করতে রিয়ানার বাড়িতে যুবক, কন্যাসন্তানের বাবা হলেন আতিফ আসলাম, ক্রিকেট দলকে নিয়ে গাইলেন শিল্পী বিশ্বাস, ৫২ বছরে, ৫২ গান, গফুর হালীকে উৎসর্গ করে ‘উইন্ড অব চেঞ্জ’-এর নতুন গান, বলিউডের অনেক গান সরিয়ে নিয়েছে স্পটিফাই।

 

রোজায় ৫০ জনকে কোরআন শরীফ উপহার দিলেন গায়িকা মুন্নী

 

রোজায় ৫০ জনকে কোরআন শরীফ উপহার দিলেন গায়িকা মুন্নী । সারা সপ্তাহের খবর

১২০ কেজি ওজন কমিয়েছিলেন আদনান সামি

আদনান যখন প্রথম টেলিভিশনের পর্দায় আসেন তখন তার ওজন ছিল ২৩০ কেজি। ২০০৬ সালে ডাক্তার তাকে জানান তিনি আর ছয় মাস বেঁচে থাকবেন! যেমন করেই হোক ওজন কমাতে হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি ছিল আমার কাছে ডু অর ডাই পরিস্থিতি। এরপর বেঁচে থাকার জন্য ১২০ কেজি ওজন কমিয়েছিলাম।’

 

রোজায় ৫০ জনকে কোরআন শরীফ উপহার দিলেন গায়িকা মুন্নী

 

আজীবনের মতো কণ্ঠস্বর হারাতে পারেন এ অভিনেত্রী

কণ্ঠস্বরের জটিল রোগে আক্রান্ত ভারতীয় অভিনেত্রী লতা সবরেওয়াল। জানান, তার ভোকাল বক্স-এ নোডিউল ধরা পড়েছে। কণ্ঠস্বরের এই রোগে স্বরনালির মাঝখানে পানি জমে ফুলে ভোকাল নোডিউল তৈরি হয়। এই অসুখে দুটি ভোকাল কর্ডেরই ক্ষতি হয়। সাধারণত যারা খুব বেশি স্বরনালির ব্যবহার করেন, যেমন গায়ক-গায়িকা, ভয়েস ওভার আর্টিস্ট, হকার- তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

রোজায় ৫০ জনকে কোরআন শরীফ উপহার দিলেন গায়িকা মুন্নী

গানের পাশাপাশি সমাজসেবামূলক না কাজে প্রায়ই পাওয়া যায় তাকে। আর নিজ গ্রামের মানুষদের পাশে তো এই গায়িকাকে পাওয়া যায় সবসময়ই। এবার প্রথম রোজায় দিনাত জাহান মুন্নী তার গ্রামের ৫০ জন মানুষকে উপহার দিলেন পবিত্র কোরআন শরীফ।

 

Google News Channel Logo
Google News Channel Logo

 

প্রেম নিবেদন করতে রিয়ানার বাড়িতে যুবক

কিছুদিন আগে বলিউড বাদশা শাহরুখ খানের বাড়িতে অনুপ্রবেশ করেছিল দুই যুবক। এবার মার্কিন পপ গায়িকা রিয়ানার বাড়িতে ঢুকে পড়লেন এক যুবক। উদ্দেশ্য রিয়ানাকে প্রেম নিবেদন করা। যদিও ওই অনুরাগী তার আগেই নিরপত্তাকর্মীদের হাতে ধরা পড়ে যান।

কন্যাসন্তানের বাবা হলেন আতিফ আসলাম

ভক্ত অনুরাগীদের সুখবর দিলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। নবজাতক ও তার স্ত্রী দুজনই সুস্থ আছেন।

২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে ইনস্টাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘অবশেষে অপেক্ষার অবসান। আমার হৃদয়ের নতুন রানি উপস্থিত। মেয়ে এবং সারা, দু’জনেই সুস্থ আছে।

 

রোজায় ৫০ জনকে কোরআন শরীফ উপহার দিলেন গায়িকা মুন্নী

 

ক্রিকেট দলকে নিয়ে গাইলেন শিল্পী বিশ্বাস

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ‘বাংলাওয়াশ’ করে বাংলাদেশ ক্রিকেট দল রীতিমতো আকাশে উড়ছে। এর মধ্যেই গেল শনিবার থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজটিও টাইগারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশ দলকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে এই সিরিজ শুরুর দিনে একটি গান প্রকাশ করেছেন জনপ্রিয় গায়িকা শিল্পী বিশ্বাস। গানটির শিরোনাম ‘জয়ের জন্য বাংলাদেশ’।

 

রোজায় ৫০ জনকে কোরআন শরীফ উপহার দিলেন গায়িকা মুন্নী

 

৫২ বছরে, ৫২ গান

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর পূর্তি হবে। এ উপলক্ষে ৫২টি গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন তরুণ সংগীত পরিচালক মুনতাসির তুষার। এরই মধ্যে গানগুলো তৈরির কাজ শেষ হয়েছে। ঈদের আগের দিন; অর্থাৎ চাঁদরাত থেকে এসব গান প্রকাশ করা হবে।

গফুর হালীকে উৎসর্গ করে ‘উইন্ড অব চেঞ্জ’-এর নতুন গান

বাংলা গানের হাওয়া বদলের যে যাত্রা শুরু করেছিল ‘উইন্ড অব চেঞ্জ’, তা এখনো থামেনি। ২১ মার্চ উইন্ড অব চেঞ্জ ইউটিউবে প্রকাশ করেছে নতুন গান—‘দুই কূলে সুলতান’। কৌশিক হোসেনের সংগীতায়োজনে নির্মিত গানটি উৎসর্গ করা হয়েছে এই গানের কথা ও সুরের স্রষ্টা কিংবদন্তি লোকশিল্পী গফুর হালীকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ঐশী।

 

রোজায় ৫০ জনকে কোরআন শরীফ উপহার দিলেন গায়িকা মুন্নী

 

বলিউডের অনেক গান সরিয়ে নিয়েছে স্পটিফাই

হঠাৎ করেই মিউজিক অ্যাপ স্পটিফাই থেকে ‘হাওয়া’ হয়ে গেছে বলিউডের অনেক গান। এই গানগুলোর মধ্যে রয়েছে ‘কালা চশমা’, ‘মালহারি’, ‘বারবার দেখো’র মতো জনপ্রিয় গান। ভারতীয় স্পটিফাই ব্যবহারকারীরা গানগুলো না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। জানা গেছে, স্পটিফাই কর্তৃপক্ষই গানগুলো সরিয়ে নিয়েছে তাদের প্ল্যাটফর্ম থেকে।প্রতিটি প্ল্যাটফর্মেরই গানের স্বত্বাধিকার নির্দিষ্ট সময়ের জন্য নিয়ে থাকে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর ওই প্ল্যাটফর্মের কাছে গানের স্বত্বাধিকার আর থাকে না। তেমনই স্পটিফাইয়ের সঙ্গে গানগুলোর স্বত্বাধিকারের মেয়াদ শেষ হওয়ায় গানগুলো আর পাওয়া যাচ্ছে না স্পটিফাইয়ে।

আরও দেখুনঃ

Leave a Comment