[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

হৃদয় নারায়ণ দেব । শিল্পী জীবনী

হৃদয় নারায়ণ দেব : ১৭ শতকের প্রথম দিকে হৃদয় নারায়নের জন্ম হয়। তিনি মধ্যপ্রদেশস্থিত গড়ার অধিপতি ছিলেন। তাঁহার পিতা প্রেম নারায়ণ যুদ্ধে নিহত হইয়ছিলেন যাহার ফলে গড়া রাজ্য অন্যদের হস্তে চলিয়া যায়। কিন্তু সম্রাট শাহজাহানের অনুগ্রহে ১৬১০ খ্রিস্টাব্দে এই রাজ্যটি হৃদয় নারায়ণ দেব পুনরায় ফিরিয়া পান।

 

হৃদয় নারায়ণ দেব । শিল্পী জীবনী

 

হৃদয় নারায়ণ দেব । শিল্পী জীবনী

হৃদয় নারায়ণ দেব দুর্ভাগ্যবশতঃ বেশীদিন রাজত্ব করিতে পারেন নাই। এগারো বৎসর রাজত্ব করিবার পর তিনি রাজ্যচ্যুত হইয়া ১৬৫১ খ্রী: দুই পুত্র ছত্রশা ও হরিশংকে লইয়া জব্বলপুরের নিকট মাওলায় পলাইয়া যান। যাহার জন্য তাঁহাকে গড়মণ্ডলার রাজা বলা হইয়া থাকে।

জীবনের বহু উত্থান পতনের মধ্যেও তিনি যে সঙ্গীত প্রেমিক ছিলেন, তাহা তাঁহার লিখিত ‘হৃদয় কৌতুক’ ও ‘হৃদয় প্রকাশ’ গ্রন্থ দুইটিই প্রকৃষ্ট প্রমাণ। এই গ্রন্থ দুইখানি তৎকালীন-পণ্ডিত অহোবলকৃত ‘সঙ্গীত পারিজাত’ ও পণ্ডিত লোচনকৃত ‘রাগ তরঙ্গিনী’ গ্রন্থের অনুরণে লেখা হইলেও তাঁহার নিজস্ব মৌলিকতা দেখাইয়াছেন হৃদয়রমা মেলে ।

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

শুদ্ধ কল্যাণ, শুদ্ধ নাট, রাগেশ্বরী ও শ্রী প্রভৃতি প্রাচীন রাগগুলি নতুন রূপে পরিবর্তিত হইয়া কিভাবে অগ্রসর হইতেছে তাহার পূর্বাভাস উক্ত গ্রন্থগুলি হইতে পাওয়া যায়। এতদিভিন্ন উক্ত গ্রন্থ দুইটিতে শুদ্ধ ও বিকৃত স্বরের যে আলোচনা করিয়াছেন তাহা উল্লেখযোগ্য।

সঙ্গীত পারিজাত গ্রন্থে এই ধরনের ব্যাখ্যা হইলেও হৃদয় নারায়ন দেব বীণার তারের মাপ অনুযায়ী যেভাবে ভাগ করিয়া শুদ্ধ ঠাটকে ব্যাখ্যা করিয়াছেন ইতিপূর্বে এমনটি আর কেহ করেন নাই। রাগ তরঙ্গিনী গ্রন্থের অনুসরনে ১২টি ঠাট ব্যাখ্যা করিয়া বিকৃত স্বর অনুযায়ী অন্য রাগগুলিকে শ্ৰেণী বিভাগ করিয়াছেন। (‘ভাতরীয় সঙ্গীত প্রসঙ্গ” ডা: বিমল রায়) (“ভারতীয় সঙ্গীত ইতিহাস ও পদ্ধতি” সুকুমার রায়)

 

হৃদয় নারায়ণ দেব । শিল্পী জীবনী

 

আরও দেখুনঃ

Leave a Comment