সুইফটের ৬ বছরের প্রেম ভেঙ্গে গেল | সারা সপ্তাহের খবর

সঙ্গীত গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। সুইফটের ৬ বছরের প্রেম ভেঙ্গে গেল খবর দিয়ে শুরু করছি  সঙ্গীত খাতের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

দীর্ঘ সফরে চিরকুট

তৃতীয়বারের মতো সংগীত সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’-শীর্ষক এ সংগীত সফর চলবে আগামী জুনের শেষ পর্যন্ত। চিরকুট জানায়, তাদের প্রথম কনসার্ট হবে যুক্তরাষ্ট্রের বোস্টনে। এই পুরো সময়টাতে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করবে তারা। যার শেষটা হবে সানফ্রান্সিসকোতে।

সুইফটের ৬ বছরের প্রেম ভেঙ্গে গেল

 

সুইফটের ৬ বছরের প্রেম ভেঙ্গে গেল | সারা সপ্তাহের খবর

 

মার্কিন গায়িকা টেইলর সুইফটের প্রেম ভেঙে গেছে। ২০১৬ সালে হলিউড তারকা টম হিডেলস্টোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর গোপনে প্রেম শুরু করেন ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে। কিন্তু এ সম্পর্কও টিকল না। দীর্ঘ ছয় বছর প্রেমের পর স্বেচ্ছায় আলাদা হয়ে গিয়েছেন দুজন। 

১৮ বছর আগে পাওয়া ভক্তের চিঠি পড়লেন আসিফ

আসিফ আকবরের বাসা ভক্তদের চিঠিতে ভর্তি। বছরের পর বছর ধরে পড়ে থাকা ভক্তদের অনেক চিঠিই তাঁর পড়া হয়নি। প্রায় ১৮ বছর আগে শারমীন আক্তার মুন্নী নামে এক ১৩ বছরে কিশোরী আসিফকে চিঠি লিখেছিলেন। হঠাৎ করেই গত বুধবার ড্রয়িংরুমে বসে ধুলাপড়া একটি চিঠি তাঁর নজরে আসে। তিনি দেখেন যে ১৮ বছর আগের চিঠি এটি। চিঠিতে ওই ভক্তের তাঁর গানের প্রতি, তাঁর পরিবারের প্রতি ভালোবাসার মুগ্ধতা দেখে অবাক হয়ে যান আসিফ। সঙ্গে ওই ভক্তের একটি ছবিও ছিল চিঠির মধ্যে।

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

সাবেক স্ত্রীর গোপন ভিডিও বানিয়েছেন আদনান সামি, অভিযোগ করলেন ভাই

স্ত্রীর গোপন ভিডিও বানিয়েছেন গায়ক আদনান সামি—ফেসবুকে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তাঁর ছোট ভাই জুনায়েদ সামি। বেশ কয় দিন ধরে জুনায়েদের এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অবশ্য বেশ আগেই আদনান সতর্ক করেছেন, ভাই তাঁর সম্পর্কে বিভিন্ন সময় মিথ্যা কথা বলেন। দুই ভাইয়ের সম্পর্ক খারাপ। তবে এবারের অভিযোগ নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি আদনান সামি।

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাদশা

ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশার সঙ্গে তাঁর স্ত্রী জেসমিনের বিবাহবিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর আগে। এর পর থেকেই বাদশা নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন। গত বছর করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় বাদশা জানান, তিনি এখনো সিঙ্গেল। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, পাঞ্জাবি এক নায়িকার প্রেমে মজেছেন বাদশা। এক বছর ধরেই চলছে তাঁদের এই সম্পর্ক। এবার ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, সেই প্রেমিকাকে বিয়ে করতে চলেছেন বাদশা। বাদশার প্রেমিকা আর কেউই নন, পাঞ্জাবি অভিনেত্রী ইশা রাখি। 

নতুন অ্যালবামের নাম জানাল চিরকুট

 

 লিরিক্স-চিরকুটমরে যাব রে ব্যান্ড-[ More Jabo Re Chirkutt Band ]
চিরকুট ব্রান্ড

চিরকুট দিল তাদের নতুন অ্যালবামের খবর। গতকাল ব্যান্ড দলটির অফিশিয়াল ফেসবুকে তারা জানায়, চিরকুটের নতুন অ্যালবামের নাম ‘পেন্ডুলাম’। নতুন অ্যালবামের ঘোষণা দেওয়ার পর থেকেই ব্যাপক প্রতিক্রিয়া দেখান ভক্তরা। 

পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নিলেন আদনান সামি

পাকিস্তানের নাগরিকত্ব ছেড়ে ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামি। এরপর ৬ বছর কেটে গেলেও বিষয়টি নিয়ে বহুবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে, তবে বিষয়টি নিয়ে খুব একটা কথা বলেননি তিনি।

 তিনি কেন ভারতের নাগরিকত্ব নিয়েছেন, সে বিষয়ে মুখ খুলেছেন সামি। সম্প্রতি ইউটিউব প্ল্যাটফর্ম হিউমানস অব বোম্বকে সামি জানান, তিনি ভারতকে ভালোবাসেন, এটিই তাঁর বাড়ি, এ বিষয়টি অনেকে মেনে নিতে পারছেন না। সামির ভাষ্যে, ‘আমি এখানে যতটা ভালোবাসা ও প্রশংসা পেয়েছি, একজন শিল্পী হিসেবে তা আমাকে অভিহিত করেছে।’

আরও দেখুনঃ

Leave a Comment