সিথি সাহা একজন বাংলাদেশী গায়িকা। প্রজাপতি (২০১১) চলচিত্রে তিনি ফেরদৌস ওয়াহিদের সাথে প্লেবেক গান করেছেন। তিনি রবীন্দ্রসংগীত, লোকসংগীত এবং চলচ্চিত্রের গানও করে থাকেন । তিনি চারটি স্টুডিও অ্যালবাম করেছেন।
Table of Contents
সিথি সাহা । বাংলাদেশী গায়িকা
প্রাথমিক জীবন
সিথি সাহার জন্ম কুষ্টিয়াতে। জন্মগতভাবেই লালনের সঙ্গে একটা সম্পর্ক আছে। আবার রবীন্দ্রনাথের সঙ্গেও। সিঁথি তার মা থেকে গান শিখেছেন। শুরুতে লালনগীতি করলেও পরবর্তীতে রবীন্দ্রসংগীত চর্চা করেন।
অশোক সাহা ও প্রয়াত ওহীদুল হক ছিলেন সিঁথির সঙ্গীত পরামর্শদাতা। তিনি ছায়ানট ও সম্মেলন পরিষদ থেকে শাস্ত্রীয়, লোক এবং আধুনিক সঙ্গীত শিখেছিলেন। রবীন্দ্র সংগীতের জন্য চারটি জাতীয় পুরষ্কারসহ তিনি ঐ বছরে আরও ১০০ টি পুরস্কার লাভ করেছিলেন।
কর্মজীবন
সিথি সাহা ২০০৫ সালে, অ্যালবাম “কিছু বলবো বলে” এর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংকলন করেছিলেন। এটা বেশ জনপ্রিয়তা অর্জন করে ।
২০০৯ সালে, তিনি তার দ্বিতীয় অ্যালবাম “কল্পনা” প্রকাশ করেন, যার মধ্যে ১২ টি গান রয়েছে। তিনি তার প্রথম একক এবং তৃতীয় সামগ্রিক অ্যালবাম “গল্প পাতায়” এর ম্যাধ্যমে জাতীয় স্বীকৃতি পেয়েছিলেন। ২০১৫ সালে, তিনি তার চতুর্থ অ্যালবাম “মন বালিকা” প্রকাশ করেন।
১৩ মার্চ ২০১৬ এ, তিনি বাংলা সঙ্গীতে অবদান রাখার জন্য নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত ইন্দো-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে বিশেষ সম্মাননা লাভ করেন।
‘উড়ে যায় মুনিয়া’ নামে একটি ডুয়েট গানে তার সঙ্গে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব। ‘উড়ে যায় মুনিয়া’ নামে গানটির ভিডিওতে অন্যরকম এক সিঁথিকে দেখা গেছে।নিয়মিত গান প্রকাশ করেন সিঁথি সাহা। গানের শো করেন।
তবে গান করলেও সিঁথি সাহাকে নিয়মিত উপস্থাপনায় দেখা যায়। অভিনয় করেন মাঝে মধ্যে। সবশেষ তার উপস্থাপনায় মাছরাঙা টিভিতে প্রচারিত হচ্ছে ‘সিঁথির অতিথি’ নামে একটি অনুষ্ঠান।
ব্যাক্তিগত জীবন
সিথি সাহার জীবনের একটা অংশ কেটেছে নিউজিল্যান্ডে। ২০১২ সালে বিয়ের পরের বছরই স্বামীর সঙ্গে সেখানে চলে যান। তবে গান ছাড়েননি। চর্চা করেছেন। সুযোগ পেলেই গান প্রকাশ করেছেন।

অ্যালবাম
- কিছু বলবো বলে (২০০৫)
- কল্পনা (২০০৯)
- গল্প পাতায় (২০১১)
- মন বালিকা (২০১৫)
চলচ্চিত্রের তালিকা
প্রজাপতি ( উিথ ফেরদৌস ওয়াহিদের সাথে ‘টাকা’ গানটি )
পুরস্কার
- বাংলাদেশ জাতীয় পুরস্কার – শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী (৪ বার)
- ২০১৬ সালের ইন্দো-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে বিশেষ সম্মা
আরও দেখুনঃ
1 thought on “সিথি সাহা । বাংলাদেশী গায়িকা”