[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

সঙ্গীতের প্রকারভেদ [ জনরা, ধারা, ধরণ, প্রকার] প্রচলিত / অপ্রচলিত বিভিন্ন ধরণের সঙ্গীতের সাথে পরিচয় [ Introduction to Music Genres ]

সঙ্গীতের প্রকারভেদ [ জনরা, ধারা, ধরণ, প্রকার] প্রচলিত / অপ্রচলিত বিভিন্ন ধরণের সঙ্গীতের সাথে পরিচয় [ Introduction to Music Genres ] নিয়ে আজকের আলোচনা। এই বিশ্বজগতের প্রতিটি মুহূর্তই হচ্ছে গতিশীল। বিবর্তনের ধারায় প্রাণী ও বস্তু অতীতকে পেছনে ফেলে বর্তমানকে সঙ্গে নিয়ে এগিয়ে চলে ভবিষ্যতের সন্ধানে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের ভাবনা, সাধনা, কর্ম, আকাঙ্ক্ষা, সৃজনশীলতা – সবকিছুই প্রতিনিয়ত তাড়া দেয় পরিবর্তনের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হতে।

ফলশ্রুতিতে জাগতিক বিষয়গুলো পরিবর্তিত হয়ে আমাদের সামনে আসে নতুন রূপে। আর যুগধর্মকে স্বীকার করে আমরা তা গ্রহণ করি। সময়ের এই চলমান প্রবাহে চৌষট্টি কলার শ্রেষ্ঠ বিদ্যা সংগীত ইতিহাস ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে কালে কালে সমৃদ্ধ হয়ে উঠেছে। অতি প্রাচীনকালে প্রবন্ধ, বস্তু, রূপক ইত্যাদি নামে যে সকল তালযুক্ত নিবদ্ধ গান ও তালবিহীন অনিবদ্ধ গান ছিল কালের বিবর্তনে সেগুলো লুপ্ত হয়ে গেছে।

পরবর্তী সময়ে লুপ্ত হওয়া এ সকল সংগীতধারা ভিন্নরূপে ধ্রুপদ, ধামার ইত্যাদি গানে এবং রুচি পরিবর্তনের ফলে সঙ্গীতের প্রকারভেদ হয়েছে – খেয়াল, ঠুমরি, টপ্পা, তারানা, ত্রি-বট ইত্যাদি গানে রূপান্তরিত হয়েছে। শাস্ত্রীয় সংগীত নামে পরিচিত এই ধারাটি ছাড়াও লঘু সংগীত নামে আরেকটি ধারা সংগীতে স্থান পেয়েছে।

লঘু সঙ্গীতের প্রকারভেদ গুলো স্বতন্ত্র বৈশিষ্ট্যে পল্লীগীতি, জারি, সারি, ভাটিয়ালি, চৈতি, মুর্শিদি, আধুনিক, কীর্তন, লোকসংগীত, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, শ্যামাসংগীত, লালনগীতি, হামদ, নাত, হাছন রাজার গান, মনোমোহন দত্তের গান ইত্যাদি নামে সুপরিচিত।

একসময় কোন সঙ্গীতের প্রকার হয়তো খুব প্রচলিত থাকলেও কালের বিবর্তে আজ তা হারিয়ে অপ্রচলিতর কাতারে চলে গেছে। কিন্তু এই সব কিছুই আমাদের সঙ্গীতের ইতিহাস। আমাদের দীর্ঘ সময়ের গড়ে ওঠা বর্তমান সঙ্গীত এই ভিত্তির উপরেই দাঁড়িয়েছে।

তাই একজন প্রকৃত সঙ্গীত শিল্পী বা রসিক হতে হলে, এই সঙ্গীতের প্রকার বা সব জনরার সঙ্গীত সম্পর্কে নুন্যতম ধারণা থাকা জরুরী। আমরা সেসব প্রচলিত ও অপ্রচলিত সঙ্গীতের ধারা বা জনরার একটি তালিকা ও সংশ্লিষ্ট তথ্য তুলে ধরতে চেষ্টা করছি, আশা করি ভবিষ্যৎ শিল্পী বা সঙ্গীত রসিকদের কাজে লাগবে। বিভিন্ন প্রকারের এই সংগীতগুলোর সংক্ষিপ্ত পরিচয় বর্ণের ক্রমানুসারে প্রদান করা হলো।

 

সঙ্গীতের প্রকারভেদ

 

Table of Contents

সঙ্গীতের প্রকারভেদ [ জনরা, ধারা, ধরণ, প্রকার, Music Genres]

 

অবতার গান [ Avatar Song, Music Genre ] :

  • অবতার গান সম্পর্কে বিস্তারিত দেখুন ..

 

আধুনিক গান [ Modern Songs, Music Genre ] :

  • আধুনিক গান সম্পর্কে বিস্তারিত দেখুন …

 

কওল গান বা কলবানা গান [ Kaul, Music Genre ] :

 

কবিগান

 

কবিগান [ Kabigan, Music Genre ] :

দুটি দলের নায়কের (দলনেতা বা দলের প্রধান গায়ক) মধ্যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে তৎক্ষণাৎ মুখে মুখে রচিত কবিতায় সুরারোপ করে পরিবেশনের মধ্য দিয়ে যে সংগীত লড়াই অনুষ্ঠিত হয় তাকেই বলে কবি গান। এই গানকে আঞ্চলিক ভাষায় তরজা গানও বলা হয়ে থাকে।

দুটি দলের মধ্যে উপস্থিত বুদ্ধি ব্যবহারের ক্ষমতা যার যত বেশি কবি গানে সে দলটিই তত বেশি পারদর্শিতা দেখাতে সমর্থ হয়। তৎক্ষণাৎ খেলে এমন বুদ্ধি প্রয়োগের মধ্য দিয়ে নির্ধারিত বিষয়ের এই সংগীত লড়াই শ্রোতা-দর্শককে বিশেষ আনন্দ দেয় অত্যন্ত উপভোগ্য এই কবি গান পল্লী অঞ্চলের মানুষের কাছে অসম্ভব জনপ্রিয় এক সংগীতশৈলী হিসেবে সমাদৃত।

কাওয়ালি গান [ Kawali, Music Genre ] :

 

কাজরি বা কাজলি [ Kajri, Music Genre] :

  • কাজরি বা কাজলি গান সম্পর্কে বিস্তারিত পড়ুন ….

 

কীর্তন গান [ Kirtan, Kirtan, Music Genre ] :

 

খেয়াল গান [ Kheyal, Kheyal, Music Genre ] :

 

গজল গান (Ghazals, Music Genre ] :

 

গম্ভীরা গান [ Gambhira Song, Music Genre ]:

 

গাজন বা গাজন গান:

 

গুলনকশ্ গান বা গুলনকশ্ তারানা :

 

গীত [ Geet, Music Genre ] :

 

চট্‌কা বা চটকা গান [ Chotka Song, Music Genre ] :

 

চতুরঙ্গ গান [ Chaturanga, Music Genere] :

 

চুট্‌কলা [ Cutkala, Music Genre ] :

 

ঋতু গান [ Seasonal Song, Music Genre ] :

 

চৈতি গান [ Chaiti Song, Music Genre ] :

 

জনসংগীত :

 

জাগ গান [ Jaag Gaan, Music Genre ] :

জাতীয় সংগীত [ National Anthem, Music Genre ]

 

জারি গান [ Jari Song, Music Genre ]

 

জিগর গান [ Jigar Song, Music Genre ]

ঈশ্বরবিষয়ক সংগীতকে বলা হয় জিগর গান। এই গান কয়েকটি কলিতে নিবদ্ধ হয়। তবে জিগর গানের বিষয়বস্তু সবসময়ই পরমার্থ সম্পর্কিত হয়ে থাকে।

 

ঝুমুর গান [ Jhumur Song, Music Genre ]

 

টপ-খেয়াল [ Tap Kheyal or Tappa Kheyal, Music Genre ]

টপ্পা ও খেয়াল গানের সংমিশ্রণে সৃষ্ট গানকে বলা হয় টপ-খেয়াল গান।

 

টপ্পা [ Tappa, Music Genre ]

 

ঠুংরি বা ঠুমরি [ Thumri, Music Genre ]

 

তারানা [ Tarana, Music Genre ]

 

ত্রি-বট [ Tribot, Music Genre ]

 

ধামার [ Dhamar, Music Genre ]

 

ধ্রুপদ [ Dhrupad ]

 

পল্লীগীতি [ Palligiti ]

 

ভজন [ Bhajan ]

 

YaifwwriN4BzRFCyqbslL4 সঙ্গীতের প্রকারভেদ [ জনরা, ধারা, ধরণ, প্রকার] প্রচলিত / অপ্রচলিত বিভিন্ন ধরণের সঙ্গীতের সাথে পরিচয় [ Introduction to Music Genres ]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

ভাওয়াইয়া [ Bhawaiya gaan ]

এই বিষয়ে বিস্তারিত আর্টিকেল খুব দ্রুতই পাবেন

 

ভাটিয়ালি [ Bhatiyali Gaan ]

এই বিষয়ে বিস্তারিত আর্টিকেল খুব দ্রুতই পাবেন

 

ভাষার গান

এই বিষয়ে বিস্তারিত আর্টিকেল খুব দ্রুতই পাবেন

 

লোকসংগীত

 

স্বাধীনতার গান

এই বিষয়ে বিস্তারিত আর্টিকেল খুব দ্রুতই পাবেন

আরও পড়ুন :

10 thoughts on “সঙ্গীতের প্রকারভেদ [ জনরা, ধারা, ধরণ, প্রকার] প্রচলিত / অপ্রচলিত বিভিন্ন ধরণের সঙ্গীতের সাথে পরিচয় [ Introduction to Music Genres ]”

Leave a Comment