সখী তোরা প্রেম করিও না লিরিক্সঃ শিল্পীর চাওয়া অনুযায়ী ২০০৯ সালের ২২ মে সিলেট বিভাগীয় কমিশনার ও খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি ড. জাফর আহমেদ খানের উদ্যোগে বাউল আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে গ্রন্থ ‘শাহ আবদুল করিম রচনাসমগ্র’ প্রকাশিত হয়।
সখী তোরা প্রেম করিও না লিরিক্স | Sokhi Tora Prem Korio Na Lyrics | শিউলি সরকার । Shiuly Sarker
শিউলি সরকার । Shiuly Sarker
Lyricist : Shah Abdul Karim
সখী তোরা প্রেম করিও না লিরিক্স
![সখী তোরা প্রেম করিও না লিরিক্স | Sokhi Tora Prem Korio Na Lyrics । শিউলি সরকার । Shiuly Sarker 3 সখী তোরা প্রেম করিও না লিরিক্স [ Sokhi Tora Prem Korio Na Lyrics ] । শিউলি সরকার । Shiuly Sarker](https://musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-24T053548.021.jpg)
Sokhi Tora Prem Korio Na Lyrics
উস্তাদ শাহ আবদুল করিম (১৫ ফেব্রুয়ারি ১৯১৬ – ১২ সেপ্টেম্বর ২০০৯) হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়।
তিনি বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে একুশে পদক পুরস্কারে ভূষিত হন।
স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে।
কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন।
বাউলসাধক শাহ আবদুল জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা তিনি কখনোই গ্রহণ করেননি। উল্লেখ্য, ২০০৬ সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিংবদন্তীঃ বাউল শাহ আবদুল করিম নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় ১২ টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে।
এই অ্যালবামের বিক্রি থেকে পাওয়া অর্থ তার বার্ধক্যজনিত রোগের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে তুলে দেয়া হয়। ২০০৭ সালে বাউলের জীবদ্দশায় শাহ আবদুল করিমের জীবন ও কর্মভিত্তিক একটি বই প্রথমবারের মতো প্রকাশিত হয়, ‘শাহ আবদুল করিম সংবর্ধন-গ্রন্থ’ (উৎস প্রকাশন) নামের এই বইটি সম্পাদনা করেন লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ।
আরও দেখুনঃ
- বাঁশি কেন গায় লিরিক্স | Banshi Keno Gay Lyrics | লতা মঙ্গেশকর | Lata Mangeshkar
- বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় লিরিক্স | Bondhu tomay a gan shonabo bikel belay lyrics | চন্দ্রবিন্দু
- আয় বড় পীর আব্দুল কাদের লিরিক্স | ay boro pir abdul kader lyrics | জহির পাগলা
- ধিতাং ধিতাং বোলে লিরিক্স | Dhitang Dhitang Bole Lyrics | Hemanta Mukhopadhyay
- রহমান ইয়া রহমান লিরিক্স | Rahman ya rahman lyrics | গজল | মিশারি আলফাসি