রামপ্রসাদের গানের সূচি নিয়ে আজকের আলোচনা। রামপ্রসাদ সেন একজন বাঙালি শাক্ত কবি ও সাধক। রামপ্রসাদ সেন এর জন্ম আনুমানিক ১৭২০ খ্রিষ্টাব্দে এবং মৃত্যু ১৭৭৫ খ্রিষ্টাব্দে। বাঙালি শাক্ত কবি এবং শ্যামাসঙ্গীতের আদিকবি, গায়ক, সুরকার। কবিরঞ্জন নামেও খ্যাত ছিলেন। ১৭২০ খ্রিষ্টাব্দের দিকে মুঘল সাম্রাজ্যের সুবা বাংলার হালি শহরে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মতারিখ নিয়ে বিতর্ক আছে। বর্তমানে এই স্থানটি ভারতের পশ্চিমবঙ্গ নামক প্রদেশের উত্তর চব্বিশ পরগনা জেলায়, কলকাতা শহরের ২৫ মাইল উত্তরে হুগলী নদীর তীরে অবস্থিত।

রামপ্রসাদের গানের সূচি
- (হেরো), কার রমণী নাচে রে ভয়ংকরা-বেশে [১৬৩]
- অকলঙ্ক শশিমুখী, সুধাপানে সদাসুখী [১৭৬]
- অন্নপূর্ণার ধন্য কাশী [২২২]
- অপরা জন্মহরা জননি [১৫৩]
- অপার সংসার, নাহি পারাবার [২৬]
- অভয়পদ সব লুটালে [১৪]
- অভয়পদে প্রাণ সঁপেছি [৭৬]
- অসকালে যাবো কোথা [৫৪]

- আছি তেঁই তরুতলে বসে [৮৫]
- আজ শুভনিশি পোহাইল তোমার [২৩১]
- আপন মন মগ্ন হলে মা [১৩৩]
- আমায় কী ধন দিবি তোর কী ধন আছে [১০৪]
- আমায় ছুঁয়ো না রে শমন আমার জাত গিয়েছে [৮৯]
- আমায় দেও মা তবিলদারি [২]
- আমার অন্তরে আনন্দময়ী [১০৬]
- আমার উমা সামান্য মেয়ে নয় [২২৬]
- আমার কপাল গো তারা [১২]
- আমার মনে বাসনা জননি [২১৪]
- আমার সনদ দেখে যা রে [৫৯]
- আমি এত দোষী কিসে [১৭]
- আমি ওই খেদে খেদ করি [১০১]
- আমি কবে কাশীবাসী হবো [১৪৪]
- আমি কি এমতি রব (মা তারা) [১২৬]
- আমি কি দুখেরে ডরাই [২৪]
- আমি ক্ষেমার খাসতালুকের প্রজা [৪৯]
- আমি তাই অভিমান করি [৩৭]
- আমি তোর আসামি নইরে শমন [২৪৫]
- আমি নই আটাশে ছেলে [৫২]
- আমি নই পলাতক আসামি [১১০]
- আয় দেখি মন চুরি করি [৪১]
- আয় দেখি মন তুমি আমি [৯২]
- আয় মন বেড়াতে যাবি [৮০]
- আর কাজ কী আমার কাশী [৫]
- আর তোমায় ডাকব না কালী [১২৩]
- আর বাণিজ্যে কী বাসনা [২৪৮]
- আর বাণিজ্যে কী বাসনা [২৫]
- আর ভুলালে ভুলব না গো [৮৪]
- আরে ওই আইল কে রে ঘনবরণী [১৬৮]

- ইথে কি আর আপদ আছে [৬৩]
- উপনীত মন্দাকিনী-তীরে [২১০]
- এ শরীরে কাজ কী রে ভাই [৯১]
- এ সংসারে ডরি কারে, রাজা যার মা মহেশ্বরী [১১১]
- এই দেখো সব মাগির খেলা [৯৮]
- এই সংসার ধোঁকার টাটি [৪৭]
- একবার ডাকো রে কালী তারা বলে [৪০]
- এবার আমি করব কৃষি [৭৯]
- এবার আমি বুঝিব হরে [৯]
- এবার আমি ভালো ভেবেছি [৩৫]
- এবার কালী কুলাইব [৩৯]
- এবার কালী তোমায় খাব [১৬]
- এবার বাজি ভোর হল [১৯]
- এবার ভালো ভাব পেয়েছি [১১৬]
- এমন দিন কি হবে তারা [৭৭]
- এলো চিকুরনিকর নরকর কটি তটে [১৭৩]
- এলো চিকুর-ভার, এ বামা [১৬০]
- এলোকেশী দিগবসনা [১৪৭]
- এলোকেশে, কে শবে, এলরে বামা [১৬৭]

- ও কার রমণী সমরে নাচিছে [২০২]
- ও কে ইন্দিবরনিন্দি-কান্তি, বিগলিত বেশ [১৭৮]
- ও কেরে মনোমোহিনী [১৫৮]
- ও নৌকা বাও হে ত্বরাকরি, নূতন কান্ডারী [২১৭]
- ও মন, তোর নামে কী নালিশ দিব [২৪১]
- ওগো রানি ! নগরে কোলাহল, উঠো চলো চলো [২২৮]
- ওমা ! হরো গো তারা মনের দুঃখ [১৩]
- ওমা তোর মায়া কে বুঝতে পারে [১২৫]
- ওরে মন চড়কি চরক করো, এ ঘোর সংসারে [৬১]
- ওরে মন বলি, ভজো কালী [৬৮]
- ওরে শমন, কী ভয় দেখাও মিছে [৭৩]
- ওরে সুরাপান করিনে আমি [৪৫]
- ওরে, তারা বলে কেন না ডাকিলাম [২০৩]
- ওরে, মন কী ব্যাপারে এলি [২৪০]
- ওহে নূতন নেয়ে ! ভাঙা নৌকা চল বেয়ে [২১৮]
- ওহে প্রাণনাথ গিরিবর হে [২৩৪]

- করুণাময়ি কে বলে তোরে দয়াময়ী [১৩৭]
- কাজ কী আমার কাশী [৯৫]
- কাজ কী মা সামান্য ধনে [১০৭]
- কাজ কী রে মন যেয়ে কাশী [২৮]
- কামিনী যামিনীবরণে রণে, এল কে [১৬৬]
- কার বা চাকরি করো (রে মন) [২৪৪]
- কালী কালী বলো রসনা [৪৬]
- কালী কালী বলো রসনা রে [২০৫]
- কালী কালী বলো রসনা রে [২১৩]
- কালী গো কেন ল্যাংটা ফিরো [১৩২]
- কালী তারার নাম জপো মুখে রে [১১২]
- কালী সব ঘুচালে ল্যাটা [৬৬]
- কালী হলি মা রাসবিহারী [১৫৭]
- কালীগুণ গেয়ে, বগল বাজায়ে [১৯৭]
- কালীনাম জপ করো, যাবে কালীর কাছে [৮৭]
- কালীপদ-মরকত-আলানে [৩৮]
- কালীর নাম বড়ো মিঠা [৬২]
- কালীর নামের গণ্ডি দিয়া আছি দাঁড়াইয়া [১০৫]
- কালো মেঘ উদয় হল অন্তর-অম্বরে [৩৪]
- কুলবালা উলঙ্গ, ত্রিভঙ্গ কী রঙ্গ, তরুণ বয়েস [১৮৭]
- কে জানে গো কালী কেমন [২২]
- কে মোহিনী ভালে বাল শশী [১৮৫]
- কে রে কুঞ্জর-গামিনী, তনু-সৌদামনী [২১১]
- কে রে বামা কার কামিনী [১৪১]
- কে হর-হৃদি বিহরে [১৬৯]
- কেন গঙ্গাবাসী হবো [৬৪]
- কেবল আসার আশা, ভবে আসা [৮]

- গিরি ! এবার আমার উমা এলে [২২৫]
- গিরিবর ! আর আমি পারিনে হে [২৩৫]
- গিরিশগৃহিণী গৌরী গোপবধুবেশ [২১৫]
- গেল দিন মিছে রঙ্গরসে [১১]
- গেল না, গেল না, দুঃখের কপাল [২৩৯]
- চিকন কালোরূপা সুন্দরী ত্রিপুরারি-হৃদে বিহরে [১৭১]
- ছি ছি মন তুই বিষম লোভা [৮৩]
- ছি ছি মনভ্রমরা দিলি বাজি [৯৩]

- জগত-জননি তুমি গো মা তারা [১৮৯]
- জগদম্বার কোটাল, বড়ো ঘোর নিশায় বেরুল [২০৬]
- জগদম্বারে যব পুরে বেণু, যব পুরে বেণু [২৩০]
- জননি পদপঙ্কজং দেহি শরণাগত জনে [১৩৬]
- জয় কালী জয় কালী বলে [১৯৮]
- জয় কালী জয় কালী, বলে জেগে থাকো রে মন [৭৪]
- জানিগো জানিগো তারা তোমার যেমন করুণা [১৯৬]
- জানিলাম বিষম বড়ো, শ্যামা মায়েরই দরবার রে [৭০]
- জাল ফেলে জেলে রয়েছে বসে [৯৯]

- ডাকোরে মন কালী বলে [১৫৪]
- ডুব দে মন কালী বলে [৩]
- ঢলঢল জলদবরণী এ কার রমণী রে [১৭৯]
- ঢলিয়ে ঢলিয়ে কে আসে [১৫৯]
- তাঁহার জমি আমার দেহ [২৩৮]
- তাই কালোরূপ ভালোবাসি [১১৫]
- তাই বলি মন জেগে থাকো [২০]
- তারা ! আর কী ক্ষতি হবে [১৯২]
- তারা আছ গো অন্তরে, মা আছ গো অন্তরে [১৮৮]
- তারা তোমার আর কি মনে আছে [২০৯]
- তারা নামে সকলি ঘুচায় [৬০]
- তারা-তরি লেগেছে ঘাটে [৭৮]
- তিলেক দাঁড়া ওরে শমন [১২০]
- তুই যা রে কী করবি শমন [৬৫]
- তুমি এ ভালো করেছ মা, আমারে বিষয় দিলে না [৪২]
- তুমি কার কথায় ভুলেছো রে মন [১৯১]
- তোমার সাথি করে ও মন [২৪৯]
- ত্যজো মন কুজন-ভুজঙ্গ-সঙ্গ [২৩৬]

- থাকি একখান ভাঙা ঘরে [১৫৫]
- দয়াময়ী আইস আইস ঘরে [২২৯]
- দরদরদর ঝরত লোর [২২০]
- দিবানিশি ভাবো রে মন, অন্তরে করালবদনা [১২৭]
- দীন দয়াময়ী কী হবে শিবে [১০৯]
- দুঃখের কথা শুনো মা তারা [১৪২]
- দূর হয়ে যা যমের ভটা [৫১]
- দেখি মা কেমন করে আমারে ছাড়ায়ে যাবা [৫৭]

- নটবর বেশে বৃন্দাবনে [২১৬]
- নব-নীল-নীরদ-তনু-রুচি কে [১৭৪]
- নলিনী নবীনা মনোমোহিনী [১৮৩]
- নিতান্ত যাবে দিন, এ দিন যাবে [২০৮]
- নিতি তোরে বুঝাবে কেটা [২৭]
- নিরখি নিরখি বদন-ইন্দু [২২৪]
- পতিতপাবনী তারা [৫৫]
- পতিতপাবনী পরা, পরামৃত-ফলদায়িনী [১৫৬]
- পুরলো নাকো মনের আশা [১৪৮]
- প্রথম বয়স রাই রসরঙ্গিণী [২১৯]
- বড়াই করো কীসে গো মা [৭২]
- বন্দে শ্রীগুরুদেবকি চরণং [১]
- বমবমবম ভোলা [২২১]
- বলো ইহার ভাব কী, নয়নে ঝরে জল [১৫২]
- বলো দেখি ভাই কী হয় মলে [২৫০]
- বলো মা আমি দাঁড়াই কোথা [৭]
- বামা ও কে এলোকেশে [১৭৭]
- বাসনাতে দাও আগুন জ্বেলে [২৪৬]

- ভবে আর জন্ম হবে না [১৫১]
- ভবের আসা, খেলব পাশা [১৮]
- ভাব কী ! ভেবে পরান গেল [৯৪]
- ভালো নাই মোর কোনো কালে [১৯৪]
- ভালো ব্যাপার মন করতে এলে [১৪০]
- ভূতের বেগার, খাটবো কত [১৩৯]
- ভেবে দেখো মন কেউ কারো নয় [১৩১]
- ভেবো না কালী, ভাবনা কীবা [১০]

- মন আমার যেতে চায় গো, আনন্দকাননে [১৩৫]
- মন করো কী তত্ত্ব তাঁরে [২৫২]
- মন কালী কালী বলো [৩৩]
- মন কী করো ভবে আসিয়ে [২৩৭]
- মন কেন মার চরণছাড়া [১৫]
- মন কেন রে পেয়েছো এত ভয় [৭১]
- মন কেন রে ভাবিস এত [২০১]
- মন কোরো না দ্বেষাদ্বেষি [৫৮]
- মন কোরো না সুখের আশা [২১]
- মন খেলাও রে দাণ্ডাগুলি [৪৩]
- মন জান না কী ঘটবে ল্যাঠা [১০০]
- মন তুই কাঙালি কীসে [২৪৭]
- মন তুমি কী রঙ্গে আছো [১৪৯]
- মন তুমি দেখো রে ভেবে [১৯০]
- মন তোমার এই ভ্রম গেল না [৮১]
- মন তোর এত ভাবনা কেনে [২০০]
- মন তোরে তাই বলি বলি [১১৪]
- মন ভুলো না কথার ছলে [৩০]
- মন ভেবেছ তীর্থে যাবে [৯০]
- মন যদি মোর ঔষধ খাবা [১২৮]
- মন যদি মোর ভিয়ান করিস [২০৪]
- মন রে আমার এই মিনতি [৩১]
- মন রে আমার ভোলা মামা [২১২]
- মন রে কৃষি কাজ জান না [৬]
- মন রে তোর বুদ্ধি একী [২৪২]
- মন রে ভালোবাসো তাঁরে [১০২]
- মন রে শ্যামা মাকে ডাকো [৮২]
- মন হারালি কাজের গোড়া [১৩০]
- মন-গরিবের কী দোষ আছে [১২১]
- মনরে তোর চরণ ধরি [১৪৫]
- মরলেম ভূতের বেগার খেটে [২৪৩]
- মরি ও রমণী কী রণ করে [১৮২]
- মরি গো এই মন-দুঃখে [১৫০]
- মা আমায় ঘুরাবে কত [৪]
- মা আমার অন্তরে আছ [৩২]
- মা আমার খেলান হল [১২২]
- মা আমার বড়ো ভয় হয়েছে [১৪৩]
- মা আমি পাপের আসামি [৫৩]
- মা কত নাচো গো রণে [১৬২]
- মা গো আমার কপাল দুষি [৮৬]
- মা বলে ডাকিস না রে মন [১৭০]
- মা বসন পরো [৭৫]
- মা বিরাজে ঘরে ঘরে [১১৯]
- মা মা বলে আর ডাকব না [৬৭]
- মা হওয়া কি মুখের কথা [৪৮]
- মা, তোমারে বারে বারে, জানাবো আর দুঃখ কত [১৯৫]
- মাগো তারা ও শংকরী [২৩]
- মায়ার এ পরম কৌতুক [২৫১]
- মায়ের এমনি বিচার বটে [১০৮]
- মায়ের চরণতলে স্থান লব [১৪৬]
- মায়ের নাম লইতে অলস হইও না [১৯৩]
- মুক্ত করো মা মুক্তকেশী [১১৩]
- মোরে তারা বলে কেন না ডাকিলাম [৫৬]
- মোহিনী আশা বাসা [১৬১]

- যদি ডুবল না ডুবায়ে বাওরে মননেয়ে [১৩৪]
- যাও গো জননি, জানি তোরে [১৮৪]
- যারে শমন যারে ফিরি [৫০]
- রত্নসিংহাসনে গৌরী [২২৭]
- রসনায় কালী কালী বলে [৪৪]
- রসনে কালী নাম রটো রে ! [২৯]
- শংকর পদতলে, মগনা রিপুদলে [১৮০]
- শমন আসার পথ ঘুচেছে [১০৩]
- শমন হে আছি দাঁড়ায়ে [১১৮]
- শিব স্বস্ত্যয়নে কীবা কাম [২৩৩]
- শ্যামা বামা কে [১৬৪]
- শ্যামা বামা কে বিরাজে ভবে [১৭৫]
- শ্যামা বামা গুণধামা কালান্তক-উরসি [১৮৬]
- শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি [৯৬]
- শ্রীদুর্গানাম ভুলো না [১৯৯]

- সদাশিব-শবে আরোহিণী কামিনী [২০৭]
- সময় তো থাকবে না গো মা, কেবল কথা রবে [৮৮]
- সমর করে ও কে রমণী [১৭২]
- সমরে কে রে কালকামিনী [১৮১]
- সাধের ঘুমে ঘুম ভাঙে না [১১৭]
- সামাল ভবে ডুবে তরি [১২৪]
- সামাল সামাল ডুবল তরি [৬৯]
- সে কি এমনি মেয়ের মেয়ে [১২৯]
- সে কি শুধু শিবের সতী [৯৭]

- হয় নয় অন্তরে গো রোয়ে [২৩২]
- হয়েছি মা জোর ফরিয়াদি [১৩৮]
- হর ফিরে মাতিয়া, শংকর ফিরে মাতিয়া [২২৩]
- হুংকারে সংগ্রামে ও কে বিরাজে বামা [১৬৫]
- হৃৎকমল – মঞ্চে দোলে করালবদনী শ্যামা [৩৬]
আরও দেখুন:
1 thought on “রামপ্রসাদের গানের সূচি”