রাগ মধুবন্তী বা রাগ অম্বিকা উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে টোড়ি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এটি একটি ক্ষুদ্র প্রকৃতির রাগ। রাগের শ্রী বৃদ্ধির জন্য বিবাদী কোমল নিষাদ ব্যবহার করা হয়। সমপ্রকৃতির রাগ : মুলতানী।
রাগ মধুবন্তী
আরোহণ: ন্স জ্ঞহ্ম প ন র্স
অবরোহণ : র্স ন দ প, হ্মজ্ঞ, ঋস
ঠাট : টোড়ি
জাতি : ঔড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর : ষড়্জ
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : দিবা চতুর্থ প্রহর।
পকড় : ন্স, গহ্মপ, হ্মজ্ঞ রস

আরও দেখুনঃ
1 thought on “রাগ মধুবন্তী”