রাগ ভৈরব বাহার উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে এই রাগকে মিশ্র (ভৈরব কাফি) ঠাটের অন্তর্গত হিসেবে বিবেচনা করা হয়। এই রাগের পূর্বাঙ্গে ভৈরব (সঋগম, পমগমঋ) এবং উত্তরাঙ্গে বাহার (ধণধপমধ ণ র্স) রাগের ছায়া লক্ষ্য করা যায়। এই রাগে মগর, জ্ঞঋস
রাগ ভৈরব বাহার
আরোহণ: সঋ, গমপ, মধণর্স
অবরোহণ : র্স ণধপমগর, জ্ঞঋস, নঋস
ঠাট : মিশ্র (ভৈরব কাফি)
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : মধ্যম
সমবাদী স্বর : ষড়্জ
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : প্রাতঃকাল।
পকড় : ধণধপ, মগর, জ্ঞঋস
তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।
আরও পড়ুন:
1 thought on “রাগ ভৈরব বাহার”