রাগ খট উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে আশাবরী ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এর চলন বক্র এবং প্রকৃতি গম্ভীর। অনেকে এই রাগে উভয় ঋষভ ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে এই রাগটি ভৈরবী ঠাটের হবে।
আরোহণ: স রণ্স, জ্ঞমপ, দণপ, দর্স
রাগ খট
অবরোহণ : র্সণদপ, জ্ঞমরস
ঠাট : আশাবরী
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : ধৈবত
সমবাদী স্বর : গান্ধার
অঙ্গ : উত্তরাঙ্গ।
সময় : দিবা দ্বিতীয় প্রহর।
পকড় : রণ্স, জ্ঞমপ, জ্ঞমরস ।
তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।
আরও পড়ুন:
1 thought on “রাগ খট”