মিলা: ‘সিন্ডিকেট বলে কিছু নেই, প্রতিভা থাকলে ডাকবেই’

দীর্ঘ বিরতির পর আবারও গানে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা। সম্প্রতি তিনি সঞ্জয় সমাদ্দার পরিচালিত ইনসাফ চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন, যেখানে সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।

দেড় দশক আগে সংগীত জগতে দাপুটে অবস্থান তৈরি করেছিলেন মিলা। অডিও অ্যালবাম, স্টেজ শো—সব মাধ্যমেই তিনি ছিলেন সমানভাবে জনপ্রিয়। তবে নানা জটিলতায় গত কয়েক বছরে গানে অনিয়মিত হয়ে পড়েন। এখন আবারও পুরোদমে কাজে ফিরছেন এবং গানে ব্যস্ত থাকার পরিকল্পনার কথা জানাচ্ছেন তিনি।

গানে ফেরার প্রস্তুতি
আগামী ঈদুল আজহায় মিলার একাধিক নতুন গান প্রকাশিত হবে। ঈদুল ফিতরের পর তিনি স্টেজ শো নিয়েও ব্যস্ত হয়ে উঠবেন।

সিন্ডিকেট বিতর্কে মিলার মতামত
বেশ কিছু শিল্পী দাবি করেন, তথাকথিত ‘সিন্ডিকেটের’ কারণে তারা কাজের সুযোগ পান না। তবে মিলা এই বক্তব্যের সঙ্গে একমত নন।

তিনি বলেন, “এখন কেউ যদি বলেন, সুযোগ পাচ্ছেন না সিন্ডিকেটের কারণে, এটা মোটেও বিশ্বাসযোগ্য কথা নয়। আমি মনে করি, কোনো সিন্ডিকেট বলতে কিছু নেই। যার প্রতিভা আছে, তাকে সবাই নেবেই।”

গতকাল বৃহস্পতিবার এক টেলিভিশন চ্যানেলের ভিডিও সাক্ষাৎকারে এবং আজ শুক্রবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে মিলা জানান, অনেকেই মনে করেন, তাদের সব জায়গায় থাকতে হবে, সব গান তাদেরই গাইতে হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। তিনি বলেন, “সব গান তো একজন গাইতে পারেন না!”

সিন্ডিকেট প্রসঙ্গে আরও বলেন, “আমি যখন কাজ করতে চেয়েছি, তখন কাজ করেছি। তখন সবাই আমাকে পছন্দ করেছেন। মাঝখানে আমি নিজে থেকে কাজ করিনি। এখন আবার কাজ করতে চাইছি, তাই করছি।”

তার মতে, কেউ কেউ কাজ না পেলে সিন্ডিকেটকে দায়ী করেন, কিন্তু প্রকৃতপক্ষে যার প্রতিভা আছে, তিনি নিজের জায়গা ঠিকই তৈরি করে নিতে পারেন।

মিলার এই প্রত্যাবর্তন তার ভক্তদের জন্য বড় একটি সুখবর, যারা অনেক দিন ধরেই তার নতুন গানের অপেক্ষায় ছিলেন।