বাঁশি শুনে আর কাজ নাই [ Banshi Shune Aar Kaj Nai ]

বাঁশি শুনে আর কাজ নাই [ Banshi Shune Aar Kaj Nai ]

বাঁশি শুনে আর কাজ নাই [ Banshi Shune Aar Kaj Nai ]
শচীন দেববর্মণ
বাঁশি শুনে আর কাজ নাই গানটি লিখেছেন শচীন দেববর্মণ ।  তিনি  বিংশ শতাব্দীতে ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী । প্রায়শ তাকে এস ডি বর্মণ হিসেবেই উল্লেখ করা হয় ।  তিনি বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তার পুত্র রাহুল দেববর্মণ ভারতের বিখ্যাত সঙ্গীতপরিচালক এবং সুরকার ছিলেন।

 

YaifwwriN4BzRFCyqbslL4 বাঁশি শুনে আর কাজ নাই [ Banshi Shune Aar Kaj Nai ]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বাঁশি শুনে আর কাজ নাই [ Banshi Shune Aar Kaj Nai ]

গীতিকারঃ শচীন দেববর্মণ

বাঁশি শুনে আর কাজ নাই [ Banshi Shune Aar Kaj Nai ]

বাঁশি শুনে আর কাজ নাই

বাঁশি শুনে আর কাজ নাই [ Banshi Shune Aar Kaj Nai ]
শচীন দেববর্মণ
সে যে ডাকাতিয়া বাঁশি
সে যে দিন দুপুরে চুরি করে
রাত্তিরে তো কথা নাই
ডাকাতিয়া বাঁশি

ও শ্রবনে বিষ ঢালে শুধু
বাঁশি পোড়ায় ও প্রাণ গরলে
ঘুচাবো তার নষ্টামি আজ আমি
সপিবো তা অনলে
সে যে দিন দুপুরে চুরি করে
রাত্তিরে তো কথা নাই
ডাকাতিয়া বাঁশি

ও বাঁশেতে ঘুন ধরে যদি
কেন বাঁশিতে ঘুন ধরে না
কত জনায় মরে শুধু
পোড়া বাঁশি কেন ও মরে না
চোরা দিন দুপুরে চুরি করে
রাত্তিরে তো কথা নাই
ডাকাতিয়া বাঁশি ।

শচীন দেববর্মণঃ 

বাঁশি শুনে আর কাজ নাই [ Banshi Shune Aar Kaj Nai ]
শচীন দেববর্মণ
শচীন দেববর্মণ ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী ।  প্রায় একশো বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছুমাত্র লঘু হয়নি। কেবল সঙ্গীতশিল্পী হিসাবে নয়, গীতিকার হিসাবেও তিনি সার্থক ।

তার জন্ম কুমিল্লায়৷ তবে আদিবাস বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যে৷ তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের সন্তান। তিনি তার বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মণের কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন । বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মণ ছিলেন একজন সেতারবাদক এবং ধ্রূপদী সঙ্গীতশিল্পী। তিনিই ছিলেন শচীন দেববর্মণের প্রথম শিক্ষক। ১৯২৫ খ্রিস্টাব্দে হতে ১৯৩০ খ্রিস্টাব্দে তিনি সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দের কাছে সঙ্গীতচর্চা করেন। এরপর তার সঙ্গীত শিক্ষা চলে উস্তাদ বাদল খান এবং বিশ্বদেব চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে। ধ্রূপদী সঙ্গীতের এই শিক্ষা তার মধ্যে সঙ্গীতের মৌলিক জ্ঞান সঞ্চারে গভীর ভূমিকা পালন করে। এই শিক্ষা তার পরবর্তী জীবনের সুর-সাধনায় প্রভাব বিস্তার করেছিল।

 

বাঁশি শুনে আর কাজ নাই [ Banshi Shune Aar Kaj Nai ]
শচীন দেব বর্মন এবং মীরা দেব বর্মন
তিনি ফেব্রুয়ারী ১০, ১৯৩৮ সালে মীরা দেববর্মণ কে বিয়ে করেন ।

এই কিংবদন্তী শিল্পী অক্টোবর ৩১, ১৯৭৫ সালে ৬৯বয়সে মৃত্যুবরণ করেন । 

আরও দেখুনঃ 

একেলা বসে বিরহ বাসে [ Ekela Bose Biroho Base ]