বলি লিরিক্স | Boli lyrics | গানটি গেয়েছেন তানজির তুহিন।
Table of Contents
বলি লিরিক্স | Boli lyrics | Tanzir Tuhin | তানজির তুহিন | 2021
বলি লিরিক্স :
পালিয়ে পালিয়ে পার হওয়া অলিগলি
প্রতি নিঃশ্বাসে বিশ্বাস রক্তের হোলি
শিখে মরতে মরতে বেঁচে থাকা কেবলি
তবু দিন রাতে সময়ের হাতে কে হচ্ছে বলি
তবু দিন রাতে সময়ের হাতে কে হচ্ছে বলি
বলি বলি বলি বলি
কেও পালাবে আসলে যায় নিজে হারিয়ে
কেও ছুটে যায় তার পৃথিবী মায়ায় ফির দারিয়ে
কেও খুজে ঘর ঘর থেকে দুপা বারিয়ে
চোখ অন্মুখ সব সৃতি বেড়াচ্ছে কাকে তারিয়ে
যতদূর চোখ যায় কি কি দেখা যায়
চোখ বুঝলেও কি তুমি খুব অসহায়
স্বপ্নজালে বন্দী হয়ে যাচ্ছ কেবলই
নাকি সপ্নহীন মৃত তুমি সময়ের বলি
শিখে মরতে মরতে বেঁচে থাকা কেবলি
তবু দিন রাতে সময়ের হাতে কে হচ্ছে বলি
তবু দিন রাতে সময়ের হাতে কে হচ্ছে বলি
বলি বলি বলি বলি
Boli lyrics in English :
Paliye paliye par houwa oligoli
Proti Niswase biswas rokter holi
Sikhe morte morte beche thaka keboli
Tobu din raate somoyer hate ke hochche boli
Tobu din raate somoyer hate ke hochche boli
Boli boli boli boli
Keu palabe bole asole jai nije hariye
Keu chute jai tar prithibi mayay fir dariye
Keu khoje ghor ghor theke du pa bariye
Chokh onmukh sob srity berachche kake tariye
Jotodur chokh jay ki ki dekha jay
Chokh bujhleu ki tumi khub osohay
Sopnojale bondi hoye jachcho Keboli
Naki sopnohin mrito tumi somoyer boli
Sikhe morte morte beche thaka keboli
Tobu din raate somoyer hate ke hochche boli
Tobu din raate somoyer hate ke hochche boli
Boli boli boli boli
তানজির তুহিন:
তানজির চৌধুরী তুহিন (জন্ম ২৬ সেপ্টেম্বর ১৯৭৪) বাংলাদেশী সঙ্গীতশিল্পী, গায়ক-গীতিকার, অভিনেতা এবং স্থপতি। তিনি বাংলা রক ব্যান্ড শিরোনামহীনের সাবেক কণ্ঠশিল্পী ছিলেন। ২০১৭ সালে তিনি শিরোনামহীন ত্যাগ করেন। ২০১৮ সালে নতুন ব্যান্ড আভাস গঠন করেন। সঙ্গীতের পাশাপাশি কয়েকটি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন তিনি।
তানজির চৌধুরী তুহিন ১৯৭৪ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের ঢাকায় জন্ম নেন এবং সেখানে তার ছেলেবেলা কাটে। তিনি ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। তুহিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যকলায় স্নাতক অধ্যয়ন করেন।
তুহিন প্রথম কয়েক বছরের জন্যে বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) নজরুল সঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে অধ্যয়ন করেন। তিনি রবীন্দ্রসঙ্গীতেরও তামিল নিয়েছিলেন।[২] যেখানে তার সঙ্গীতগুরুদের মধ্যে ছিলেন ওস্তাদ আখতার সাদমানি, কিরণ চন্দ্র রায়, নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং ওস্তাদ নারায়ণ চন্দ্র বসাক। তুহীন পেশায় একজন স্থপতি।
বাংলা সঙ্গীত বাংলার সহস্রাব্দ প্রাচীন ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সাংগীতিক ঐতিহ্যটিকে নির্দেশ করে। ঐতিহাসিক বাংলা অঞ্চলটি বর্তমানে স্বাধীন বাংলাদেশ ও ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে বিভক্ত। বাংলা ভাষায় রচিত ও বিভিন্ন শৈলীর সুরে সমৃদ্ধ বাংলা সঙ্গীতধারাটি এই উভয় অঞ্চলেই ব্যাপক জনপ্রিয়তার অধিকারী।
বাংলার প্রাচীন সঙ্গীতকলা সংস্কৃত স্তোত্রসঙ্গীত প্রভাবিত। এই সময়কার বৈষ্ণব ভাবাশ্রিত কিছু ধর্মসঙ্গীতিগুলি আজও পূর্ব ভারতীয় মন্দিরগুলিতে গীত হয়। ত্রয়োদশ শতাব্দীতে কবি জয়দেব বিরচিত গীতগোবিন্দম্ এই জাতীয় সঙ্গীতের একটি বিশিষ্ট উদাহরণ। মধ্যযুগে নবাব ও বারো ভূঁইয়া নামে খ্যাত শক্তিশালী ভূস্বামীবর্গের পৃষ্ঠপোষকতায় প্রতিপালিত সঙ্গীতধারায় আবার হিন্দু ও মুসলমান সাংগীতিক রীতির এক অপূর্ব সমন্বয় দেখা যায়।
প্রাচীন ও মধ্যযুগীয় গানগুলির অধিকাংশই ছিল ধর্মীয় সঙ্গীত। মধ্যযুগের প্রথম পাদে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাস, ও বলরামদাস প্রমুখ বৈষ্ণব পদকর্তাগণ রাধা-কৃষ্ণ বিষয়ক গানে জাগতিক ও আধ্যাত্মিক প্রেমচেতনার একটি পার্থক্য দর্শিয়েছেন। আবার মধ্যযুগের শেষ পাদে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ শাক্তপদাবলিকারগণ তাদের গানে ঈশ্বরকে শুদ্ধ মাতৃরূপে বন্দনার কথা বলেছেন। বৈষ্ণব ও শাক্তপদাবলি (শ্যামাসংগীত ও উমাসঙ্গীত) উভয়েরই মূল উপজীব্য হিন্দু ভক্তিবাদ|ভক্তিবাদী দর্শন। বৈষ্ণব সঙ্গীতে যখন জীবাত্মা-পরমাত্মাকেন্দ্রিক প্রেমভক্তির তত্ত্ব প্রচারিত হয়, তখনই শাক্তগানে তন্ত্র ও শুদ্ধা মাতৃবন্দনার এক সম্মিলন গড়ে ওঠে।
আরও দেখুনঃ
1 thought on “বলি লিরিক্স | Boli lyrics | Tanzir Tuhin | তানজির তুহিন | 2021”