প্রশ্ন লিরিক্স : জন্ম: ১লা মার্চ ১৯৫৪ – মৃত্যু: ১২ আগস্ট ২০১০) হলেন একজন বাংলাদেশী কবি, সাহিত্যিক, সংগীত শিল্পী, সুরকার ও গীতিকার।তিনি বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। যিনি ইসলামী ধারায় অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন। তাকে অনেকেই সবুজ জমিনের কবি ও মানবতার কবি বলে থাকেন।
প্রশ্ন লিরিক্স | proshno lyrics | মতিউর রহমান মল্লিক | motiur rahoman mollik
প্রশ্ন লিরিক্স
![প্রশ্ন লিরিক্স | proshno lyrics | মতিউর রহমান মল্লিক | motiur rahoman mollik 3 প্রশ্ন লিরিক্স [ PROSHNO LYRICS ] । মতিউর রহমান মল্লিক । MOTIUR RAHMAN MOLLIK](https://musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-24T042802.020.jpg)
কর্মজীবনে কবি মতিউর রহমান সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক, ‘বিপরীত উচ্চারণ’ সাহিত্য সংকলনও সম্পাদনা করেছেন, মাসিক কলম পত্রিকার সম্পাদক এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের নির্বাহী পরিচালক ছিলেন।
মতিউর রহমান বাংলাদেশের ইসলামী গানের একজন বিখ্যাত কন্ঠশীল্পী। মতিউর রহমান শৈশব থেকেই বিভিন্ন ধরনের সংগঠন গড়ে তুলতে থাকেন।
১৯৭৮ সালে ঢাকায় সমমনা সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গড়ে তোলেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী।
তারপর একে একে তার অনুপ্রেরণায় বাংলাদেশের শহর, নগর, গ্রাম, গঞ্জ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসায় গড়ে ওঠে একই ধারার অসংখ্য সাংস্কৃতিক সংগঠন।
শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ, আসামসহ বিশ্বের যেখানেই বাংলাভাষাভাষী মুসলমান রয়েছে সেখানেই গড়ে উঠেছে একই ধারার বহু সাংস্কৃতিক সংগঠন।
আরও দেখুনঃ
- সখী তোরা প্রেম করিও না লিরিক্স | Sokhi Tora Prem Korio Na Lyrics । শিউলি সরকার । Shiuly Sarker
- বাঁশি কেন গায় লিরিক্স | Banshi Keno Gay Lyrics | লতা মঙ্গেশকর | Lata Mangeshkar
- বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় লিরিক্স | Bondhu tomay a gan shonabo bikel belay lyrics | চন্দ্রবিন্দু
- আয় বড় পীর আব্দুল কাদের লিরিক্স | ay boro pir abdul kader lyrics | জহির পাগলা
- ধিতাং ধিতাং বোলে লিরিক্স | Dhitang Dhitang Bole Lyrics | Hemanta Mukhopadhyay