Site icon Music Gurukul [ সঙ্গীত গুরুকুল ] GOLN

প্রথমবারের মতো বাংলাদেশে গান গাইবেন পাকিস্তানের আইমা বেগ

আইমা বেগ

আইমা বেগ

প্রখ্যাত পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন। আগামী ১২ এপ্রিল রাজধানীর সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ কনসার্টে তিনি গান পরিবেশন করবেন। এ আয়োজনের পেছনে রয়েছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

শনিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান কনসার্টে আইমার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

ইয়ামাহা মিউজিকের জ্যেষ্ঠ নির্বাহী আল শাহরিয়ার জানান, ‘ওয়ান ট্রু সাউন্ড’ ব্যানারে নিয়মিতভাবে দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজন করা হয়। তবে এবার এটি আরও বড় পরিসরে হচ্ছে। আইমার সঙ্গে বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় শিল্পীও অংশ নেবেন। শিগগিরই টিকিট সংক্রান্ত তথ্যসহ বিস্তারিত জানানো হবে।

আইমা বেগের সংগীত ক্যারিয়ার

২০১৬ সালে পাকিস্তানি চলচ্চিত্র লাহোর সে আগে দিয়ে প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেন আইমা। প্রথম চলচ্চিত্রেই তিনটি গানে কণ্ঠ দিয়ে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন।

তার গাওয়া কালাবাজ দিল গানটি ব্যাপক প্রশংসিত হয় এবং এটি তাকে লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ও গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার এনে দেয়। এরপর সাত দিন মোহাব্বত ইন, দ্য ডাংকি কিং, কাফ কাঙ্গনাবাজি চলচ্চিত্রের গানেও তার কণ্ঠ প্রশংসিত হয়।

আইমা বেগ কোক স্টুডিও পাকিস্তানের ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের তিনটি মৌসুমে গান গেয়েছেন। এছাড়া, ২০২২ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৭ম আসরের থিম সং আগে দেখ গানটি গেয়েছেন আতিফ আসলামের সঙ্গে। গত বছর আলী জাফরের সঙ্গে খুল কে খেল থিম সংয়েও কণ্ঠ দেন তিনি।

বাংলাদেশে তার প্রথম লাইভ কনসার্ট নিয়ে দর্শক-শ্রোতাদের মধ্যে ইতিমধ্যে উত্তেজনা দেখা গেছে। সংগীতপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন তার মনোমুগ্ধকর পরিবেশনার জন্য।

Exit mobile version