ষোড়শ শতাব্দীর সঙ্গীতাকাশে পণ্ডিত রামামাত্য একটি উজ্জ্বল জ্যোতিষ্ক। তিনি বিষয়নগরের অধিবাসী ছিলেন এবং তাঁহার পিতা ভিমরাজ বিজয়নগরের রাজা সদাশিব রায়ের প্রধান মন্ত্রী ছিলেন। রাজা সদাশিব রায়ের রাজত্বকাল ধরা হয় আনুমানিক ১৫৪২ হইতে ১৫৬৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ।
পণ্ডিত রামামাত্য । শিল্পী জীবনী
তৎকালে বিজয়নগর শিক্ষা, সঙ্গীত ও সংস্কৃতির পীঠস্থান ছিল। তাহাছাড়া রাজা সদাশিব রায় বংশপরম্পরায় সঙ্গীতে বিশেষ অনুরক্ত ছিলেন। ফলে রাজার প্রেরণায় ও আনুকূল্যে রামামাত্য সঙ্গীত জগতে নিজেকে প্রতিষ্ঠিত করিতে সুযোগ পান।

তাঁর বিশেষ নিষ্ঠা ও প্রাচীন সঙ্গীত তত্ত্ব ও তথ্য পূর্ণ গ্রন্থাদি পঠন পাঠনের মধ্য দিয়া পরবর্তীকালে তিনি নিজে “স্বরমেল” নামক গ্রন্থ রচনা করেন। রাজার কাছ হইতে আমাত্য উপাধিতে ভূষিত হওয়ার পর রাম+আমাত্য অর্থাৎ রামামাত্য নামে পরিচিত হন। এই গ্রন্থটি আনুমানিক ১৫৫০ খ্রীস্টাব্দে সংস্কৃত ভাষায় সৃষ্ট হয়। ষোড়শ শতাব্দীর শেষার্থে তাঁহার দেহাবসান ঘটে।
আরও দেখুনঃ