খুরজা ঘরানা [ Khurja Gharana ]: অষ্টাদশ শতকের প্রথমার্ধে তৎকালীন খ্যাতনামা সংগীতজ্ঞ ওস্তাদ যোধে খাঁ খুরজাতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাঁর প্রবর্তিত সংগীতশৈলী ‘খুরজা ঘরানা’ নামে সমৃদ্ধি লাভ করে। ওস্তাদ যোধে খা সাহেবের পুত্র ওস্তাদ ইমাম খাঁ এবং নাতি ওস্তাদ গুলাম হোসেন খাঁর চৌকস ও নন্দিত গায়কির নৈপুণ্যে খুরজা ঘরানা বিশেষ জনপ্রিয়তা অর্জন করে।

ওস্তাদ গুলাম হোসেন খাঁর জ্যেষ্ঠ পুত্র জহুর খাঁ এবং কনিষ্ঠ পুত্র গুলাম হায়দার খাঁ ওরফে মুন্সি গফুর বখস কুশলী সেতারশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। ওস্তাদ জহুর খাঁ সাহেবের পুত্র ওস্তাদ আল্লাফ হোসেন খাঁ খুরজা-ঘরানার সুবিখ্যাত গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন।
তাঁর পুত্রদের মধ্যে শিল্পী মুহম্মদ ওয়াহিদ খাঁ এবং শিল্পী আহম্মদ খাঁ বিশেষ খ্যাতি অর্জন করেন। এই ভ্রাতৃদ্বয় ১৯৭১ খ্রিষ্টাব্দে ভারত থেকে পাকিস্তানে চলে যান। পরবর্তীকালে তাঁরা সেখানেই স্থায়ীভাবে বসবাস করতে থাকেন এবং খুরজা-ঘরানার প্রচার ও প্রসারে ব্রতী হন। বংশপরম্পরায় খুরজা-ঘরানার মূলধারা এগিয়ে গেলেও ওস্তাদ মুহম্মদ ওয়াহিদ খাঁ এবং ওস্তাদ আহম্মদ খাঁ সাহেবের মাধ্যমেও বহু শিষ্য ও প্রশিষ্য সৃষ্টি হয়। পূর্বপুরুষদের চলমান প্রবাহে এই ঘরানার সংগীতশৈলী এখনো স্বমহিমায় বহমান রয়েছে।
How many of indian classical music lovers and artists know about “Khurja ‘Noharbani’ Gharana” ?
A Gharana of Ustad Altaf Hussain Khan Saheb who was one of the initial recipients of Sangeet Natak Akademi Award in 1960 by Dr. Rajendra Prasad ‘the first president of India’.

Many of other big legends received SNA award after him. (See the list in attached Photograph). He died in 1964.
This Gharana was half migrated into Pakistan during partition but still its roots and family are here. It has been very unfortunate to see that neither it was discussed in any platform nor included in any book written on the north indian classical music and its Gharanas by the musicologists.
More about Khurja Gharana and How I belong to this Gharana, I will write in my next post soon!!
Arfa Khanum Yousuf Khan Nizami Bushra Khanum

খুরজা ঘরানার বৈশিষ্ট্য [ Speciality of Khurja Gharana ]:
- অসাধারণ নৈপুণ্যে তান প্রয়োগ
- রাগের প্রাণসঞ্চারে বিশেষ কুশলতা
- তিন সপ্তকেই সহজ গমনাগমন
- কাওয়ালির ঢঙের সুদক্ষ প্রয়োগ
- উদাত্ত কণ্ঠস্বর
আরও দেখুন:
1 thought on “খুরজা ঘরানা | গীত ঘরানা, কণ্ঠশিল্পী বা গানের ঘরানা | সঙ্গীতের ঘরানা”