আমাদের আলোচ্য বিষয়ঃ কলকাতাবাসীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ
সঙ্গীত গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সঙ্গীত খাতের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিষয় : যেভাবে তৈরি হলো কোক স্টুডিও বাংলা এর নতুন গান ‘মুড়ির টিন’, কৈলাশ খেরকে বোতল ছুড়লেন দর্শকরা, ফের বিদ্রুপের শিকার রূপঙ্কর, চাঁদপুর মাতালেন নচিকেতা, কলকাতাবাসীর কাছে ক্ষমা চাইলেনঅরিজিৎ , কেন?, সেলফি তুলতে বাধা দেয়ায় সোনু নিগমের ওপর হামলা,সংগীতশিল্পী বিজয় কিচলু আর নেই।
Table of Contents
কলকাতাবাসীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ । সারা সপ্তাহের খবর
যেভাবে তৈরি হলো কোক স্টুডিও বাংলা এর নতুন গান ‘মুড়ির টিন’
কোক স্টুডিও বাংলা সিজন টুর প্রথম গান ‘মুড়ির টিন’। ১৪ ফেব্রুয়ারি ইউটিউব চ্যানেল গানটি প্রকাশ হওয়ার পর থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লেখা হয়েছে গানের মূল অংশ। এর সঙ্গে যুক্ত হয়েছে সিলেট ও খুলনার ভাষায় র্যাপ। এ কয় দিনেই গানটির ইউটিউবে দর্শক কয়েক লাখ। বাস, বাসযাত্রী, ড্রাইভার, হেল্পার মিলিয়ে বাসযাত্রার একটা চিত্র উঠে এসেছে এ গানে। পাশাপাশি চমৎকার সংগীতায়োজন, নানা ধরনের সংগীতযন্ত্র যুক্ত করায় এটি হয়ে উঠেছে বেশ উপভোগ্য। গানটির ভিডিও নির্মাণের পেছনে রয়েছে চমৎকার সব গল্প।
মুড়ির টিন গানের সহশিল্পীরা প্রতি মুহূর্তে আঞ্চলিক ভাষার অনুশীলন করেছেন। এটা সবার জন্য চমৎকার এবং অনন্য অভিজ্ঞতা বলেই তাঁরা মনে করেন। কোক স্টুডিও বাংলার কল্যাণে এমন চমকপ্রদ গানে অংশগ্রহণের মাধ্যমে দর্শক–শ্রোতার মনে ঠাঁই করে নেওয়ার সুযোগ পেয়ে নিজেদের সৌভাগ্যবান মনে করেন সংশ্লিষ্টরা।
কৈলাশ খেরকে বোতল ছুড়লেন দর্শকরা
দক্ষিণ ভারতের কর্ণাটকে গান গাইতে গিয়ে আক্রান্ত হয়েছেন বলিউডের গায়ক কৈলাশ খের।
গতকাল রোববার রাতে সেখানকার বিজয়নাগারা জেলায় হ্যাম্পি উৎসবের সমাপনী আয়োজনে গান পরিবেশনের সময় তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়েছেন কজন দর্শক।
জানা যায়, গানের পরিবেশনের মাঝে আকস্মিকভাবে পাশে একটি বোতল আছড়ে পড়ে কৈলাশের পাশে। তখন আয়োজকের একজন এসে বোতলটি সরিয়ে নেন।
ফের বিদ্রুপের শিকার রূপঙ্কর
বিতর্ক যেন পিছু ছাড়ছে না রূপঙ্কর বাগচির। বরং সুযোগ পেলেই বেফাঁস মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রলড হচ্ছেন এই শিল্পীকে। এবার অরিজিৎ সিং-এর ছবিতে মন্তব্য করে বিদ্রুপের শিকার রূপঙ্কর বাগচি। কেকে সম্পর্কে রূপঙ্কর বলেছিলেন, ‘হু ইজ কেকে, ম্যান’, এবার তার মন্তব্যের নিচে নেটিজেনরা লিখল: ‘হু ইজ অরিজিৎ সিং, ম্যান?’
ট্রলারদের এই আক্রমণ নিয়ে কী প্রতিক্রিয়া রূপঙ্করের। এক সংবাদমাধ্যমকে জানান সে প্রসঙ্গে কোনো কথা বলবেন না। বিষয়টা উপেক্ষা করছেন। বলা যায় নেতিবাচক প্রতিক্রিয়াকে পাত্তা দিতে চাইছিলেন না রূপঙ্কর, কিন্তু সবকিছু কি ভুলে যাওয়া এতই সহজ? নেটপাড়ায় সবাই শিল্পীকে আক্রমণ করেছেন তা নয়, কেউ কেউ অবশ্য রূপঙ্করের পাশে দাঁড়িয়ে লেখেন: ‘পুরোনো ভুলের জন্য বারবার কাউকে আক্রমণ করা উচিত নয়।’
চাঁদপুর মাতালেন নচিকেতা
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি সংগীতশিল্পী নচিকেতাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। এ সময় চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ অনেকে উপস্থিত ছিলেন।
নচিকেতা ছাড়াও এদিন দেশের বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড সংগীত পরিবেশন করে। এর আগের দিন একই মঞ্চে সংগীত পরিবেশন করেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন।
কলকাতাবাসীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ , কেন?
শিবরাত্রির দিন তিলোত্তমা শহর কলকাতা মজেছিল অরিজিৎ সিং-এর গানে। একের পর এক গান করে দর্শক মাতিয়েছিলেন তিনি। গানের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন। তবে এতকিছুর পরও হঠাৎ সবার কাছে ক্ষমা চেয়েছেন অরিজিৎ সিং।
বুধবার (২২ ফেব্রুয়ারি) অরিজিৎ ফেসবুকে লিখেছেন, ‘আমি দুঃখিত যে আপনাদের নিজেদের গাড়িগুলি প্রায় ১ কিমি দূরে পার্ক করতে হয়েছিল এবং অনুষ্ঠানস্থলে হেঁটে আসতে হয়েছিল। আমি দুঃখিত যে আপনাকে অস্বাস্থ্যকর জায়গা এবং মশার কামড় সহ্য করতে হয়েছিল। আমি দুঃখিত কিছু স্বেচ্ছাসেবক কিছু লোকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যেন তাদের এমন কর্তৃত্ব আছে।’
‘আমি দুঃখিত আপনাদের মধ্যে অনেকেই সময়মতো ভিতরে আসতে পারেননি। কারণ, কিছু লোক হ্যান্ডব্যান্ডের জন্য সাহায্য করেনি সঠিকভাবে (এটি অনেকের কাছেই নতুন ছিল)। দুঃখিত যে আপনাদের নিজেদেরই তা সমাধান করতে হয়েছে। কিন্তু তবুও আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি বিনীত। আমার হৃদয়জোড়া ভালোবাসা। আমি চেষ্টা করব পরের বার এর থেকে বেশি ভালো অভিজ্ঞতা যাতে সকলকে দিতে পারি। সবাই ভালো থাকবেন।’
সেলফি তুলতে বাধা দেয়ায় সোনু নিগমের ওপর হামলা
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম হামলার শিকার হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ের চেম্বুরে কনসার্ট শেষ করে মঞ্চ থেকে নামার সময় দুই ব্যক্তি জোর করে সেলফি তোলার চেষ্টা করলে গায়কের নিরাপত্তারক্ষী তাদের বাধা দেয়। এ সময় ক্ষিপ্ত হয়ে সোনু নিগমের ওপর হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরে সোনু নিগম চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে গায়ক জানিয়েছেন, হামলাকারী ব্যক্তি বিধায়ক প্রকাশ ফাতার্পেকারজির ছেলে স্বপ্নীল। অভিযুক্ত নিজেই অনুষ্ঠানের অন্যতম আয়োজক। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোনু নিগম কনসার্ট শেষ করে মঞ্চ থেকে নামার সময় দুই ব্যক্তি জোর করে সেলফি তোলার চেষ্টা করেন।
গায়কের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১, ৩৩৭ ধারায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে মুম্বাই পুলিশ। খুব শিগগির স্বপ্নীলকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার।

সংগীতশিল্পী বিজয় কিচলু আর নেই
চিকিৎসা শুরুর আগেই সন্ধ্যা ৬টা ২০ নাগাদ কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় শিল্পীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান শিল্পী বিজয় কিচলু। খবর নিউজ১৮ এর।
তার কোমর্বিডিটি, হার্টের সমস্যা এবং নিউমোনিয়ার সমস্যা ছিল। ২০২৩ সালের জানুয়ারি মাসে হৃদ্জনিত সমস্যা নিয়ে দুই সপ্তাহের জন্য এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন তিনি।
১৯৩০ সালে উত্তরাখণ্ডের আলমোরায় জন্ম পণ্ডিত বিজয় কিচলুর। প্রথমে নাথুরাম শর্মার কাছে তালিম নেন তিনি। তারপর মইনুদ্দিন দাগর ও আলিমুদ্দিন দাগরের শিষ্যত্ব গ্রহণ করেন। আগ্রা ঘরানার সংগীতেরও প্রশিক্ষণ নেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীপ্রাপ্ত এই শিল্পী।
আরও দেখুনঃ