Site icon Music Gurukul [ সঙ্গীত গুরুকুল ] GOLN

কিরানা ঘরানা | গীত ঘরানা, কণ্ঠশিল্পী বা গানের ঘরানা

Abdul Karim Khan, Founder of Kirana Gharana, Source-Picture, This work is in the public domain in India because its term of copyright has expired.

Abdul Karim Khan, Founder of Kirana Gharana, Source-Picture, This work is in the public domain in India because its term of copyright has expired.

কিরানা ঘরানা [ Kirana Gharana ] : বিখ্যাত বীণাশিল্পী ওস্তাদ বন্দে আলী খাঁ হলেন ‘কিরানা ঘরানা’র প্রবর্তক। ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশকে তাঁর জন্ম হয় বলে অনেক সংগীতগুণীজন মনে করেন। এই ঘরানাকে সমৃদ্ধ ও জনপ্রিয় করে তোলেন খ্যাতনামা সংগীতজ্ঞ ওস্তাদ আব্দুল করিম খাঁ এবং ওস্তাদ আব্দুল বদিদ খাঁ। কিরানা ঘরানার অন্যতম শিল্পী ছিলেন ওস্তাদ আব্দুল করিম খাঁ সাহেবের তিন খ্যাতিমান সহোদর আব্দুল হক, আব্দুল গনি ও আব্দুল মজিদ খাঁ। ওস্তাদ আব্দুল করিম খাঁর শিষ্য সওয়াই গন্ধর্ভ ও সুরেশ বাবু এই ঘরানার গায়ক হিসেবে অসামান্য সুখ্যাতি অর্জন করেছিলেন।

ওস্তাদ আব্দুল করিম খান [ Ustad Abdul Karim Khan ]
এই ঘরানার শিল্পীবৃন্দের স্বাতন্ত্র্যপূর্ণ গায়নশৈলীতে রাগরূপ প্রকাশে বিশেষ দক্ষতা পরিস্ফুটিত হয়। আলাপ প্রক্রিয়ায় এক একটি স্বর নিয়ে শিল্পীবৃন্দ রাগের ভাবরূপটি অত্যন্ত চমৎকারিত্বের সঙ্গে ফুটিয়ে তোলেন। কিরানা ঘরানার ধারক ও বাহক গুণীজনদের মধ্যে ওস্তাদ রজ্জব আলী খাঁ, ওস্তাদ আমির খা, ওস্তাদ ওয়াহেদ খাঁ, বহরে বুয়া, ভীমসেন যোশি, শ্রীমতি হীরা বাঈ বরোদকার, শ্রীমতি গাঙ্গু বাঈ হাঙ্গল, রোশনারা বেগম, শ্রীমতি সরস্বতী বাঈ রানে প্রমুখ সংগীতকুশলী বিশেষ নৈপুণ্যের মধ্য দিয়ে এর ঐতিহ্য রক্ষা করেছেন।

কিরানা ঘরানার বৈশিষ্ট্য [ Speciality of Kirana Gharana ] :

 

 

কিরানা ঘরানার বিশিষ্ট গায়ক:

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আরও দেখুন:

Exit mobile version