[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

কিরানা ঘরানা | গীত ঘরানা, কণ্ঠশিল্পী বা গানের ঘরানা

কিরানা ঘরানা [ Kirana Gharana ] : বিখ্যাত বীণাশিল্পী ওস্তাদ বন্দে আলী খাঁ হলেন ‘কিরানা ঘরানা’র প্রবর্তক। ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশকে তাঁর জন্ম হয় বলে অনেক সংগীতগুণীজন মনে করেন। এই ঘরানাকে সমৃদ্ধ ও জনপ্রিয় করে তোলেন খ্যাতনামা সংগীতজ্ঞ ওস্তাদ আব্দুল করিম খাঁ এবং ওস্তাদ আব্দুল বদিদ খাঁ। কিরানা ঘরানার অন্যতম শিল্পী ছিলেন ওস্তাদ আব্দুল করিম খাঁ সাহেবের তিন খ্যাতিমান সহোদর আব্দুল হক, আব্দুল গনি ও আব্দুল মজিদ খাঁ। ওস্তাদ আব্দুল করিম খাঁর শিষ্য সওয়াই গন্ধর্ভ ও সুরেশ বাবু এই ঘরানার গায়ক হিসেবে অসামান্য সুখ্যাতি অর্জন করেছিলেন।

কিরানা ঘরানা | গীত ঘরানা, কণ্ঠশিল্পী বা গানের ঘরানা - ওস্তাদ আব্দুল করিম খান [ Ustad Abdul Karim Khan ]
ওস্তাদ আব্দুল করিম খান [ Ustad Abdul Karim Khan ]
এই ঘরানার শিল্পীবৃন্দের স্বাতন্ত্র্যপূর্ণ গায়নশৈলীতে রাগরূপ প্রকাশে বিশেষ দক্ষতা পরিস্ফুটিত হয়। আলাপ প্রক্রিয়ায় এক একটি স্বর নিয়ে শিল্পীবৃন্দ রাগের ভাবরূপটি অত্যন্ত চমৎকারিত্বের সঙ্গে ফুটিয়ে তোলেন। কিরানা ঘরানার ধারক ও বাহক গুণীজনদের মধ্যে ওস্তাদ রজ্জব আলী খাঁ, ওস্তাদ আমির খা, ওস্তাদ ওয়াহেদ খাঁ, বহরে বুয়া, ভীমসেন যোশি, শ্রীমতি হীরা বাঈ বরোদকার, শ্রীমতি গাঙ্গু বাঈ হাঙ্গল, রোশনারা বেগম, শ্রীমতি সরস্বতী বাঈ রানে প্রমুখ সংগীতকুশলী বিশেষ নৈপুণ্যের মধ্য দিয়ে এর ঐতিহ্য রক্ষা করেছেন।

Music Gurukul logo of Gurukul Online Learning Network 350X70 V.02

কিরানা ঘরানার বৈশিষ্ট্য [ Speciality of Kirana Gharana ] :

  • রাগ-রূপ বিস্তারে অসামান্য দক্ষতা ও বৈশিষ্ট্যপূর্ণ ঠুংরি গায়ন
  • মনোরঞ্জক ‘সরগ’-এর প্রয়োগ
  • রাগের ভাবমূর্তি প্রতিষ্ঠা তথা প্রাণসঞ্চারে বিশেষ প্রবণতা
  • সুষম লয় ও পরিচ্ছন্ন বিস্তার
  • তিন সপ্তকেই সহজ যাতায়াত।

 

Music Gurukul logo of Gurukul Online Learning Network 350X70 V.02

 

কিরানা ঘরানার বিশিষ্ট গায়ক:

  • আব্দুল করিম খান (1872-1937), ঘরানার প্রতিষ্ঠাতা
  • আব্দুল ওয়াহিদ খান (1885-1949), আব্দুল করিম খানের চাচাতো ভাই এবং ঘরানার সহ-প্রতিষ্ঠাতা
  • আশিক আলী খান (1948-1999)
  • “গর্ব গন্ধর্ব” পন্ডিত বিশ্বনাথবুওয়া যাদব (1885–1964), আব্দুল করিম খানের সরাসরি শিষ্য।
  • সওয়াই গন্ধর্ব (1886-1952), আবদুল করিম খানের শিষ্য।
  • সুরেশবাবু মানে (1902-1953), আবদুল করিম খানের ছেলে এবং শিষ্যও আবদুল ওয়াহিদ খানের কাছ থেকে শিখেছিলেন।
  • আবদুল করিম খানের কন্যা হীরাবাই বারোদেকর (1905-1989), আবদুল ওয়াহিদ খানের কাছ থেকেও শিখেছিলেন।
  • সরস্বতী রানে (1913-2006), সুরেশবাবু মানে এবং হীরাবাই বদোদেকরের ভাই এবং শিষ্য।
  • গাঙ্গুবাই হাঙ্গল (1913-2009), সওয়াই গন্ধর্বের শিষ্য।
  • পণ্ডিত বাবুরাও বিশ্বনাথবুওয়া যাদব (1915-1976) পুত্র এবং পণ্ডিত বিশ্বনাথবুওয়া যাদবের সরাসরি শিষ্য এবং ওস্তাদ আবদুল করিম খানের সরাসরি শিষ্য।
  • রওশন আরা বেগম (1917-1982), আবদুল করিম খানের শিষ্য ও আত্মীয়ও ছিলেন
  • ফিরোজ দস্তুর (1919-2008), সাওয়াই গন্ধর্বের শিষ্য
  • পন্ডিত রাজারাম বিশ্বনাথবুওয়া যাদব (1921-1976) পুত্র এবং পণ্ডিত বিশ্বনাথবুওয়া যাদবের সরাসরি শিষ্য এবং এছাড়াও ওস্তাদ আব্দুল করিম খানের সরাসরি শিষ্য।
  • পন্ডিত বিশ্বনাথ, 1957 – বর্তমান, পন্ডিতের শিষ্য। মণি প্রসাদ জি এবং পন্ডিত ভাই জগন্নাথ জি, মিরাট শেহনাই ঘরানার শেহনাই ভাদক
  • ভীমসেন জোশী (1922-2011), সাওয়াই গন্ধরবের শিষ্য
  • শ্রীমতী শকুন্তলারাজে রাজারাম যাদব (1923-2004) পণ্ডিত রাজারাম বিশ্বনাথবুওয়া যাদবের স্ত্রী এবং শিষ্য এবং এছাড়াও হর শ্বশুর “গর্ব গন্ধর্ব” পণ্ডিত বিশ্বনাথবুওয়া যাদবের সরাসরি শিষ্য
  • অধ্যাপক তেজ বাহাদুর সাহনি (1936-2012) বি এন দত্ত লাহোরওয়ালের শিষ্য
  • বাসভরাজ রাজগুরু (1917-1991), পঞ্চাক্ষর গাওয়াই, সুরেশবাবু মানে এবং আবদুল ওয়াহিদ খানের শিষ্য
  • মাধব গুড়ি (1941-2011), ভীমসেন জোশীর শিষ্য
  • মাশকুর আলী খান (1957-বর্তমান), শাকুর খানের শিষ্য
  • নাগরাজ রাও হাভালদার, মাধব গুড়ির শিষ্য
  • জয়তীর্থ মেভুন্দি, শ্রীপতি পদিগারের শিষ্য
  • মানিক ভার্মা (1920-1996), সুরেশবাবু মানে এবং হীরাবাই বারোদেকরের শিষ্য, অন্যান্য ঘরানায়ও শিখেছিলেন
    ফিরোজ দস্তুরের শিষ্য মিলিন্দ চিত্তল
  • প্রভা আত্রে (জন্ম 13 সেপ্টেম্বর 1932), সুরেশবাবু মানে এবং হীরাবাই বারোদেকরের শিষ্য
  • মাশকুর আলী খানের শিষ্য সংহিতা নন্দী
  • মাশকুর আলী খান ও মোবারক আলী খানের শিষ্য সন্দীপ ভট্টাচার্য
  • সুমিত্রা গুহ, এ. কাননের শিষ্য
  • শ্রীপতি পদিগার ও জয়তীর্থ মেভুন্দির শিষ্য বলচন্দ্র প্রভু
  • গিরিশ সাঞ্জগিরি
  • মোঃ ড্যানিশ
  • মণি প্রসাদ (জন্ম 1930)
  • রফিক আহমেদ খান (সারঙ্গী)
  • নাগনাথ ওডেয়ার (জন্ম 1944)
  • পণ্ডিত প্রাণ নাথ।
  • কৈবল্য কুমার গুরভ
  • ছান্নুলাল মিশ্র
  • পণ্ডিত হরিশ তিওয়ারি
  • পন্ডিত অরুণ ভাদুড়ী, পন্ডিত এ কানন ও আবু দাউদ খানের শিষ্য
  • শিরিন সেনগুপ্ত নাথ, পন্ডিত এ কানন এবং পন্ডিত অরুণ ভাদুড়ীর শিষ্য
  • পন্ডিত বালকৃষ্ণবুওয়া কপিলেশ্বরী (1896-1982), ওস্তাদ আব্দুল করিম খানের প্রবীণ শিষ্য
  • পণ্ডিত চন্দ্রকান্ত কপিলেশ্বরী (1935 – বর্তমান), পণ্ডিত বালকৃষ্ণবুয়া কপিলেশ্বরীর শিষ্য
  • শ্রী রানী মাদালসা (1957 – বর্তমান), পন্ডিত চন্দ্রকান্ত কপিলেশ্বরীর কানাডিয়ান শিষ্য

 

YaifwwriN4BzRFCyqbslL4 কিরানা ঘরানা | গীত ঘরানা, কণ্ঠশিল্পী বা গানের ঘরানা
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আরও দেখুন:

1 thought on “কিরানা ঘরানা | গীত ঘরানা, কণ্ঠশিল্পী বা গানের ঘরানা”

Leave a Comment