সঙ্গীত গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। এক ভিডিওতেই ভাইরাল বুবলী খবর দিয়ে শুরু করছি সঙ্গীত খাতের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
সারা সপ্তাহের খবর
ষষ্ঠ সন্তানের বাবা ৬৩ বছর বয়সী গায়ক
ষষ্ঠ সন্তানের বাবা হলেন মালয়েশিয়ার পপ গায়ক জামাল আবদিল্লাহ। গত শুক্রবার কুয়ালালামপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে। খবর হারিয়ানা মেট্রোর ৬৩ বছর বয়সী জামাল আবদিল্লাহ জানান, চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের সন্তানের জন্ম হয়েছে। নবজাতক ও স্ত্রী—দুজনই সুস্থ আছেন। বাচ্চার ওজন ২ দশমিক ৯৪ কিলোগ্রাম।
এক ভিডিওতেই ভাইরাল বুবলী
মুক্তির অপেক্ষায় থাকা ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার গান ‘কথা আছে’র তালে ঠোঁট মিলিয়ে ও র্যাপ ভঙ্গিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন সিনেমাটির অভিনেত্রী শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ‘ভাইরাল’ হয়েছে বুবলীর ভিডিওটি। শুক্রবার বিকেল পর্যন্ত ২২ ঘণ্টার ব্যবধানে ভিডিওতে লাইক পড়েছে ১ লাখ ৬ হাজার, মন্তব্য এসেছে ১১ হাজার, শেয়ার হয়েছে প্রায় ২ হাজার। এ সময়ের মধ্যে ভিডিওটি দেখেছেন ১৭ লাখ মানুষ।
আবার গানে ফেতর এলো বিটিএস
বিরতি নেওয়ার ১১ মাস পর একসঙ্গে গানে ফিরল বিশ্বজুড়ে আলোচিত ব্যান্ড বিটিএস। মুক্তির অপেক্ষায় থাকা ত্রিমাত্রিক অ্যানিমেশন সিনেমা ‘বাস্টিউনস’–এর সূচনা সংগীতে পাওয়া যাবে জিন, সুগা, জে–হোপসহ বিটিএসের সব সদস্যকে।
ইন্দ্রানী সেনের সঙ্গে গাইলেন তার ছেলে
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ইন্দ্রানী সেনের সঙ্গে মৌলিক বাংলা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের শিল্পী সমরজিৎ রায়। বাংলাদেশের গীতিকবি শাকির দেওয়ানের লেখা মা ও ছেলেকে নিয়ে গাওয়া গানটির সুর, সংগীতায়োজন ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ রায় নিজেই।

তাহসান খানের বাবা আর নেই
তিন মাস আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় গায়ক তাহসান খানের বাবা সানাউর রহমান খানের। সঙ্গে সঙ্গেই তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সময় বাবার পাশে থাকার চেষ্টা করেছেন এই গায়ক। সর্বশেষ সাত দিন আগেও জানিয়েছিলেন, তাঁর বাবার শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। ইফতারের পরেই তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। তাহসান জানান, হাসপাতালে নেওয়ার পথেই ১৩ এপ্রিল রাত আটটার দিকে তাঁর বাবা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বব ডিলান এর চরিত্রে দেখা যাবে টিমোথি শ্যালামে কে
বব ডিলান এক জনপ্রিয় নোবেল পুরস্কার প্রাপ্ত গীতিকবি, তার জীবন অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র। আর বায়োপিকে তাঁর চরিত্রটি করবেন এ সময়ের জনপ্রিয় তারকা টিমোথি শ্যালামে। পরিচালক এ-ও জানান, চলতি বছরের আগস্টেই শুরু হবে ছবিটির শুটিং। নিঃসন্দেহে বব ডিলানের বায়োপিকটি হতে যাচ্ছে ২৭ বছর বয়সী শ্যালামের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
দুই মাসের জন্য যুক্তরাষ্ট্রে চিরকুট
সপ্তাহ তিনেক আগ পর্যন্ত ভীষণ ব্যস্ত সময় পার করেছেন চিরকুট সদস্যরা। দেশের আনাচকানাচে বিভিন্ন মঞ্চে গানে গানে মাতিয়েছে দলটি। ঈদের সপ্তাহ দু-একের মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিচ্ছে দলটি। সেখানে তারা থাকবে টানা দুই মাস। গান শোনাতে দেশটিতে আমন্ত্রণ পাওয়ার খবরে দলের সদস্যরাও আনন্দিত।
প্রিন্স মাহমুদের সুরে মিজান
১৯৯৫ সাল থেকে প্রতি ঈদে প্রিন্স মাহমুদের সুরে গান প্রকাশিত হয়ে আসছে। একটা সময় অ্যালবাম আকারে বের হতো আর এখন হচ্ছে একটি করে গান। সেই ধারাবাহিকতায় প্রিন্স মাহমুদের সুরে এবার আসছে মিজানের গাওয়া গান। এরই মধ্যে ‘এমন হয়নি আগে’ শিরোনামের গানটির রেকর্ডিং হয়ে গেছে। কাল থেকে টানা দুদিন গানের ভিডিওচিত্রের শুটিং হবে।
আরও পড়ুনঃ
1 thought on “এক ভিডিওতেই ভাইরাল বুবলী | সারা সপ্তাহের খবর”