ইমন সাহা একজন বাংলাদেশী সুরকার এবং সঙ্গীতশিল্পী। তিনি বাংলা টেকনো, লোকগীতি ও চলচ্চিত্রের গানের জন্য সমধিক পরিচিত। ২০১৩ সালে ‘কুসুম কুসুম প্রেম’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
Table of Contents
প্রাথমিক জীবন
ইমন ১৬ অক্টোবর (সাল জানা নেই) ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সত্য সাহা, যিনি একজন বিখ্যাত সুরকার ও লোক সঙ্গীত শিল্পী ও বাংলা চলচ্চিত্রের সংগীত পরিচালক। তার মায়ের নাম রমলা সাহা, যিনি একজন চলচ্চিত্র প্রযোজক ছিলেন।
ইমন তার শৈশব ঢাকাতেই কাটেন। তিনি সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল তার প্রবল অনুরাগ।
কর্মজীবন
১৯৯৮ সাল থেকে চলচ্চিত্রের জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তারই হাত ধরে তার বাবার মতো এদেশের চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় গানের সুর সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অনেক কণ্ঠশিল্পীর কণ্ঠে প্রথম তুলে দিয়েছেন সিনেমার গান। ইমন সাহা তার নিজের কাজ দিয়েই এদেশের সঙ্গীতাঙ্গনে আলাদা একটি অবস্থান সৃষ্টি করেছেন।
শাহ আলম কিরণ পরিচালিত ‘চুঁড়িওয়ালা’ চলচ্চিত্রে বাবার সঙ্গে ইমন প্রাথমিকভাবে সঙ্গীত পরিচালনার কাজ শুরু করেন। তবে ১৯৯৮ সালে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘পরাধীন’ চলচ্চিত্রের মধ্যদিয়ে একজন সঙ্গীত পরিচালক হিসেবে তার যাত্রা শুরু হয়।
তার সঙ্গীতে প্রথম শিল্পী ছিলেন পলাশ ও দিঠি আনোয়ার। তবে তারই সঙ্গীত পরিচালনায় প্রথম প্লে-ব্যাক করেন জেমস, বাপ্পা মজুমদার, কানিজ সুবর্ণা, তিশমা, নোলক, সালমা, সোনিয়া, রাজীব, কিশোরসহ আরো অনেকে।জেমসের কণ্ঠে প্রয়াত নায়ক মান্নার লিপে ‘আসবার কালে আসলাম একা’ গানটি ইমন সাহার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক সৃষ্টি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
ইমন সাহা ২০০৮ সালে ‘চন্দ্রগ্রহন’ ছবির জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ২০১১ সালে ‘কুসুম কুসুম প্রেম’ ছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, ২০১২ সালে ‘ঘেটুপুত্র কমলা’ ছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, ২০১২ সালে ‘পিতা’ ছবির জন্য শ্রেষ্ঠ সুরকার, ২০১৩ সালে ‘কুসুম কুসুম প্রেম’ ছবির জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে, ২০১৬ সালে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
উল্ল্যেখযোগ্যা চলচ্চিত্র
তার উল্ল্যেখযোগ্যা চলচ্চিত্র হলো – ‘চন্দ্রগ্রহণ’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘পিতা’, ‘অল্প অল্প প্রেমের গল্প’, ‘অন্তরঙ্গ’, ‘মন জ্বলে’, ‘দেশা: দ্যা লিডার’, ‘অগ্নি ২’, ‘কার্তুজ’ ইত্যাদি।
আরও দেখুনঃ