আনন্দধ্বনি জাগানোর আহ্বান | সারা সপ্তাহের খবর

ঙ্গীত গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আনন্দধ্বনি জাগানোর আহ্বান খবর দিয়ে শুরু করছি  সঙ্গীত খাতের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

আনন্দধ্বনি জাগানোর আহ্বান

 

আনন্দধ্বনি জাগানোর আহ্বান

 

“আনন্দধ্বনি জাগাও গগনে।/ কে আছ জাগিয়া পুরবে চাহিয়া,/ বলো ‘উঠ উঠ’ সঘনে গভীরনিদ্রাগমনে।” গীতবিতানের স্বদেশ পর্বের এই গানের নৃত্যগীতের মধ্য দিয়ে শুরু হলো সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের দুই দিনব্যাপী রবীন্দ্র-উৎসব ১৪৩০। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে শুরু হয় এ আয়োজন।

রবীন্দ্রজয়ন্তীর আয়োজন

২৫ বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটক, গান ও আবৃত্তি অনুষ্ঠান। ছায়ানট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও থাকছে নানা আয়োজন।

ঢাকায় গাইবেন অনুব জৈন

ঢাকায় গাইবেন ‘বারিষে’, ‘মাজাক’-খ্যাত ভারতের তরুণ গায়ক, গীতিকার ও সুরকার অনুব জৈন। আগামী ১ জুন তাঁকে নিয়ে ‘আনুব জৈন লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে এডভেন্টর কমিউনিকেশনস ও ট্রিপল টাইম কমিউনিকেশনস। এডভেন্টর কমিউনিকেশনসে ফেসবুক পেজে কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (করপোরেট সেলস) মাহিন রহমান রোববার বলেন, ‘তাঁর সঙ্গে আমাদের অনেক দিন ধরেই যোগাযোগ চলছিল। কনসার্টটি নিয়ে উনি অনেক এক্সাইটেড। ’

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের দলীয় সংগীতে মাশা

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের একটি দলীয় সংগীতে অংশ নিয়েছেন তরুণ শিল্পী মাশা ইসলাম। গত শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে শপথ নেন তৃতীয় চার্লস। রাজার সম্মানে বিবিসির আয়োজনে ইংরেজ গায়ক স্টিভ উইনউডের বিখ্যাত গান ‘হায়ার লাভ’ পরিবেশন করেন কমনওয়েলথের ৫৬ সদস্যরাষ্ট্রের শিল্পীরা। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাশা ইসলামকে মনোনীত করেছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। গত শনিবার এক ফেসবুক পোস্টে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ লিখেছে, ‘রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত দলগত গানে ভার্চ্যুয়ালি অংশ নিয়েছেন মাশা ইসলাম।’

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

বিদায় জানাতে হচ্ছে না গানকে 

অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। অনেক দিন ধরেই তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে চলছিল কপিরাইট মামলা। এ মামলা হারলে গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিরান। কিন্তু তাঁকে গান ছাড়তে হচ্ছে না। বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটান ফেডারেল আদালত এড শিরানকে নির্দোষ রায় দিয়েছেন। 

হানি সিংয়ের সঙ্গে প্রেম

 

আনন্দধ্বনি জাগানোর আহ্বান

 

কিছুদিন আগে প্রেমিকা টিনা থাড়ানির সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এরপরই নাকি বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচার সঙ্গে প্রেম করছেন র‌্যাপার হানি সিং। গোপনে নাকি তাঁরা প্রেমও করছিলেন। অনেকে হানি-টিনার বিচ্ছেদের জন্য দায়ী করছিলেন নুসরাত ভারুচার সঙ্গে তাঁর প্রেমকে। এত দিন এ নিয়ে মন্তব্য করেননি নুসরাত। কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না এ অভিনেত্রী।

সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে কথা বলেন হানি সিংয়ের সঙ্গে প্রেম নিয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এ সাক্ষাৎকারে হানি সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ককে গুজব বলে উড়িয়ে দেন। 

এ আর রহমানের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ

সময়টা ভালো যাচ্ছে না অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের। দিন কয়েক আগে পুণেতে মাঝপথে তাঁর কনসার্ট বন্ধ করে দেয় পুলিশ। এবার তাঁর বিরুদ্ধে সুর চুরির অভিযোগ আনলেন দিল্লির শিল্পী উস্তাদ ওয়াসিফুদ্দিন থাগর। ওয়াসিফুদ্দিনের দাবি, তাঁর বাবা-চাচার সুর নকল করেছেন এ আর রহমান। 

আরও পড়ুনঃ

Leave a Comment