অঞ্জনে মাতল জাহাঙ্গীরনগর । সারা সপ্তাহের খবর

আমাদের আলোচ্য বিষয়ঃ  অঞ্জনে মাতল জাহাঙ্গীরনগর

সঙ্গীত গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত।

এই সপ্তাহের প্রধান খবরঃ

  • সেনাবাহিনীতেও পদোন্নতি পেলেন বিটিএস তারকা
  • বাধা না মানা আজম খান
  • আসছে কোক স্টুডিওর নতুন গান বনবিবি
  • অঞ্জনে মাতল জাহাঙ্গীরনগর
  • আরআরআর-এর গান মনোনয়ন পেয়েছে অস্কারে
  • নিজ বাড়িতে পড়ে ছিল পদ্মভূষণ পাওয়া সংগীতশিল্পীর মরদেহ
  • আসছে বাদাম কাকুর নতুন গান,
  • ইউটিউবে অলকা ইয়াগনিক এর সুরের ঝড়

অঞ্জনে মাতল জাহাঙ্গীরনগর

অঞ্জনে মাতল জাহাঙ্গীরনগর

সেনাবাহিনীতেও পদোন্নতি পেলেন বিটিএস তারকা

দক্ষিণ কোরিয়ায় ‘ম্যান্ডেটরি মিলিটারি রুল’ থাকায় সেই দেশের প্রতিটি পুরুষ সদস্যকে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। ফলে বিটিএস এর প্রতিটি সদস্যকেই সেনায় যোগ দিতে হবে এটাও জানা কথা। আর বয়সের সবচেয়ে বড় হিসেবে জিম সকলের আগে সাউথ কোরিয়ান আর্মিতে যোগ দেন। খুব শিগগিরই ‘প্রাইভেট ফার্স্ট ক্লাস’ পদ পেলেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ১ মার্চ অফিসিয়ালি পদোন্নতি হয় তার। প্রিয় সংগীতশিল্পীর সাফল্যে বেজায় খুশি জিমের ভক্তরা।

 

অঞ্জনে মাতল জাহাঙ্গীরনগর

 

বাধা না মানা আজম খান

বাংলা পপ গানের সম্রাট বলা হয় আজম খানকে। তিনি পপ গানকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন, অন্যদিকে সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিয়েছেন নতুন ধারার এই গান। আজম খান স্বপ্ন দেখিয়েছেন দেশের তরুণদের। বঞ্চিত, নিপীড়িত মানুষের কথা সহজভাবে বলে গিয়েছেন এই পপসম্রাট। একসময় তাঁর গানে উঠে আসে সচেতনতা, দেশপ্রেম, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়, তরুণদের উদ্বুদ্ধকরণের মতো বিষয়।

 

অঞ্জনে মাতল জাহাঙ্গীরনগর

 

আসছে কোক স্টুডিওর নতুন গান বনবিবি

যান্ত্রিক কোলাহলের মাঝে প্রকৃতির গান নিয়ে আসছে কোক স্টুডিও বাংলা। আজ রাত একটায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘বনবিবি’। চট্টগ্রাম, সিলেট ও খুলনার স্থানীয় ভাষায় গাওয়া গান ‘মুড়ির টিন’ বাজিয়ে দ্বিতীয় মৌসুমের যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা।

অঞ্জনে মাতল জাহাঙ্গীরনগর

‘ব্যাচ ডে’ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অঞ্জনের গানের এই আয়োজন করেছে ক্যাম্পাসের ৩১তম ব্যাচ। অঞ্জন দত্তের গান শোনার এই আয়োজন ছিল শুক্রবার রাতে। এর আগেই বিকেলের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সেলিম আল দীন মুক্তমঞ্চ। সন্ধ্যার পর দর্শকের ঢেউ ছাপিয়ে যায় মুক্তমঞ্চের আশপাশের এলাকায়।

‘শুনতে কী পাও’ গান দিয়ে শুরু করেন। এরপর একে একে শোনান ‘তুমি না থাকলে’, ‘ম্যারি এ্যান’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘আমি আসব ফিরে’,‘বসে আছি স্টেশনে’–এর মতো জনপ্রিয় সব গান। পৌনে দুই ঘণ্টা দর্শকদের মাতিয়ে রেখে শেষ করেন ‘বেলা বোস’ গান দিয়ে। অঞ্জনের কণ্ঠে কণ্ঠ মেলান হাজারো স্বপ্নাতুর তরুণ।

 

অঞ্জনে মাতল জাহাঙ্গীরনগর

 

আরআরআর-এর গান মনোনয়ন পেয়েছে অস্কারে

৯৫তম অস্কার অ্যাওয়ার্ডের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় আরআরআর সিনেমার ‘নাটু নাটু’ গানটি ‘সেরা মৌলিক গান’-এর দৌড়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে। আগামী ১২ই মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে এবারের অস্কারের আসর। জয় পেতে ‘নাটু নাটু’কে হারাতে হবে ‘অ্যাপ্লস’, ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘লিফট মি আপ’, ‘দিস ইজ লাইফ’-এর মতো জনপ্রিয় চারটি গানকে।

নিজ বাড়িতে পড়ে ছিল পদ্মভূষণ পাওয়া সংগীতশিল্পীর মরদেহ

পদ্মভূষণ জয়ী ভারতের বরেণ্য এক সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার করেছে তামিলনাড়ু পুলিশ। তার নাম বাণী জয়রাম। শনিবার চেন্নাইয়ের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এএনআই জানায়, চেন্নাইয়ের নুঙ্গামবাক্কামের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় বাণী জয়রামকে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

 

অঞ্জনে মাতল জাহাঙ্গীরনগর

 

আসছে বাদাম কাকুর নতুন গান,

একসময় নেটপাড়ায় বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় এই গানটি সর্বত্রই বাজছে। আর এই গান গেয়ে যেন নতুন ভাগ্য ফিরে পেয়েছে বাদামকাকু।

যতই দিন এগিয়েছে ততই তার নাম বেড়েছে। তার জনপ্রিয়তা দেশের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই। তা ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে অনেক আগেই। তারকাদের মত তার রয়েছে অনেক ফ্যান। এবার ভুবন বাদ্যকরের গাওয়া তিনটি গান নিয়ে একটি অ্যালবাম লঞ্চ করতে চলেছে। এই খবরে বেশ খুশি বাদাম কাকুর ফ্যানেরা।

 

Google News Channel Logo
Google News Channel Logo

 

ইউটিউবে অলকা ইয়াগনিক এর সুরের ঝড়

গানের কন্ঠ অসাধারণ। তার বয়স ৫৬ বছর। আশি ও নব্বইয়ের দশকে বলিউড ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় সংগীত শিল্পী বললে যদি কারোর কথা প্রথমে মনে আসে তিনিই হলেন অলকা ইয়াগনিক। যার নাম শুধু দেশে নয় বিদেশের মাটিতে রয়েছে। সঙ্গীত জগতের শ্রেষ্ঠ শিল্পী হিসাবে পরিচিত তিনি।

২০২২ সালে সর্বাধিক স্ট্রিমিং শিল্পী হিসাবে বিবেচিত হয়েছেন এই সংগীত শিল্পী। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ২০২২ সালে এই জনপ্রিয় সংগীত শিল্পীর গান ১৫.৩ বিলিয়ন বার শুনেছেন ।

জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএসকে পিছনে ফেলে ই ২০২২ সালের ‘মোস্ট স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব’ খেতাব জিতেছেন এই সঙ্গীতশিল্পী।

আরও দেখুনঃ

FacebookTwitterEmailShare

Leave a Comment